স্বরচিত কবিতা " অপূর্ণতা "| |10% Beneficiary To @shy-fox | |
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। কবিতা লিখতে এবং পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি মাঝেমধ্যেই কবিতা লেখার চেষ্টা করি। আজকের কবিতাটিতে আমি একজন প্রেমিকের একাকীত্ব বোধের বিষয়টিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কবিতাটিতে একজন প্রেমিক তার প্রেমিকাকে হারিয়ে ফেলেও নিজেকে অপূর্ণ না ভেবে নিজেকে পরিপূর্ণ ভাবছে কারণ সে তার কল্পনার মাঝে নিজের মতো করে নিজের স্বপ্নগুলোকে সাজিয়ে নিয়েছে।
আশা করি, এই কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
অপূর্ণতা
একটা পূর্ণতার গল্প বলবো বলে
বসেছিলাম তোমার পাশে
তবে আমার অপূর্ণতা গুলো
ঘিরে ধরেছে চারিদিক থেকে
আমায় ধীরে ধীরে
নিঃসঙ্গ আমি তাই সঙ্গতা চেয়েছিলাম কারো,
কালো মেঘ ভেঙ্গে বৃষ্টি হয়ে
সে এসেছিল শ্রাবণের মতো।
তবে সময় ফুরালে সেও
অতীত হয়েছে সবার মতো
তাই নিঃসঙ্গ আমি, অপূর্ণ আমি
আমি একলা নিজের মতো।
তবে সবকিছুর মাঝে পরিপূর্ণ আমি
পূর্ণতা পেয়েছি কল্পনার মাঝে,
যেখানে সবটা আমার নিজের মতো
ইচ্ছে স্বাধীন আমার ভাবনা গুলো।
যেখানে ইচ্ছে করলেই সুখী আমি
ইচ্ছে করলেই হাঁসি,
নিজের মাঝেই নিজেকে খুঁজি
এক অন্যরকম আমি।
বলতে পারো একটু আমি স্বপ্ন বিলাসী
কল্পনা নিয়ে থাকি,
তবে তোমাদের কাছে এসব পাগলামি বটে
কিন্তু আমার কাছে তা পূর্ণতার আমি।
গভীরভাবে যদি ভাবো আমায়
বুঝবে আমায় আমার মতো করে
আর কথায় যদি বিচার করো
পাগল আমি, তা জানবে তুমি নিজ মনে।
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
বাহ আপনি তো দেখছি দারুন কবিতা লিখতে পারেন। অপূর্ণতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখলেন। প্রতিটি মানুষের জীবনে কিছু অপূর্ণতা থেকে যায়। আবার কিছু পূর্ণতা হয়ে যায়। অনেক ভালো লেগেছে কবিতার কথা গুলো পড়ে।
আপনি অপূর্ণতা নামের দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা কবিতা টির প্রতিটা লাইন অসাধারণ হয়েছে ভাইয়া।আসলেই ভাইয়া একজন প্রেমিক একজন প্রেমিকাকে হারিয়ে ফেলে ও ঠিক তখনই নিজেকে পরিপূর্ণ ভাবে সাজিয়ে নিতে পারে যখন নিজের মধ্যে একটি জেদ আর ইচ্ছা শক্তি গড়ে ওটে। নিজের ইচ্ছা শক্তির কাছেই সব কিছু সম্ভব।যাইহোক ভাইয়া খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি।কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া।