রঙ্গিন কাগজ দিয়ে কলম ডেকোরেশন👌।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রঙ্গিন কাগজ দিয়ে কলম ডেকোরেশন করেছি।রঙ্গিন কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় । খুব একটা সময় পাইনা তাই বেশি একটা করা হয় না। তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। এটি দেখতে খুব আকর্ষণীয় লাগছে আমার কাছে। আমার মেয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে কলম টি। সাথে সাথে নিয়ে আঁকা আকি করে কতক্ষণ খেলাধুলা করে ছেড়ে ফেলেছে। আমি আধা ঘন্টা ধরে এটা বানিয়েছি ও একটা মিনিটে এটাকে ছেড়ে ফেলেছে🥺🥺।থাক মনের কষ্ট মনে থাক🥰।আমার মেয়ে যে একবার খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক।আশা করি আপনাদের ও ভালো লাগবে । কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন

তাহলে শুরু করা যাক

GridArt_20221209_210517974.jpg

GridArt_20221209_210354392.jpg

এটি বানাতে আমার যা যা প্রয়োজনঃ
  • রঙ্গিন কাগজ।
  • কেচি।
  • আঠা।
  • কলম।

20221116_220458.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে আমি ছোট এক টুকরো কাগজ নিয়ে, কলম দিয়ে একটি পাতায় এঁকে নেব।

GridArt_20221208_234012143.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর কেছির সাহায্যে কেটে নেব,পাতা গুলো।

GridArt_20221208_234048929.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর পাতাগুলোর মধ্যে আঠা লাগিয়ে দেব।

GridArt_20221208_234121417.jpg

চতুর্থ ধাপ:
  • আঠা লাগানো পাতাগুলো কলমের দুই পাশে সমানভাবে সুন্দর করে লাগিয়ে দেব।

GridArt_20221208_234310484.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর আমি কলম এর মত আঠা লাগিয়ে এক টুকরো হলুদ কাগজ পুরো কলমের মধ্যে পেঁচিয়ে নেব।

GridArt_20221208_233843954.jpg

ষষ্ঠ ধাপ:
  • এরপর পাতাগুলো কে কেচি দিয়ে আমি চিকন চিকন করে লম্বা লম্বা ভাবে কেটে নেব।

GridArt_20221209_210048829.jpg

সপ্তম ধাপ:
  • এরপর আবারো ছোট এক টুকরো কাগজ নিয়ে ছোট করে পাতার মত কলম দিয়ে এঁকে নেব।

GridArt_20221209_205909084.jpg

অষ্টম ধাপ:
  • এরপর কেচি দিয়ে কেটে নেব।

GridArt_20221209_205922747.jpg

নবম ধাপ:
  • এরপর মাঝখানে আঠা লাগিয়ে পাতাগুলোকে আমি একটি ফুল বানিয়ে নেব।

GridArt_20221209_205933317.jpg

দশম ধাপ:
  • এরপর ফুলটিকে আমি কলমের উপর আঠা দিয়ে লাগিয়ে নেব।

GridArt_20221209_210010771.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর আমি ফুলের মাঝখানে আঠা লাগিয়ে একটি পুতি লাগিয়ে দেব।

GridArt_20221209_212118014.jpg

GridArt_20221209_210354392.jpg

GridArt_20221209_210302810.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আপু আপনার মেয়ে কলম টি পেয়ে খুশি হয়েছে বুঝতে পারছি। আসলে ছোট বাচ্চারা পছন্দের কিছু পেলেই খেলা করে। আর ছিড়ে ফেলে। এর মাঝেই তারা আনন্দ খুঁজে পায়। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে সত্যি অনেক ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে সুন্দর কলম ডেকোরেশন করেছেন আর আপনার মেয়ে কিন্তু একেবারে শেষ করে দিয়েছে। তবে মেয়ের একটু হাসির কাছে মায়ের শত পরিশ্রম কিছুই না। তাতেও মারা অনেক খুশি হয়।

 2 years ago 

যে আপু ঠিকই বলেছেন ছোট বাচ্চারা কিছু দেখলে সেটা পাওয়ার জন্য আকাঙ্খা শুরু করে পেলেই সেটা খুশিতে নষ্ট করে ফেলে, আমার মেয়ে অনেক খুশি হয়েছে এবং সেটি নষ্ট করে ফেলেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। তবে তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে কলম ডেকোরেশন করছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

যে আপু তৈরি করার পর যখন অনেক সুন্দর লাগে তখন সব কষ্ট চলে যায় আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য তো আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার কাজের প্রশংসা করার জন্য।

