মেঘ বালিকা ( দিপন মন্ডল )

in #lovepoem7 years ago

IMG_20180215_173009.jpg

এই মাত্র ট্রেন এসে পৌঁছাল যশোর স্টেশনে ;
সন্ধ্যা হয়ে এলো বলে -
ভিড় ঠেলে নামতে নামতে চোখ পড়ল
এক সুন্দরি রমনীর উপর ।
সৌন্দর্যের কমতি নেই তাঁর শরীর
আর চাহ্নির ভঙ্গিমায় ;
কাছাকাছি দাঁড়িয়ে কিছুক্ষন ।
তাঁর দৃষ্টির অতলে লুকানো কামনার দীপটি
জ্বলজ্বল করে উঠল ;
আমি মুগ্ধ হলাম ।
তাঁর আহ্বান অস্বীকার করি -
এমন সাধ্য আমার নেই ।

আমি ভালোবাসি নারী, তাঁর চাহ্নি,
তাঁর শরীর, তাঁর মাতাল সুঘ্রাণ ।
নেশাগ্রস্থ যৌবন আমার
রমনীর চশমার ফ্রেমে বন্দী হয়েছে বহুবার ।

তোমারি মতন সেই রমনীর শরীরেও
লেগে আছে আঘ্রানের ঘ্রাণ ;
ঠোটে লেগে আছে
সদ্য যৌবনা সবুজ ঘাসের ভালোবাসা ।
ক্রমশো কমে যায় দূরত্ব
আমাদের শরীর ও আমাদের মনের ।
শেয়ালের ডাকের সাখে গভীর হয় রাত্রি ।
রাত্রি তখন প্রায় সাড়ে দশ -
আমরা তখন আরো কাছাকাছি ;
স্টেশনের পাশে একই বাঞ্ছিতে
কোনো এক চায়ের দোকানে ।
প্রতিটি পলকে তাঁর কামনার আভাস ;
তবু, আমি কামনার দ্বারে এসে ফিরে গেলাম
স্বান্তনা আর বিশ্বাস নিয়ে ।

hr_thin.png

Sort:  

Sounds good

This post has received a 32.33 % upvote from @booster thanks to: @alaminhosssain.