পেন্সিল দিয়ে ছোটা ভীমের চিত্র অঙ্কন||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)
আজ
আজ
১১ই অগ্রহায়ণ, ১৪২৮
28th Nov.-2021
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় ভাই,বোন এবং বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি সকলের সামনে হাজির হলাম একটি নতুন অঙ্কন পোস্ট নিয়ে।পোস্টের বিষয়বস্তু হলো-"ছোটা ভীমকে অঙ্কন"।আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন।তো চলুন শুরু করা যাক-
ছোটা ভীম❤️
প্রয়োজনীয় উপকরণঃ
•অফসেট পৃষ্ঠা,
•পেন্সিল(2B),
•রাবার,
•কালার পেন্সিল(২টি-লাল এবং হলুদ)
অঙ্কনের প্রক্রিয়াটি নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ
১ম ধাপঃ
প্রথমে ছোটা ভীমের মাথার চুল আঁকিয়ে নিতে হবে।
২য় ধাপঃ
এবার মুখের অবয়ব এবং কান আঁকিয়ে নিতে হবে।
৩য় ধাপঃ
এবার চোখ,ভ্রু,নাক এবং মুখ আঁকিয়ে নিতে হবে।
৪র্থ ধাপঃ
এবার দেহের অংশটি আঁকিয়ে নিতে হবে।
৫ম ধাপঃ
এবার দুই হাত আঁকিয়ে নিতে হবে।
৬ষ্ঠ ধাপঃ
এবার ছোটা ভীমের ধুতি এবং পাসহ জুতা আঁকিয়ে নিতে হবে।
৭ম ধাপঃ
এবার ছোটা ভীমের হাতে লাড্ডুর ব্যাগ আঁকিয়ে নিতে হবে।
৮ম ধাপঃ
এবার চুলে কালোধুতিতে লাল,লাড্ডুর ব্যাগে কালোএবং হাতের বালায় হলুদ রঙ করলেই হয়ে যাবে আমাদের ছোটা ভীমের সম্পূর্ণ ছবিটি।
তো এই ছিল আমার আজকের পোস্ট।ছোটা ভীম কার্টুনের প্রতি ভালোবাসা থেকেই আজকের ছবিটি অঙ্কন।এই কার্টুনের গ্রামীণ পরিবেশ এবং ছোটা ভীমের সাহসিকতা আমার সব থেকে বেশি ভালো লাগতো।তাই আজকের ছবিটি অঙ্কনের সময় বারবার পুরনো দিনের এই কার্টুনটি দেখার কথা মনে পড়ছিল।
আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
আমার পোস্টে আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমি স্বার্থকতা এবং কাজ করার অদম্য উৎসাহ খুজে পাই।সর্বোপরি আমার আজকের কার্টুনের ছবিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য❤️
শুভেচ্ছান্তেঃ@abir10
বাহ!! দারুণ তো দেখতে ছোট বিম। ভাই সত্যি আপনার অংকন প্রসংশার দাবিদার। আমার কাছে খুবই ভালো লেগেছে। সাথে সুন্দর করে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া❤️
বাহ্ অনেক সুন্দর একটি চিত্র অংকন দেখতে পেলাম। আপনার চিত্র অংকন এর দক্ষতা অনেক ভালো। যা আমাকে মুগ্ধ করেছে অনেক অনেক শুভকামনা রইল। 😍😍
ধন্যবাদ ভাইয়া আপনার জন্যেও শুভকামনা রইলো।❤️
আপনি পেন্সিল দিয়ে সুন্দরভাবে ছোটা ভীমের চিত্র অঙ্কন করেছেন। আপনার সৃজনশীলতা প্রশংসা অবশ্যই করতে হয়। আপনি চিত্রটা এত সুন্দর ভাবে অংকন করেছেন তা সত্যিই মনোমুগ্ধকর। আপনি ধাপে ধাপে সুন্দরভাবে আর্ট করার প্রক্রিয়া তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য
সত্যি ভাই কিছু বলার নাই। পুরাই মনে হচ্ছে একদম হুবহু অঙ্কন করে ফেললাম বাহ। আপনাদের অংকন দেখলে আমি তোমাকে কল করতেই ভয় পাই। এত সুন্দর সুন্দর ছবি আপনারা পোস্ট করেন আমি যা অঙ্কন করি তা পোস্ট দিলে সত্যি এখানে পাত্তা পাওয়া মতন না। একটি উপকার হয় আপনাদের ছবি দেখলে আমার নিজের ছবি অংকন করার অনুপ্রেরণা জন্মায়।
কি যে বলেন ভাই আপনার ছবিগুলোও চমৎকার হয়।রাধুনির চোখের অঙ্কনটি তো আমার খুব পছন্দ হয়েছে।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।❤️
আপনার চিত্র অংকন টি খুব সুন্দর হয়েছে । আপনি খুব দক্ষতার সাথে অংকনের কাজটি সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনার জন্যেও শুভকামনা রইলো
আপনার অংকন গুলো বরাবরই অনেক ভালো লাগে। খুব দক্ষতার সাথে অংকন গুলো করে থাকেন। ছোটা ভীমের আজকে অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। কার্টুন দেখতে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখার মত ছিল আপনার অংকন খুবই ভালো।এবং দারুণ বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য ❤️
পেন্সিল দিয়ে ছোটা ভীম এর চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ছোটা ভীম একটি জনপ্রিয় কার্টুন চরিত্র। বিশেষ করে বাচ্চাদের কাছে ছোটা ভীম খুবই জনপ্রিয়। আপনি দারুণভাবে ছোটা ভীম এর চিত্র অংকন করেছেন। অনেক সুন্দর হয়েছে ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু।আপনার জন্যেও শুভকামনা রইলো
আমার ভাই ঈশানের প্রিয় চরিত্র ছোটা ভিম 🥰🥰। ওর সাথে দেখতে দেখতে আমিও পছন্দ করি খুব। হিহিহিহি। দারুন এঁকেছেন দাদা। খুব সুন্দর ফুটে উঠেছে চরিত্রটি। ঈশানও খুব খুশি দেখে।
ছোট ভাই ঈশান এবং আপনার পছন্দ হয়েছে শুনে খুব খুশি হলাম।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য
ওয়াও ভাইয়া জাস্ট অসাধারণ আপনি পেন্সিল দিয়ে ছোট ভীমের চিত্রাংকন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য
সত্যি ভাইয়া আপনার চিত্রাঙ্গন টা দেখার মত ছিল। ছোটবেলায় এই কার্টুনটা কত যে দেখতাম আর কত যে ভালো লাগতো। আমার প্রিয় কার্টুন ছিল এটা। আজকে আপনার চিত্রাংকন টা দেখে ছোটোবেলা যেন হারিয়ে দিয়েছে। সবার কাছে সত্যিই খুব ভালো লেগেছে আমি। অসাধারণ চিত্রাঙ্গদ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া যাতে আরো সুন্দর চিত্রাংকন আমাদের উপহার দিতে পারেন
অবশ্যই চেষ্টা করবো আপু সুন্দর আর্ট শেয়ার করার জন্য।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য