এবিবি ফান প্রশ্ন- ৪৫৯ || শীতে সবচাইতে কোন খাবারটা আপনার খেতে ভালো লাগে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতে সবচাইতে কোন খাবারটা আপনার খেতে ভালো লাগে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার ভালো লাগে কড়া করে চা, অল্প আদা দিয়ে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মার ছাড়া সব। কারণ শীতে মার খেলে বড্ড বেশি লাগে৷ 🤣
বাকি সবের মধ্যে বেশি ভালো লাগে ক্রাশ খেতে৷ আহা। ঠান্ডায় যুবুথুবু ক্রাশ।
হাহাহা দিদি মার খাওয়ার অভ্যাস আছে নাকি 😎
যাইহোক শীতের সময়ে ক্রাশ একটু বেশি বেশি করে খাবেন তাহলে শরীর ভালো থাকবে।
যেহেতু পিঠা পুলির দেশে বসবাস করি তাই অবশ্যই ভিন্ন ভিন্ন সব পিঠা খেতে বেশি ভালোবাসি। তবে সকালবেলা উঠেই আম্মুর হাতের বানানো হরেক রকমের পিঠাগুলো খেতে সবথেকে বেশি ভালোবাসি।
মনে করে দেখুন দাদা সেই শৈশবের আম্মুর হাতের বানানো পিঠাগুলো শীতের সকালে অনুনের পাশে বসে কম বেশি সবাই মজা করে খেতাম কিন্তু।
সত্যিই। মা ঠাকুমার হাতের পিঠে, উফফ অমৃত সমান। এই সময় তো প্রায়ই হত।খুব মিস করি সেসব।
গরম গরম ভাপা পিঠা আর ঝাল চিতুই, আর খেজুরের রস।
আমারও কুয়াশা ভেজা সকালের প্রিয় খাবার।
শীতের সময়ে এই খাবারগুলো আমিও খুব পছন্দ করি আপু।
শীতের হরেক রকমের মজার মজার পিঠা।তবে সবচেয়ে ভালো লাগে দুধ চিতই পিঠা।
চিতই পিঠা যদি শুটকি ভর্তা দিয়ে খাওয়া যায় আসলেই মজা লাগে।
হয়তোবা তবে আমার ঝাল একদমই পছন্দ না ভাইয়া।
আমি সবজি কম খাই। তবে শীতকালের সবজি আমার খুব পছন্দের। শীতকালীন সকল সবজি দিয়ে যখন একটা রেসিপি করা হয় না সেটা পৃথিবীর যেকোনো খাবার কে হার মানিয়ে দিতে পারে।
0.00 SBD,
2.84 STEEM,
2.84 SP
শীতে আমার বাসী খাবার গরম করে খেতে সবচাইতে বেশি ভালো লাগে।তবে গরম গরম ঝাল পকোড়াও খেতে ভালো লাগে।হি হি☺️☺️
খিচুড়ি এর মধ্যে উল্লেখযোগ্য৷ শীতের দিনে কিন্তু বেগুন পোড়াও বেশ লাগে তাই না? এই সময় বড় বড় বেগুন ওঠে বাজারে।
হুম একেবারেই দিদি, প্রিয় আমারও।
আমার তো এটা ভাবতেই জিভে জল চলে আসছে।
☺️☺️.
শীতে সবচেয়ে ভালো লাগে মায়ের হাতে বানানো গরম খিচুড়ি, তার সাথে পঞ্চব্যঞ্জন—ইলিশের ভর্তা, ডিম ভাজি, আর আগুনের মতো লাল আচার! খেতে খেতে যদি গরম কম্বলে ঢুকে নাকে সরষের তেল মেখে ঘুমানো যায়, তাহলে তো কথাই নেই! তবে সতর্ক থাকতে হয়, খেয়ে যেন "ভালুক" হয়ে না যাই! 😄
সবচেয়ে ভালো লাগে টমেটো সস দিয়ে কাঁচা ফুলকপি চিবিয়ে চিবিয়ে খেতে 😂😂। সিরিয়াসলি নিবেন না কিন্তু, ফান করে বললাম আর কি🤣🤣।
একদিন খেয়ে দেখবেন। আর একমাস যদি খেয়ে থাকেন, তাহলে তো মনে হয় আপনার শরীর অনেক ভালো থাকবে।
টমেটো সস দিয়ে কাঁচা ব্রকলি অনেক খেয়েছি আপু,খেতে আসলেই দারুণ লাগে। তবে টমেটো সস দিয়ে কাঁচা ফুলকপি খেয়ে দেখতে হবে হা হা হা।
শীতে সবচাইতে প্রিয় খাবার হলো কুয়াশা ভেজা সকালে কাঁচা খেজুরের রস মায়ের হাতে গরম গরম ভাপা পিঠা। গোধূলি সন্ধ্যায় পরোটা আর হাঁসের মাংস ভুনা তার সাথে পুদিনা পাতার লেবুর রং চা।
একদম ঠিক কথা বলেছেন ভাই শীতের সময় সব থেকে প্রিয় খাবার হল কাঁচা খেজুরের রস আর মায়ের হাতের গরম গরম ভাপা পিঠা আহ্ কি মজা।
আপনার এই কথার সাথে আমি নিজেও একমত। এগুলো আমার নিজেরও পছন্দের। শুধু পুদিনা পাতার লেবুর রং চা ছাড়া 🤭।
শীতকালে তো সব ধরনের খাবার খেতে ভীষণ মজা লাগে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে কুয়াশার মধ্যে সকাল বিকেল রাস্তার পাশে খেজুরের গুড় ও নারকেল দিয়ে যে ভাপা পিঠা গুলো তৈরি করা হয় এই পিঠা।