- সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার সকল খাদ্য প্রেমি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে খাবার দাবার খেতে কেই না পছন্দ করে !! নতুন নতুন রেসিপি খেতে সবাই পছন্দ করে ।তাই আমি যখন যেটা পারি সেটাই করি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি।তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদ ভালো লাগবে। রেসিপি টা হল ডিম এবং সবজি দিয়ে মজাদার নুডুলস এর স্পেশাল রেসিপি। নুডুলস পছন্দ করে না আমার মনে হয় পৃথিবীতে এমন লোক খুব কমই আছে। বাচ্চারা সহ মুরুব্বিরা সকলেই নুডুলস খেতে ভালোবাসে। আমিও বিকেলের নাস্তা হিসেবে এটা করেছিলাম। খেতে বেশ ভাল হয়েছিল।এটা আমার খুব পছন্দের একটি রেসিপি ।এবং আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে । আশা করি আপনাদের ও ভালো লাগবে।
| তো বন্ধুরা যদি আমার কোন ভুল হয় আশাকরি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। |


রেসিপিটি তৈরি করতে আমার যা যা প্রয়োজন: |
- নুডুলস
- গাজর
- আলু
- ডিম
- টমেটো
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- সয়াসস
- ধনিয়া পাতা
- মরিচের গুঁড়া
- লবণ এবং তেল

প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে পরিমাণমতো পানি দিয়ে দেব ।এবং পানিগুলো গরম হলে তাতে নুডলসগুলো দিয়ে, ভালোভাবে সেদ্ধ করে নেব।

- এরপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে তাতে পরিমান মত তেল দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেব এবং কিছুক্ষণ ভেজে নেব।

- এরপর দিয়ে দেবো গাজর ,টমেটো এবং আলু কুচি।দিয়ে নেড়েচেড়ে দিব।

- এরপর দিয়ে দেবো নুডুলস এর মশলা গুলো।

- এরপর দিয়ে দিব সয়াসস দিয়ে ভালোকরে নেড়ে চেড়ে নিব।

- এরপর দিয়ে দিব ডিম এবং ভাল করে ঘুটে নিব।

*এরপর দিয়ে দিব নুডুলস গুলো।

*এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা।

*ধনিয়াপাতা দেওয়ার 5 মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নেবে।

ব্যাস হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি । |

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্ট টি দেখার জন্য। 😍😍 |
সঠিক মিশ্রণে নুডুলস রান্না করে, সঠিক ডেকোরেশনে আমাদের জন্য উপহার নিয়ে আসলেন ।খেতে তো স্বাদ হবেই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, ঠিকই বলেছেন খেতে তো সুস্বাদু হবেই।
ডিম ও সবজি দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে।আমার এটা পছন্দের খাবার, রান্না করার এটা দিয়েই আমার হাতেখড়ি। আমিও মোটামুটি ভালো রান্না করতে পারি।আপনার শেয়ার করা রেসিপিও মনে হয় অনেক স্বাদের ছিল। ধন্যবাদ আপনাকে
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
ডিম এবং সবজি দিয়ে আপনি খুব মজাদার একটি নুডুলস তৈরি করেছেন। নুডুলস খেতে আমার খুবই ভালো লাগে। আর আপনিতো খুব সুন্দর করে নুডুলস রান্না করেছেন। এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপু লুডুস খেতে আমার অনেক ভালো লাগে, নুডুলস আমার প্রিয় খাবারের একটি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।
নুডুলস আমার এমনিতেও অনেক প্রিয় খাবার। তারউপর আপনার রান্না দেখে আপু সত্যিই জিভে জল এসে পড়েছে। আপনার রেসিপিটি অবশ্যই আমি একদিন বাসায় চেষ্টা করবো বানাতে।
ভাইয়া নুডুলস আমারও অনেক প্রিয় খাবার, প্রায় বিকেল বেলা আমরা নুডলস নাস্তা হিসেবে খাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন।
নুডুলস আমি খুবই পছন্দ করি। আবার যদি ডিম সবজি দেওয়া হয় তাহলে তো কোন কথাই নেই। প্রথমে দেখে আমার খুব লোভনীয় লেগে গেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোষ্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু লুডুস পছন্দ করে না এমন মানুষ মনে হয় পাওয়া যাবে না, আমিও অনেক পছন্দ করি নুডুলস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।
ডিম এবং সবজি দিয়ে নুডুলস খেতে বেশ ভালোই লাগে। এটা মজাদার হওয়ার পাশাপাশি আমাদের জন্য খুবই পুষ্টিকর। খুবই ভালো লাগলো আপনার শেয়ার করা ডিম এবং সবজি দিয়ে নুডুলস এর রেসিপিটি। আমার কাছে সব থেকে ভাল লেগেছে আপনার পরিবেশনা। ধন্যবাদ আপু এভাবে এগিয়ে চলুন।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য, দোয়া করবেন ভাইয়া সবসময় যেন এমন পুষ্টিকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
নুডুলস আমার খুবই প্রিয়। তবে এভাবে নুডুলস রান্না করলে সেটার স্বাদ আরও বেড়ে যায়। আপনি রান্না করে খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন দেখে ভালো লাগলো। চমৎকারভাবে রেসিপিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া চেষ্টা করেছি সুন্দর ভাবে রেসিপি তৈরি করে উপস্থাপন করার জন্য আপনার ভাল লেগেছে শুনে খুব ভালো লাগছে, দোয়া করেবেন ভাইয়া সব সময় যেন এমন চমৎকার চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
নুডলস আমার খুবই প্রিয়, আপনি যে বললেন না আপু মনি নুডলস মুরুব্বিরাও পছন্দ করে, সেই মুরুব্বি হলাম আমি, আমি ছোট থেকেই নুডলস অনেক পছন্দ করি মুরুব্বি হলেও এর স্বাদ ভুলবো না, যাই হোক আপনার নুডলস রান্না করার উপকরণ গুলো দেখে খুবই ভালো লাগলো, এভাবে সবজি দিয়ে নুডলস খেতে সত্যি অনেক সুস্বাদু এবং মজাদার, এছাড়াও আপনার উপস্থাপনা আমার বেশ চমৎকার লেগেছে, অনেক সুন্দর করে ফাইনাল ধাপটি সাজিয়েছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।
চেষ্টা করেছি ভাইয়া সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করে উপস্থাপন করার জন্য আপনার ভাল লেগেছে শুনে বেশ ভালো লাগছে, আমিও মুরুব্বী নুডুলস আমার অনেক প্রিয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।
ওয়াও নুডুলস কি দেখালেন আপু। অল্প সময়ে তৈরি নুডুলস রান্না করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ডিম ও সবজি দিয়ে আপনি অনেক মজাদার নুডুলস রান্না করেছেন আপু। এছাড়া আপনি সুন্দর ভাবে সাজিয়েছে। দেখে মনে হচ্ছে খেতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।
আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য, দোয়া করবেন আপু সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
নুডুলস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর খাবার আপনি এর মধ্যে ডিম ও বিভিন্ন প্রকার সবজি দেয়াতে এর পুষ্টিগুণ অনেক বেড়ে গিয়েছে। আর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। আপনি খুব চমৎকার করে ডিম ও সবজি দিয়ে নুডুলস এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার রেসিপির প্রশংসা করার জন্য, দোয়া করেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি।