লেভেল ওয়ান থেকে আমার অর্জন by @alaminridoy ||১০% বেনিফিট @shy-fox এর জন্য||২৮ই শে ফেব্রুয়ারি ২০২২ ইং

আসসালামু আলাইকুম, আমি @alaminridoy,বাংলাদেশ থেকে। সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো ,সুস্থ আছেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেনো ওনি সবাই কে বর্তমান এই পরিস্থিতিতে সুস্থ ও নিরাপদ রাখেন।আমি আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি abb স্কুলের একজন ছাত্র।আজ আমি আমার বাংলা ব্লগে লেভেল-১ অর্জনের করার জন্য পোস্ট করতে যাচ্ছি।আমি @abb-school থেকে ক্লাস করে মোটামুটি ভালো কিছু শিখতে পেরেছি। তাই আজ আমি যা কিছু শিখতে পেরেছি লেভেল -১ সম্পর্কে তার লিখিত পরিক্ষা দিতে যাচ্ছি।

IMG_20220228_201115.jpg

কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গন্য হয়?

অপ্রসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কেই মূলত স্পামিং হিসাবেই গন্য করা হয় । কমেন্ট ও পোস্টের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে স্পামিং হতে পারে। যেমন-কোনো সদস্য একই পোস্ট একাধিক বার পোস্ট করা অথবা কোনো পোস্টে গিয়ে অপ্রসঙ্গিক কমেন্ট করা। এছাড়াও পোস্টিং অযথা যদি কাউকে মেনশন দেওয়া হয়, সেটাও স্পামিং এর পর্যায় পড়ে।

ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?

কপিরাইট বলতে আমরা বুঝি অন্য কোনো ব্যক্তির লেখা বা অঙ্কিত চিত্র কে নিজের বলে চালিয়ে দেওয়া।আর ফটো কপিরাইট হলো অন্য ব্যক্তির ছবি আমি ডাউনলোড করে তা ব্যবহার করি অথবা নিজের বলে চালিয়ে দেই, তাহলে সেটাকেই মূলত ফটো কপিরাইট বলে।তবে অনেক ফ্রি ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ফ্রি ফটো ডাউনলোড করতে পারি।কিন্তু সে ফটো ব্যবহার করার আগে সেই পোস্টে ওই ফটোর র্সোস উল্লেখ করতে হবে।

তিনটি ওয়েবসাইট এর নাম বলুন, যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।

ফ্রি ফটো ডাউনলোড এর তিনটি ওয়েবসাইট এর নাম হলো-

1)Pixabay-Source
2)Pexels-source
3)Unsplash-source

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?

আমি যে বিষয়ে পোস্ট লিখেছি, এই লেখাটি পোস্ট করার আগে আমাকে সেই বিষয়ের কিছু ট্যাগ ব্যবহার করতে হবে।যেমন- আমি যদি আমার এই পোস্টিতে #abb-level1 এই ট্যাগটি ব্যবহার করি তাহলে আমার প্রফেসর সহজে আমার এই পোস্টি খুজে পেয়ে যাবে। এছাড়াও ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে আমি যে বিষয়ে পোস্ট লিখছি, আমাকে সেই বিষয়ে ট্যাগ লেখতে হবে।যেমন- আমি নিজের সম্পর্কে যদি লেখি তাহলে #myslef অথবা ভ্রমণের পোস্টে,#tarvel এই বিষয়ে ট্যাগ দিতে পারি। তবে ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে অবশ্যই ছোট হাতের অক্ষর লিখতে হবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ে উপর পোস্ট করা নিষিদ্ধ।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এমন কিছু বিষয় আছে যে বিষয়ে গুলো নিয়ে আমরা পোস্ট করতে পারবো না। তার মধ্যে রয়েছে যেমন-উস্কানি মূলক কথা,ধর্মই বিষয়ক,রাজনৈতিক, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে,এছাড়াও পশুপাখি নির্যাতন,শিশুশ্রম, গরুর মাংসের রেসিপি, বিষয়ক পোস্ট।

প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?

অন্য কারো লেখা নিজের বলে চালিয়ে যাওয়াকে প্লাগারিজম বলে। উদাহরণ স্বরুপ -আমি অন্য কোথায় একটি পোস্ট পড়লাম,পরে সে পোস্টি কপি করে নিজের বলে চালিয়ে দিলাম। তবে অন্যের পোস্ট থেকে পড়ে ধারনা নিয়ে পোস্ট করতে পারবো। এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে এই পোস্টে আমার ৭৫-৮০ শতাংশ মৌলিখ লেখা হতে হবে এবং আমি যেখান থেকে পোস্ট নিয়েছি তার র্সোস আমাকে দিতে হবে।

re-write আর্টিকেল কাকে বলে?

re-write আর্টিকেল হলো মূলত অন্য কারো পোস্ট থেকে ধারণা নিয়ে নিজের মত করে লেখা। উদাহরণ স্বরুপ বলা যায় আমার কোনো বিষয়ে জ্ঞান বা ধারনা নেই,সেক্ষেত্রে ওই বিষয়ে আমি কিছু মানুষের পোস্ট পড়ে,সেখান থেকে ধারনা নিয়ে নিজের মতো করে একটি নতুন আর্টিকেল লিখলাম।তবে এক্ষেত্রে অবশ্যই ৭৫-৮০ শতাংশ লিখা আমার নিজের হতে হবে।

ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?

re-write আর্টিকেল লেখার সময় আমাদের কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।তাহলো আমরা যেখান থেকে লেখা গুলো নিয়েছি সেখানের র্সোস উল্লেখ করে দিতে হবে।এবং এখানে ৭৫-৮০ শতাংশ নিজের লেখা হতে হবে।ও কালেক্টভ তথ্য গুলো ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসাবে গন্য করা হয়?

