শীতের দিনে কৃষি জমির সৌন্দর্যের ফটোগ্রাফি "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।

এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের পোষ্টের টপিক হলো শীতের দিনের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে।

IMG_20220212_223623.jpg

এখন পুরোদমে শীতকাল চলছে।ভারী পোশাক ছাড়া বাইরে বের হওয়া যায় না। তার মধ্যে আবার উত্তরবঙ্গে শীতের তীব্রতা একটু বেশিই। যার ফলে বাসা থেকে তেমন একটা বের হই না। তবে মাঝে মাঝে বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া উপলক্ষ এলে কনকনে শীতকে উপেক্ষা করে ঘুরতে যাই। তবে আজকে আমরা গ্রামীণ অঞ্চলে ঘুরতে গেছিলাম। গ্রামীণ অঞ্চলের প্রকৃতি গুলো আমাকে সর্বদাই মুগ্ধ করে। আর এই সুন্দর অঞ্চলগুলোতে গিয়ে ফটোগ্রাফি না করলে কি হয়। আজকেও বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সুন্দর কিছু ফটোগ্রাফি করলাম। আমার আজকের পোস্টে সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার শেয়ার করা ফটোগ্রাফিগুলো আপনাদের সবার ভালো লাগবে।

ফটোগ্রাফি:১

IMG-20220212-WA0007.jpg

আমি, আমার বন্ধু রাহুল এবং শফিক তিনজন মিলে ঘুরতে বেরিয়েছিলাম। উপরের ফটোগ্রাফিতে আমাদের তিনজনের ছায়ার আলোকচিত্রে আপনারা দেখতে পাচ্ছেন। তিনজন হেঁটে যাওয়ার সময় হালকা রোদের মধ্যে তিন বন্ধুর ছায়া দেখতে বেশ ভালো লাগছিল। এইজন্য ভাবলাম ছবিটি ফ্রেমে বন্দী করে রাখি। সুন্দর এই ছবিটি শুধু শুধু ফ্রেমে বন্দি করে রেখে কি লাভ যদি আপনাদের সঙ্গে নাই শেয়ার করি।

ফটোগ্রাফি:২

IMG-20220212-WA0000.jpg

উপরের ফটোগ্রাফিটি আপনাদের সকলের চেনা পরিচিত একটি ফুল। শীতকাল এলেই আমরা সরিষা ক্ষেতে ঘুরতে যাই। সবুজ বর্ণের সরিষার গাছে হলুদ রঙের ফুলগুলো দেখতে বেশ আকর্ষণীয় হয়। যদিও এখন সকল ক্ষেত থেকে সরিষা কেটে ফেলা হয়েছে।সকল সরিষা কেটে ফেলা হলেও, এই গাছটি ক্ষেতের এক পাশে রয়ে গেছে। দেখতে বেশ ভালই লাগছিল।এজন্য ভাবলাম ছবিটি আপনাদের সঙ্গে শেয়ার করি।

ফটোগ্রাফি:৩

IMG-20220212-WA0006.jpg

উপরের ফটোগ্রাফিটি ধানের জমির পাশে জন্মানো আগাছার ফুল। এখন অবশ্য ধান চাষের মৌসুম চলছে। জমিতে ধান গাছের চারা রোপণ করার সময় এখন। ধান গাছের পাশে জন্মানো আগাছা গাছের এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এজন্য ভাবলাম ছবিটি উঠিয়ে নেই। আশাকরি ছবিটা আপনাদেরও বেশ ভালোই লাগবে।

ফটোগ্রাফি:৪

IMG-20220212-WA0001.jpg

উপরের ছবিটি ধানের নরম কাঁদা মাটির জমিতে কৃষকের পায়ের ছাপ। আসলে ফলন ভালো হবার পেছনে জমিতে কৃষকের পদধূলি অনেক জরুরী। কারণ একজন কৃষক তার জমি যত বেশি পর্যবেক্ষণ করেন ফসলের যত্ন ততো বেশি হয়। আর এর ফলে কৃষিজমির ফলনও ভালো হয়। ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি ফটোগ্রাফিটি আপনারও পছন্দ করবেন।

ফটোগ্রাফি:৫

IMG-20220212-WA0004.jpg

উপরের ফটোগ্রাফিটি তাল গাছের। অনেকগুলো তালগাছ পাশাপাশি একত্রে দাঁড়িয়ে রয়েছে।ধানক্ষেতের পাশে একই সারিতে দাঁড়িয়ে থাকা এই তালগাছ গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। যদিও ছবিতে তেমন ভাবে ফুটিয়ে তুলতে পারিনি। তবে তাল গাছ গুলোর সৌন্দর্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আলোকচিত্রটি আপনাদেরও পছন্দ হবে।

