ফটোগ্ৰাফি পোস্ট: কয়েকটি রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ29 days ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000006524.jpg

এটি কলেজ মেকার অ্যাপস দ্বারা তৈরি করা হয়েছে
ফটোগ্রাফি করাটা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু আমার বাংলা ব্লগে আসার পর থেকে সেই আসক্তিটা আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। এছাড়াও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্ৰাফি করতে অনেক পছন্দ করি। যেহেতু আমি গ্ৰামে থাকি, তাই গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি। তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। তবে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে আমার। আর সেই ফটোগ্রাফি গুলি আপনাদের মাঝে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে যখন সেই ফটোগ্রাফি গুলি আপনাদেরও ভালো লাগে।


1000006521.jpg

ইটের ভাটা

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি ইটের ভাটার ফটোগ্ৰাফি। ইট ভাটা বা ইটখোলা ইট উৎপাদনকারী স্থানের নাম। বিশেষ এক ধরনের কাঁদা মাটি পুড়িয়ে এই ইট তৈরি করা হয়।যা বিশ্বের প্রাচীন আমল থেকে এই ইটের ব্যবহার রয়েছে। এই ইট দিয়ে আমরা বিভিন্ন ধরনের ছোট বড় বাড়ি,ঘর, অফিস, আদালত, আরো অনেক ধরনের নির্মাণ কাজে ব্যবহার করি।এই ইটের ভাটা গুলো মূলত তিনমাস অন্তর অন্তর চালু থাকে আবার তিন মাস অন্তর অন্তর বন্ধ থাকে। আগের তুলনায় এখন যেমন ইটের ভাটা অনেক তেমনি ইটের দাম- ও যেন অনেক বেশি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফটোগ্ৰাফিটি ক্যাপচার করেছিলাম।

1000006520.jpg

আল্লাহু চত্বর

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি আল্লাহু চত্বরের ফটোগ্ৰাফি। এটি মূলত আমাদের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এরশাদ মোড়ে অবস্থিত। এটা নির্মাণ করেছিলেন আমাদের ১ নং খোড়াগাছ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ। আমার দেখা মতে এটাই একমাত্র আল্লাহু চত্বর আমি আর কোথাও এই রকম আল্লাহু চত্বর দেখিনি। আপনারা কেউ দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কম বেশি সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে।এই আল্লাহু চত্বরে ডান পাশে আরবিতে এবং বাম পাশে বাংলা দিয়ে খুব সুন্দর করে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম লেখা আছে। এটি দেখতে অনেক সুন্দর লাগছিল।তাই আমি ভাবলাম যে এটি ফটোগ্ৰাফি করে আপনাদের মাঝে শেয়ার করি।

1000005965.jpg

শৈশবের খেলা

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত শৈশবের খেলার ফটোগ্ৰাফি। শৈশবের বয়স টাই যেন খেলা ধুলার বয়স। আমরা কম বেশি সবাই প্রায় শৈশবে অনেক খেলা ধুলা করেছি। এমন একজন-ও পাওয়া যাবে না যে সে তার শৈশবে খেলা ধুলা করেনি। আমরা ছোটবেলায় অনেক ধরনের খেলা ধুলা করেছি যা এখন প্রায় বিলুপ্তির পথে। আমরা ছোটবেলায় মার্বেল খেলা, লাঠি খেলা, টায়ার দৌড় খেলা, আরো অনেক ধরনের খেলা খেলেছি।যা এখন আর দেখায় যায় না। এখনকার বাচ্চাদেরকে প্রায় কমবেশি সবাইকে শুধু মোবাইলে গেম খেলতে দেখা যায়। আমাদের এলাকায় এখন ও অনেক বাচ্চা মার্বেল খেলে তাদের খেলা দেখার সময় আমি এই ফটোগ্ৰাফিটি ক্যাপচার করেছিলাম।

1000005793.jpg

গরুর গাড়ি

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি গরুর গাড়ির ফটোগ্ৰাফি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের জনগণের একটা বিশাল অংশ তাদের জীবনধারণের জন্য কৃষির উপর নির্ভর করে। বাংলাদেশে বছরে দুইবার ধান চাষ করা হয়। নব্বই দশকে বা তারও আগে গরুর গাড়িতে করে কৃষকেরা তাদের সোনালী ধান তাদের বাসায় নিয়ে আসতো এভাবেই। অনেক জায়গায় এখন গরুর গাড়ি প্রায় বিলুপ্তির পথে। আমাদের এলাকায় এখনও যখন জমিতে ধান কাটার সময় পানি থাকে তখন কমবেশি সবাই এই গরুর গাড়িতে করে এই ধান নিয়ে আসে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ফটোগ্ৰাফিটি ক্যাপচার করেছিলাম ।