যদি কোনো ব্যাক্তি তার পোস্টে ১০০ শব্দের নিচে পোস্ট লেখে তবে তার সেই পোস্টটি ম্যাক্রো পোস্ট হিসাবে গন্য হবে।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে।[আমার বাংলা ব্লগে]?

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩টি পোস্ট করতে পারবে।

Sort:  
 3 years ago 

অনেক ভালো লাগলো আপনি যথাযথভাবে লেভেল ওয়ান থেকে, আপনার অর্জনটি আমাদের সাথে লিখিত আকারে তুলে ধরেছেন। আসলে অর্জনের কোন শেষ নেই। যত অর্জন করবেন ততই আপনার ভবিষ্যতে উপকারে লাগবে। তাই নিয়মিত এবিবি স্কুলের ক্লাস গুলো করে যান, এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলুন ধন্যবাদ।

জি ভাইয়া,,,আমি শুধু চেস্টা করেছি,বাকিটা আপনাদের দোয়ার বরকত।

বেশ সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করেছেন। লেভেল ওয়ানের' বিষয়গুলো সম্বন্ধে আপনার ভাল ধারণা হয়েছে বোঝা যাচ্ছে। আগামী শুক্রবার ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দিবেন। ধন্যবাদ আপনাকে।

জি ভাইয়া, সবই আপনাদের সহযোগীতা, ইনশাআল্লাহ আমি মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকবো।

 3 years ago 

লেভেল ওয়ানের' পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে । ধৈর্য ধরে বাকি পরীক্ষাগুলো দিয়ে ফেলুন। আমি নিজেও এ পরীক্ষা গুলো দিয়ে আজ ভেরিফাইড হয়েছি। আমি আশা করব এভাবে বাকি পরীক্ষাগুলো দিয়ে ফেলবেন। শুভকামনা রইল আপনার জন্য। আপনার ভেরিফাইড হওয়ার অপেক্ষায় রইলাম।

জি ইনশাআল্লাহ ধৈর্য রেখে বাকি পরিক্ষা দেওয়া চেস্টা করবো। দোয়ার দরখাস্ত রইল

 3 years ago 

ভাই আপনি লেভেল ওয়ান হতে অনেক কিছু জেনেছেন। আপনি অনেক ভালো করে লিখিত পরীক্ষা উপস্থাপন করতে পরেছেন। আপনার পোস্ট দেখে আমার মনে হচ্ছে আপনি ভালো ভাবে লেভেল ওয়ান থেকে সব কিছু জানতে
ও বুঝতে পারছেন। আপনার জন্য শুভকামনা রইল এগিয়ে যান।

জি আপু দোয়া করবেন।
আর আপনার প্রতিও শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার লেভেল ওয়ান পরীক্ষাটি সত্যিই অনেক সুন্দর হয়েছে বিশেষ করে আপনার পোষ্টের উপস্থাপনাটা আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে। আপনি আমার বাংলা ব্লগের level-1 পরীক্ষায় স্টিমিট এর বেসিক বিষয় গুলো অনেক সুন্দর ভাবে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লেভেল ওয়ান থেকে আপনি খুব ভালো ধারনা নিয়েছেন। ক্লাসগুলো নিয়মিত করে পরবর্তী লেভেলগুলো সুন্দর করে পার করবেন।নিয়মনীতি অনুসরণ করে নিজেকে উপস্থাপন করবেন।আপনার জন্য অনেক শুভকামনা ও ভালবাসা রইলো।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লেভেল ওয়ানের' লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার পোস্টটি দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছুই অর্জন করতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টি পড়ার জন্য

লেভেল ওয়ান থেকে হতে অনেক কিছু অর্জন করেছেন দেখছি সুন্দর করে প্রথম ধাপটি উপস্থাপনা করেছেন এবং ভালো পরীক্ষা দিয়েছেন তা আপনার পোস্টটি প্রমাণিত সামনের দিনগুলোর জন্য শুভেচ্ছা রইল

সবই abb-school এর ক্লাস এর সকল শিক্ষকদের অবদান। ওনারা এত সুন্দর ভাবে উপস্থাপন করেন,যা সহজে যে কেউ বুঝতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।

 3 years ago 

আমাদের এবিবি স্কুল থেকে লেভেল ওয়ানের' বিষয়গুলো অনেক সুন্দর ভাবে বুঝেছেন । আপনার পোস্ট অনেক সুন্দর ভাবে সেগুলো তুলে ধরেছেন । আশা করি পরবর্তী দিনগুলো সুন্দরভাবে পার করে আসবেন