 2 years ago 

আপনার কাগজ দিয়ে কলম তৈরি দেখে খুব ভালো লাগলো। প্রাইমারি স্কুলে থাকতে কাগজ দিয়ে এই ধরনের কত কলম তৈরি করেছি। মনে পড়লে এখনো আবেগী হয়ে যায়। রঙ্গিন কাগজ দিয়ে কলম ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। আপনি খুব চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আপনার দক্ষতা অনেক। এত সুন্দর কাগজ দিয়ে কলম তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দর একটি ডিজাইন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রঙিন কাগজ দিয়ে কলমের ডেকোরেশন ও আমার উপস্থাপনার প্রশংসা করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে কলমের ডেকোরেশন করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। হলুদ কালারের মধ্যে লাল পুতি হাওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 2 years ago 

আপু আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে কলমের ডেকরেশন আপনার কাছে ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, এই ডিজাইন এর মধ্যে দিয়ে আপনাকে মুগ্ধ করতে পেরে আমি অনেক আনন্দিত, দোয়া করবেন আপু সামনে যেন আরো মনোমুগ্ধকর ডিজাইন আপনার সাথে শেয়ার করতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এর আগেও এমন কলম ডেকোরেশন দেখেছিলাম,আপনারই দেখেছিলাম নাকি অন্য কারো তা মনে নেই।
তবে আইডিয়াটা আসলেই জোশ🌼 অনেকগুলো অব্যবহৃত কলম আছে।অবশ্যই ট্রাই করবো।
শুভ কামনা জানাই 🖤

 2 years ago 

ভাইয়া আমার এই কলমের ডেকোরেশনের আইডি আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো চেষ্টা করব সামনে আরো সুন্দর সুন্দর আইডিয়া আপনার সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কলম ডেকোরেশনটা এত সুন্দর ছিল যে চোখে লাগার মত।বাচ্চারা কোন খেলনা এত আগ্রহ করে নেই যে দুই মিনিটও লাগেনা হয়তো ভেঙে ফেলে নয়তো ছিড়ে ফেলে।আপনার কলমটি তৈরি করতে অনেক গুলো ধাপ শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার কলমের ডেকোরেশনের ও আমার উপস্থাপনার প্রশংসা করার জন্য, দোয়া করবেন আপু সামনে যেন আরো সুন্দর সুন্দর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি।

 2 years ago 

খুবই চমৎকার একটি রঙিন কাগজের কলম তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। কিন্তু একটা ব্যাপার জেনে খুবই খারাপ লাগলো আপনি আধা ঘন্টা ধরে যে কলমটা তৈরি করলেন আপনার মেয়ে সেটা এক মিনিটে ই ছিড়ে ফেলল।আহ এটাই হয়তো ছোট মানুষের বৈশিষ্ট্য। যাই হোক আপনার মেয়ে খুশি থাকার কারণে আপনি খুশি হয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া বাচ্চারা মনে হয় কোন কিছু দেখলেই কখন সেটা হাতে নেবে খেলবে এবং এটা ছিড়ে ফেলবে সেই চিন্তায় থাকে তাদের মাঝে, যাইহোক এটা কোন সমস্যা না বাচ্চারা খেলবে এটাই বড় ব্যাপার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার ডেকোরেশন করা কলম পেয়ে আপনার মেয়ে যে খুশী হয়েছে এটাই আনন্দের বিষয়। আসলে বাচ্চারা নতুন কিছু পেলে তার প্রতি কিছুক্ষন আগ্রহ থাকে । আর তার পরই আগ্রহ চলে যায়। আপনার রঙ্গিন কাগজ দিয়ে কলম ডেকরেশনটি বেশ সুন্দর হয়েছে। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

যে আপু আপনি ঠিকই বলেছেন এটাই আমার কাছে অনেক আনন্দের বিষয় আমার মেয়েকে কিছুটা সময় আনন্দ দিতে পেরে আমিও আনন্দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

 2 years ago 

আজ আপনি রঙিন কাগজ দিয়ে কলম ডেকোরেশনের একটি ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ, কলম, কেচি, আটা ইত্যাদি ব্যবহার করে আজ আপনি কলমের উপর খুব সুন্দর একটি ডেকোরেশন তৈরি করেছেন।

 2 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার কলমের ডেকোরেশনের প্রশংসা করার জন্য, দোয়া করবেন সামনে যেন আরো সুন্দর সুন্দর ডেকোরেশন আপনার সাথে শেয়ার করতে পারি।