লেভেল ০৪ হতে আমার অর্জন-by abubakar121

in আমার বাংলা ব্লগ26 days ago

★বিসমিল্লাহির রহমানির রহিম★

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য। লেভেল ০৪ ক্লাসটির মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি @alsarzilsiam ভাইয়া কে। তিনি যথেষ্ট ধৈর্য্য নিয়ে সুন্দর এবং সাবলীল ভাবে আমাদের সবকিছু শিখিয়েছেন। এজন্য শুরুতেই আমি উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ইতিমধ্যে লেভেল ০৪ এর ক্লাস এবং ভাইভা শেষ করেছি। আমি লেভেল ০৪ এর ক্লাসে যা কিছু শিখেছি তা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।

1000006627.jpg

১. প্রশ্ন: p2p কি?

উত্তর: p2p বলতে পার্সন টু পার্সন বা একজন ইউজারের ওয়ালেট হতে অন্য একজন ইউজারের ওয়ালেটে steem,SBD বা trx পাঠানোকে বোঝায়, যা আমাদের করা উচিত নয়।

২.প্রশ্ন: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?

উত্তর:
ধাপ-১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে sbd নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা steem dollar লেখাটির উপরে ক্লিক করবো।

1000006559.png

ধাপ -২: Steem Dollars এর ওপরে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন আসবে, যেহেতু আমি ট্রান্সফার করবো, সেহেতু আমি ট্রান্সফারে ক্লিক করব।

1000006562.png

ধাপ -৩: ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ sbd ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আমরা চাইলে কি উদ্যোশে পাঠাতে চাচ্ছি সেটি লিখতে পারবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবো।

1000006567.png

ধাপ-৪: নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না? বেশ কয়েকবার ভালোভাবে দেখে নেব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করবো।ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই যাকে ট্রান্সফার করতেছি তার ওয়ালেটে sbd চলে যাবে।

1000006569.png

৩. প্রশ্নঃ P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?

উত্তর: ধাপ-১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে steem নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা steem লেখাটির উপরে ক্লিক করবো।

1000006598.png

ধাপ-২: সেখানে বেশ কয়েকটা অপশন আসবে যেহেতু আমি ট্রান্সফার করবো সেহেতু আমি ট্রান্সফারে ক্লিক করব।

1000006600.png

ধাপ -৩: ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ steem ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আমরা চাইলে কি উদ্যোশে পাঠাতে চাচ্ছি সেটি লিখতে পারবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবো।

1000006602.png

ধাপ-৪: নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না? বেশ কয়েকবার ভালোভাবে দেখে নেব ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করবো।ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই যাকে ট্রান্সফার করতেছি তার ওয়ালেটে steem চলে যাবে।

1000006604.png

৪.প্রশ্ন-: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?

উত্তর: ধাপ -১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো। তারপর একবারে উপরে ডানে কোনায় তিন লাইন বিশিষ্ট একটি অপশন আছে, আমরা সেখানে ক্লিক করবো।

1000006572.png

ধাপ -২: তারপর আবার অনেক গুলো অফশন আসবে, আমরা currency market এ ক্লিক করবো।

1000006574.png

ধাপ -৩: তারপর আরেকটি নতুন পেইজ ওপেন হবে, আমরা সেখানে কত SBD পরিমাণ স্টিম কিনবো,তা সেখানে বাসাবো।আর আমরা price এর ঘরে ইচ্ছা মতো যত SBD পরিমাণ স্টিম কিনবো তা বসিয়ে নিবো। তারপর আমরা buy steem এ ক্লিক করবো।

1000006579.png

ধাপ-৪: তারপর আমাদের একটা নতুন পেইজ ওপেন হবে, আমরা কত SBD দিয়ে কত Steem কিনছি সেটা দেখাবে এবং price ও দেখাবে। কনফার্ম করার আগে বেশ কয়েকবার ভালোভাবে দেখে নিব, সব কিছু ঠিক ঠাক থাকলে আমরা ওকে বাটনে ক্লিক করে দিবো, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্রয় কৃত স্টিম আমাদের ওয়ালেটে দেখতে পারবো।

1000006577.png

৫.প্রশ্ন :Poloniex Exchange site এ একটি Account Create করুন?