ফটোগ্রাফি:৬

IMG-20220212-WA0009.jpg

ফটোগ্রাফি:৭

IMG-20220212-WA0008.jpg

উপরের ফটোগ্রাফিটি যে কোন ফসলের তা আমার সঠিকভাবে জানা নেই। সাম্রাজ্যের সময়ে ফসলের জমিতে ঘুরতে গিয়েছিলাম সেখানে কোন কৃষক ছিলেন না। যার ফলে তাদের কাছ থেকে এই ফসলের নাম শুনে নিতে পারিনি। তবে আমার মনে হচ্ছে আদা কিংবা ধনিয়া ফসলের ক্ষেত। তবে আপনাদের কেউ যদি এই ফসলের সঙ্গে পরিচিত হন তাহলে কমেন্টে জানাবেন।

এই ছিল আমার সম্পূর্ণ ফটোগ্রাফি পোস্টটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সঙ্গে পোস্টটি শেয়ার করার চেষ্টা করেছি। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে ভিন্ন কোন বিষয়ের উপর করা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।

ধন্যবাদ সবাইকে

@abusalehnahid

ফটোগ্রাফিআবু সালেহ নাহিদ
ডিভাইসiPhone 7
ছবি তোলার স্থানলোকেশন

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফিতে আমার কাছে দুর্দান্ত লেগেছে। ফটোগ্রাফির দেখলে আমার খুবই ভালো লাগে। দেশের প্রাকৃতিক দৃশ্য গুলো কে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার অসাধারণ ভাবে করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার ফটোগ্রাফি। এত সুন্দর ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই সুন্দর ভাবে শীতকালীন কৃষিজমির কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা কৃষি জমির প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। যারা শুধুমাত্র গ্রাম অঞ্চলে বসবাস করে তারাই এই দৃশ্যগুলো সরাসরি দেখতে পারে কিন্তু আপনি আমাদের সবাইকে এই দৃশ্যগুলো দেখার সুযোগ করে দিয়েছেন।

 2 years ago 

আপনার মাধ্যমে আজ অনেকগুলো সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে ।বিশেষ করে তাল গাছের সারির ফটোগ্রাফি টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।আমার কাছে তাল গাছের একই সারির দৃশ্য ভালো লেগেছিল।

 2 years ago 

ছায়ামূর্তির আলোকচিত্রটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার আইডিয়া অনেক সুন্দর ছিল। তিনজনের ছায়ামূর্তির ফটোগ্রাফি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও সুন্দর হয়েছে। দারুন দারুন সব ফটোগ্রাফি আমাদের সকলের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই,এত সুন্দর একটি মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

শীতের দিনে কৃষি জমির সৌন্দর্যের অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন ভাই। দেখে খুব ভালো লাগলো। গ্রামের এইরকম দৃশ্য অনেক ভালো লাগে আমার। আপনি খুব সুন্দর করে সব কিছুর বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্যও শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো সত্যি অনবদ্য। আপনি চমৎকার সব ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধানের মাঠের ফটোগ্রাফি গুলো আপনি চমৎকারভাবে করেছেন তাছাড়া প্রত্যেকটা ফটোগ্রাফি একদম স্পষ্ট ছিল। আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইলো, ❤️🥰

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।আপনার জন্যও ভালোবাসা এবং শুভকামনা রইলো।

 2 years ago 

ভাই ফটোগ্রাফিগুলো জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল।সবগুলো ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে।বিশেষ করে ফুলগুলো এবং আপনাদের ছায়ার ছবিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার প্রশংসা পুর্ণ মন্তব্য শুনে মুগ্ধ হয়ে গেলাম।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপন ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর করে আলোকচিত্র গুলো তুলেছেন। প্রত্যেকটি ছবি আমার খুব ভালো লেগেছে। ৭ নং ফটোগ্রাফির ফসল হচ্ছে পেঁয়াজ। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে উত্তর দেয়ার জন্য।আমি শহরে বড় হয়েছি তো।যার ফলে কৃষি জমির অনেক কিছুর অজানা রয়ে গেছে।

শীতকালীন দৃশ্য গুলো দেখতে সত্যিই খুব সুন্দর লাগে।শীতকালের হালকা মিষ্টি রোদে আপনি ঘুরে বেড়িয়ে আমাদের সুন্দর কিছু শীতকালীন ছবি দেখার সুযোগ করে দিলেন।ছবি গুলো অনেক সুন্দর ছিল। অনেক সময় কাটিয়েছেন মনে হয় শীতকালীন ছবি তুলতে গিয়ে।আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল।

 2 years ago 

জী ভাই গ্রামীণ প্রকৃতিতে সুন্দর সময় কাটিয়েছি।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও কি দারুন দারুন ফটোগ্রাফি করলেন। মানুষের ছায়া দেখার ফটোগ্রাফি টা তো আমার কাছে দুর্দান্ত লেগেছে। আবার কাদা মাটির উপরে পায়ের ছাপ দেওয়ার ফটোগ্রাফি টা অসাধারন লাগলো। সত্যি বলতে গেলে আপনি খুবই আকর্ষণীয় আকর্ষণীয় কিছু ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এবং গঠনমূলক একটি মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।আপনার জন্যও শুভকামনা রইলো আপু।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 68118.27
ETH 3793.84
USDT 1.00
SBD 3.46