Tea ShopsteemCreated with Sketch.

in Steemit Global8 months ago

হেলো বন্ধুরা, সবাই কেমন আছেন৷ আমি ভালো আছি।

প্রতিদিন এক কাপ দুধ চা সকাল আর বিকেলের চা পান করি। সব কিছুর ই ছবি তোলা হয়ে যায় রোজ রোজ এবং চায়ের ছবি ও মিস হয় না। চা নাকি নেশার মতো হয়ে থাকে। তবে আমাকে কোনো কিছুই নেশা ধরাতে পারে না।চা সেই ছোটো বেলা থেকে খাই। এই চা নিয়ে অনেক সৃতি আছে আমার৷ বন্ধুদের সাথে শবে বরাত ও শবে কদরের রাতে রাত জাগা। এরপর তাদের সাথে বাজারে গিয়ে চা খাওয়া। চা খেলে নাকি ঘুম আসে না৷ আসলেই চা খেলে ঘুম কেটে যায়৷ আমি আগে প্রায় চা খাইতাম৷ আমাদের ওখানে একটি হোটেল আছে৷ ঐ হোটেলের চা নামকড়া ছিলো। দূর দুরান্তর থেকে মানুষ সেখানে এসে চা খেতেন৷ চা খেতে ভালোই লাগে৷ মানুষের চা খাওয়ার আগ্রহ দেখেই মাথা নষ্ট। ১ কাপ চা এর দাম ছিলে মাত্র ৫ টাকা তখন৷ ঐ পাঁচ টাকা চা খাওয়ার জন্য ১৬-২০ কিলোমিটার পারি দিয়ে মানুষ আসতেন৷

সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিয়ে সকাল টা শুরু হয় আমার৷ সন্ধ্যদয় আড্সা দিয়ে চা খাওয়ার মজাই আলাদা৷ বন্ধুদের সাথে এখন প্রায়ই লাল চা খেয়ে থাকি। লাল চা খেতে ভালোই লাগে৷ আদা দিয়ে লাল চা সেই টেস্ট৷

1000001829.jpg

1000001828.jpg

CameraSamsung Galaxy A13
CategoryTea
LocationBangladesh
Photo Takenabul-bashar

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67476.14
ETH 3776.09
USDT 1.00
SBD 3.52