উত্তর:-
ধাপ -১: প্রথমে Poloniex exchange apps এর মধ্যে প্রবেশ করবো। তারপর get start অফশন এ ক্লিক করবো।

1000006580.jpg

ধাপ-২: তারপর আবার নতুন পেইজ আসবে, সেখানে একাউন্ট খেলার সময় ইমেইল এবং পাসওয়ার্ড দিতে বলবে, আমরা ইমেইলের ঘরে ইমেইল দিব এবং পাসওয়ার্ড এর ঘরে ০৮ ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। তারপর ক্রিয়েট একাউন্টে প্রেস করব।

1000006586.png

ধাপ -৩: আবার নতুন একটি পেইজ ওপেন হবে, সেখানে ইমেইল ভ্যারিভিকেশনের জন্য একটি কোড পাঠাবে,তা আমরা ইমেইলের ইনবক্স গিয়ে দেখতে পারবো, এবং সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবো।

1000006585.png

1000006591.png

ধাপ-৪: তারপর আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পুর্ন হয়ে যাবে। আমরা এখন চাইলে ট্রেডিং শুরু করতে পারবো।

৬. প্রশ্ন: আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন?

উত্তর:
প্রথমে poloniex লগইন করব তারপর ওয়ালেটে যাব নতুন যে ইন্টারফেস আসবে ওখান হতে ডিপোজিটে যাব। তারপর যে ইন্টারফেস আসবে ওখানে সার্চ অপশন এ steem লিখে সার্চ করব।এখন steem এ ক্লিক করব তারপর এড্রেসটি এবং মেমো কপি করে নেব। এখন আমার steemit ওয়ালেটে যাব।তারপর steem ব্যালেন্সের পাশে ড্রপডাউন বাটনে ক্লিক করে ছোট যে ট্যাব আসবে ওখান হতে ট্রান্সফার এ যাব।তারপর form এর ইন্টারফেস আসবে ওখানে কপি করা এড্রেস টি to তে বসাবো আর মেমো টি মেমোতে বসাবো। এমাউন্টের ঘরে এমাউন্ট দিব। নেক্সটে ক্লিক করব। আবারো কনফার্ম করার জন্য একটি ইন্টারফেস আসবে। ওখানে সব কিছু চেক করে ওকে তে ক্লিক করব। Active key দিয়ে steem send করবো।

৭. প্রশ্নঃ Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন?

উত্তর : প্রথমে আমি আমার Poloniex account এ প্রবেশ করব। তারপর ট্রেড অপশনে ক্লিক করব। উপরে ৩ ডট এ ক্লিক করব সার্চ অপশনে steem লিখে সার্চ করব। তারপর নিচে স্টিম এ ক্লিক করবো। এরপর buy এবং sell ২ টা অপশন দেখতে পাবো। একাউন্টের ঘরে এমাউন্ট বসাবো তারপর নিচে থাকা sell steem a ক্লিক করলে steem sell হয়ে usdt হয়ে যাবে।

Steem কে Usdt তে exchange:

1000006595.png

প্রথমে আমি আমার Poloniex account এ প্রবেশ করব। তারপর ট্রেড অপশনে ক্লিক করব। উপরে ৩ ডট এ ক্লিক করব সার্চ অপশনে trx লিখে সার্চ করব। তারপর নিচে trx এ ক্লিক করবো। এরপর buy এবং sell ২ টা অপশন দেখতে পাবো। একাউন্টের ঘরে এমাউন্ট বসাবো তারপর নিচে থাকা sell steem a ক্লিক করলে trx sell হয়ে usdt হয়ে যাবে।

TRX কে USDT তে exchange:

1000006596.png

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ হাফেজ

1000006537.png

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Sort:  
 26 days ago 

ডেইলি টাস্ক:

1000006629.png1000006631.png1000006632.png
 26 days ago 

লেভেল ফোর সম্পর্কে দেখতে পাচ্ছি আপনি খুবই সূক্ষ্ম জ্ঞান অর্জন করে নিয়েছেন। লেভেল ফোর সম্পর্কে আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম পূর্ববর্তী সব ক্লাসের বিষয়গুলিও ভালোভাবেই বুঝে নিয়েছেন। লেভেল ফাইভ এর ভাইবা হয়ে গেলেই আপনি একজন ভেরিফাইড মেম্বার। আপনার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং শুভকামনা রইল ভেরিফাইড মেম্বার হওয়ার।

 26 days ago 

আপনার ট্রানজেকশন গুলো সফল হয়নি, ট্রানজেকশন গুলো পূরণ করে আমাকে অবশ্যই জানাবেন.

 25 days ago 

@alsarzilsiam ভাইয়া আমি আমার সব ট্রানজেকশন গুলো কমপ্লিট করেছি, শুধু একটা ট্রানজেকশন কমপ্লিট করতে পারছি না আমার পোলোনিক্স একাউন্টে এমাউন্ট কম থাকার কারণে। ভাইয়া আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।