Special Chicken Chaap
Special Chicken Chaap
Place: At Bismillah Kabab Ghor, Dhaka.
Price: 90 Tk
Taste: 9.5/10
বৃষ্টিতে সারাদিন বন্দী থাকতে কার ভাল্লাগে! গতকাল থেকে শুরু হওয়া এই কুকুর বেড়ালের বৃষ্টি একরকম বন্দীই করে রাখছে! তো আজ বিকালে বন্দীদশা থেকে সাময়িক মুক্তি পেতেই মন চাইল মুখরোচক কিছু খেতেই হবে! দে আলাউদ্দিন রোডে ছুট!
বিসমিল্লাহ আছেনা!
গিয়ে তো হা! এত্ত সমুদ্র পার হইয়া গিয়া দেখি তারা সবে কড়াইয়ে ভাজা বসাইছে (মাত্র খুলসে আরকি!)। বহুতক্ষন সহ্য করার পর সামনে হাজির হইল এই ঢাউস সাইজের চিকেন চাপখানা! আহ, দেখেই অর্ধেক শান্তি, বাকিটা ঘ্রানে! গ্রম গ্রম একটা টুকরা মুখে দিতেই শান্তি! আহহ! পুরাই মাক্ষন! জোশ মাল!
বিসমিল্লাহ নিয়ে আর কি ই বা বলার আছে!
যাইহোক, রিমার্কেবল চিকেন চাপ!
লোকেশনঃ বিসমিল্লাহ কাবাব ঘড়, নাজিরাবাজার মোড়।
If you Like my post please upvote, comments & resteem this post. Thanks!!


img credz: pixabay.com
Nice, you got a 79.0% @kamikaze upgoat, thanks to @aafrin
Want a boost? Minnowbooster's got your back!
Indian food ?
Is this pakistan food?