Sort:  
 last year 

বই পড়ার অভ্যেস গড়ে তোলা অবশ্যই পৃথিবীর ভালো অন্যতম ভালো অভ্যেস গুলোর মাঝে একটি! আপনার জন্য শুভকামনা। আর জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস গুলো বেশ পড়তাম আমিও আগে, তাই তার লেখনী সম্পর্কে ভালোই আইডিয়া আছে। বইগুলো পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত যেন মাথা থেকে কিছুতেই উত্তেজনা যেতো না, কি হবে, পরে কি হবে এটাই ভাবতে বাধ্য করে উনার লেখা!

 last year (edited)

 last year 

বই পড়া নিঃসন্দেহে একটি ভালো অভ্যাস।বই আমাদের জীবনের মানসিক সমস্যা গুলো থেকে দূরে রাখতে সাহায্য করে ।মনকে প্রফুল্ল রাখে।একটি বই শুরু করলে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় যাতে ধৈর্য্য ধারণ করতে শিখে মানুষ।মানুষকে অবিডিয়েন্ট তৈরি করে বই।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year (edited)