Betterlife // The Diarygame 16-03-2025 // A very nice day
সালামুআলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি,আশা করি সবার কাছে ভালো লাগবে। এবং শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন ধন্যবাদ।আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি সকাল বেলা ঘুম থেকে উঠে বাহিরে যাই।তারপরে আমি মুরগি ও কবুতরকে ছেরে খাবার খেতে দেই।এর পরে আমি আমাদের বাড়ির পিছনের সবজি বাগানে যাই, সেখানে নতুন কোরে লাউ গাছের চাড়া রোপন করা হয়েছে, তো সেই চাড়া গুলো অনেকটা বড় হোয়ে গিয়েছে। তাই আমি লাউয়ে মাচা তৈরি করার ব্যাবস্থা করছি।তো মাচা করার জন্য আমি ২ দিন আগে বেশ কয়েকটি বাশ কেটে রাখি।তারপরে সেই বাশ গুলোকে মাটি গর্ত কোরে পরিমাম অনুযায়ী মাটিতে পুতি।তারপরে একটার সাথে একটা বাশ বেধে মাচা তৈরি করি।
তারপরে মাচার উপরে বাশের কন্চি দিয়ে ভালো ভাবে ঝাপটিয়ে দেই।এরপরে যেই গাছ গুলো লাগানো হোয়েছিলো সেগুলোকে বাইয়ে দিয়েছি।
তারপরে মাচা যেখানে বানিয়েছি সেখানে পিয়াজ লাগানো ছিলো।এরপরে পিয়াজ গুলোকে তুলে ফেলি।কারন মাচার নিচে পিয়াজ হবে না।
এরপরে গোসোল করতে যাই।তারপরে তৈরি হোয়ে দোকানে চোলে যাই।আজকে সকালে আব্বু দোকানে গিয়ে দোকান খুলে।তারপরে আমি দোকানে গিয়ে টুকটাক কিছু কাজ কোরে, আমি বাজারে যাই তারপরে একটা তরমুজ কিনি।তরমুজ কেনার পরে একটা মজার ঘটনা ঘটে।সেটা হোচ্ছে তরমুজ কেনার পরে আমি মোটরসাইকেলে কোরে নিয়ে আসার সময় কখোন যে তরমুজ পরে গিয়েছে তা বলতেই পারি না।আমি বেশকিছু দূরে চোলে আসার পরে, পেছন থেকে একজন লোক আমাকে বলে যে আপনি যেখান থেকে তরমুজ কিনেছেন সেখানেই পরে গেছে।তারপরে আমি দ্রুত সেখানে গিয়ে দেখি একজন ফল দোকানদার তরমুজ টা তুলে রেখেছে। তারপরে আমি তার কাছথেকে আরো কিছু ফল কিনি বেদানা ও নাসপাতি।
তারপরে আজকে আমার ছেলের জন্যে বিরিয়ানি কিনি।
এরপরে বাড়িতে চোলে আসি,তারপরে আমি আমার ছেলেকে বিরিয়ানি খাওয়াই। তারপরে আমি একটু বিশ্রাম কোরে নেই।তারপরে ফ্রেশ হোয়ে মসজিদে যাই।এরপরে ইফতারি করে মাগরিবের নামাজ আদায় কোরে বাড়িতে চোলে আসি।প্রিয় বন্ধুরা আজকে ব্লগ টি এ পর্যন্ত ছিল।আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোন ব্লগে।সে পর্যন্ত সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।







Team Steem Peacocks 🦚
Congratulations! Your post has been upvoted through steemcurator07.thank you very much sir