Betterlife // The Diarygame 07-12-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে।আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি।আমি @alomgir121 আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ধন্যবাদ।প্রিয় বন্ধুরা আজকে আমি সকাল বেলা ঘুম থেকে উঠে বাহিরে যাই, এবং দাঁত ব্রাশ করে ফ্রেশ হোয়ে
সকালের নাস্তা শেরে নেই।অন্যান্য দিনের মতো আজকে আমি আমার হাসঁ,মুরগি এবং কোয়েল পাখি গুলোকে খাবার দিতে হয় নাই বা দেই নাই কারণ হচ্ছে, আমি গতো কাল আমার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি। তো যাইহোক এরপরে আমি নাস্তা শেষ করে আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়িস আমার ছেলে এবং ওয়াইফ কে নিয়ে। তারপরে ওদেরকে নিয়ে আমার দোকানে এসে পৌঁছাই।
তারপরে ওদেরকে আমি বাইকে করে বাসায় পৌঁছে দিয়ে আশি।তারপরে দোকানে ফিরে এসে বেচাকেনা শুরু করি।তারপরে দুপুর হোয়ে আসলে দুপুরের খাবারটা সেরে নেই। তারপর একটু রেস্ট নিয়ে নেই,এরপরে বিকেল হোয়ে আসলে আমি এক কাষ্টমারের কাছে টাকা আনতে যাই। তো যার থেকে টাকা পাবো উনি মুরগির ব্যাবসা করেন।
তারপরে ওই কাষ্টমার টাকা দিয়ে দেয়ার পরে, আমরা চেলে আশি।আসার পথে নাস্তা করার জন্যে একটা চটপটির দোকানে দারাই।তারপরে আমরা দুই প্লেট চটপটি ওর্ডার দেই।
তারপরে আমরা কিছুখোন অপেক্ষা করার পরে আমাদেরকে চটপটি রেডি কোরে পরিবেশন করে।
এরপরে আমরা চটপটি খেয়ে বাজারে জাই, তারপরে কিছু বাজার কিনে চোলে আশি।তো আমাদের বাজার কোরে আসতে বেশ খানিকটা সময় লেগে যায়।তাই দোকানে এসে সারাদিনের হিসেব কোরে দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আশি। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা খালি যায়গায় বেডমিন্টন কোট কাটা হোয়ে ছিলো, তো সেখানে ছোট ভাইব্রাদার রা বেডমিন্টন খেলা করেছিলো সেখানে ওদের খালা দেখি।তারপরে বাসায় এসে রাতের খাবার খেয়ে সুয়ে পরি।প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টি এই পর্যন্তোই ছিলো।আপনাদের সবার কাছে কেমোন লেগেছে অবশ্যই কমেন্ট কোরে জানাবেন।আবার দেখাহবে নতুন কোনো ব্লগে।সে পর্যন্তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
Hi, Greetings, Good to see you Here:)
You enjoyed the whole day very nicely. Alhamdulillah for this at the beginning. Playing racket is one of my favorite sports. But after getting married I could not play this racket game much. I like to play racquet in winter mornings and at night. I also like to eat brisket. I buy it and taste the food when I catch it in the market or somewhere with a keen eye. Good luck with your post
You enjoyed the whole day very nicely. Alhamdulillah for this at the beginning. Playing racket is one of my favorite sports. But after getting married I could not play this racket game much. I like to play racquet in winter mornings and at night. I also like to eat brisket. I buy it and taste the food when I catch it in the market or somewhere with a keen eye. Good luck with your post
Now during winter, most of the youth in the area play badminton at night. This game is very beneficial for the body. I love to eat chattopi. I eat chattopi when I go somewhere with friends. It was very nice to see your activities throughout the day. Thank you very much for sharing this beautiful post with us.