1000005314.jpg

পাখি শিকার

আপনারা উপরে যে ফটোগ্ৰাফিটি দেখতে পাচ্ছেন এটি মূলত পাখি শিকার করার ফটোগ্ৰাফি। আপনারা হয়তো কমবেশি সবাই পাখি শিকার করা দেখেছেন। কিন্তু এই ভাডুল দিয়ে হয়তো পাখি শিকার করা দেখেন নি। আমি ছোটবেলায় এই রকম ভাডুল দিয়ে অনেক পাখি শিকার করেছিলাম। পাখি শিকার করতে বেশ ভালোই লাগতো আমার। বিশেষ করে আমি ঘুঘু পাখি শিকার করতাম। আর ঐ ঘুঘু পাখি বাসায় নিয়ে গিয়ে যখন আমি আমার আম্মুকে দিতাম । আমার আম্মু তখন ঐ ঘুঘুর মাংস রান্না করতো ঘুঘুর মাংস খেতে খুব সুস্বাদু আপনারা যারা ঘুঘু পাখির মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

আমার পরিচয়

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Sort:  
 29 days ago 
 29 days ago 



 29 days ago 

আপনি ঠিক বলেছেন ভাইয়া ফটোগ্রাফি করাটা বাংলা ব্লগ এসে দ্বিগুণ বেড়ে গিয়েছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। অনেক দিন পরে বাচ্চাদের শৈশবের খেলা দেখে অনেক ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ননা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 29 days ago 

আমার পোস্টে এতো সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গরুর গাড়ি এখন দেখাই যায় না। আপনার ফটোগ্রাফি পোস্টে দেখে ভালো লাগলো। আল্লাহু চত্বর জায়গাটা ভীষণ সুন্দর। আপনার ফটোগ্রাফিতে দেখে ভালো লাগলো। সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 29 days ago 

জি আপু এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

আপনার কাছে এই ফাইলটি সেভ রাখুন:
https://hackmd.io/@rex-sumon/H1bnltPMye

প্রতিদিন পোস্ট করার পর এখান থেকে টাস্ক গুলো কমপ্লিট করে পোস্টের নিচে কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন।

 28 days ago 

জি ভাইয়া আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 29 days ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। শৈশবের খেলার ফটোগ্রাফিটি দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। এই খেলাগুলো ৯০ দশকে বেশি খেলা হতো। তবে আমরাও এই খেলাটি খেলেছি এখন এসব বিলুপ্তের পথে। তাও গ্রামের কিছু কিছু অঞ্চলে এসব খেলা এখনো বাচ্চারা খেলে থাকে। গরুর গাড়ি আমাদের সময় আমরা দেখিনি আর এখন তো আরো বিলুপ্ত হয়ে গিয়েছে। গরুর গাড়ি চোখে পড়া এখন বিরল। সুন্দর কিছু ফটোগ্রাফি সহ গোছানো বর্ণনা সব মিলিয়ে পোস্টটি দারুন ছিলো।

 28 days ago 

এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 28 days ago 

মার্বেল খেলা এবং গুলটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আহ ছোটবেলা অনেক খেলেছি এই মার্বেল। একটা সময় তো গুলটি দিয়ে পাখিও শিকার করেছি। চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 28 days ago 

জি ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর কমেন্ট করার জন্য।

 28 days ago 

আজকে আপনি অসাধারণ ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো।আল্লাহু চত্বরের ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগলো। এবং গরুর গাড়ির ফটোগ্রাফি পাখির শিকার করার ফটোগ্রাফি বেশি ভালো লাগলো। ছোটকালে আমরাও এরকম পাখি শিকার করার জন্য চেষ্টা করতাম। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

আপনি ও দেখছি যে ছোট বেলায় পাখি শিকার করার চেষ্টা করতেন এটা শুনে বেশ ভালো লাগলো।আর আমার পোস্টে এতো সুন্দর করে কমেন্ট করে আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 27 days ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি আপনি ছিল আপনার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো।রেনডম ফটোগ্রাফি পোস্ট আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সব গুলো ফটোগ্রাফি দারুন ছিল। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 27 days ago 

এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু।