♥ My town 10 pics 👌 || Date : 5th march 2021 || Gazipur - Bangladesh
- উপরের ছবিটি জয়দেবপুর রেল গেইট এর পাশে অবস্থিত একটি মন্দিরের সামনে অবস্থানরত একটি মুদি দোকান । মন্দিরে পুজো দিতে আসা হিন্দু ভক্ত এবং দর্শনার্থী রা এখানকার ক্রেতা। নানা রকম দরকারি দ্রব্য ইনি বিক্রি করেন। বিশেষ করে নানা প্রকার মিঠাই এখানে বিক্রি করা হয়।
w3w :https://w3w.co/whimpered.partly.moving
- উপরের ছবিটি জয়দেবপুর রেল গেইট এর পাশে অবস্থিত একটি মন্দিরের সামনে অবস্থানরত একটি নারকেলের দোকান । মন্দিরে পুজো দিতে আসা হিন্দু ভক্ত এবং দর্শনার্থী রা এখানকার ক্রেতা।
w3w :https://w3w.co/whimpered.partly.moving
- উপরের ছবিটি জয়দেবপুর বিএডিসি বাজারের একটি মনিহারী দোকান। নানা রকম মনিহারি জিনিস তিনি বিক্রি করেন।
w3w :https://w3w.co/whimpered.partly.moving
- উপরের এই ছবিটি গাজিপুরের জয়দেবপুর এর খেলনার শো-রোম থেকে তুলা।এটি একটি জনপ্রিয় খেলনার আউটলেট । এখানে সকল প্রকার ব্র্যান্ডের খেলনা পাওয়া যায়।
w3w : https://w3w.co/advantage.reversed.appraised
- উপরের এই ছবিটি গাজিপুরের জয়দেবপুর এর পুরাতন বাস স্ট্যান্ড এর সামনে থেকে তুলা।এটি একটি জনপ্রিয় পোশাক (শাড়ি) আউটলেট । এখানে সকল প্রকার ব্র্যান্ডের পোশাক বিক্রির জন্য থাকে থাকে সাজিয়ে রাখা হয়।
w3w : https://w3w.co/advantage.reversed.appraised
- ভ্রাম্যমাণ কাপড়ের দোকান। এটিও গাজিপুরের বিএডিসি বাজারের রাস্তার পাশে থেকে তুলা। গরীব এবং কম রোজগার করা মানুষের আগ্রহের কেন্দ্রে থাকে এই দোকান গুলো।
w3w : https://w3w.co/wiggling.owners.housework
- উপরের এই ছবিটি গাজিপুর শহরের জয়দেবপুর এলাকা তুলা। উনি একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। হরেক রকম দেশি বিদেশি ফল উনি বিক্রি করে থাকেন। সকাল থেকে রাত অব্ধি তিনি এখানে বিক্রি করেন।
w3w : https://w3w.co/advantage.reversed.appraised
- উপরের এই ছবিটি গাজিপুর শহরের জয়দেবপুর এলাকা তুলা। উনি একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। হরেক রকম দেশি ফল উনি বিক্রি করে থাকেন। সকাল থেকে রাত অব্ধি তিনি বিক্রি করেন। ছবিতে দেখতে পাওয়া বরই গুলো আমার জিবে জল এনেছে।
w3w : https://w3w.co/advantage.reversed.appraised
- উপরের ছবিটি জয়দেবপুর রেল গেইট এর পাশে অবস্থিত একটি মন্দিরের সামনে অবস্থানরত একটি ভ্রাম্যমাণ মনিহারী দোকান। মন্দিরে পুজো দিতে আসা হিন্দু ভক্ত রা এখানকার প্রধান ক্রেতা। নানা রকম মনিহারি জিনিস তিনি বিক্রি করেন।
w3w :https://w3w.co/whimpered.partly.moving
Cc:- @steemcurator01, @steemitblog
♥ Thanks to all of you ♥
JOIN WITH US ON DISCORD SERVER:
Great job!!