Betterlife // The Diarygame 22-11-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ধন্যবাদ।প্রিয় বন্ধুরা অন্যান্য দিনের তুলনায় আজকে সকল একটু দেরি করে ঘুম থেকে উঠে,তার কারণ হচ্ছে গতকালকে রাত্রে আমরা প্রায় তিনটা পর্যন্ত ধান ঝারা মেশিনে ধান ঝাড়ি। তারপরে ঘুম থেকে উঠে দেখি আব্বু বাকি ধান ঝরার প্রস্তুতি নিচ্ছেন। তখোন আমি আব্বুর সাথে গিয়ে ধান ঝারা শুরু করলাম।এর পরে ধানঝনরা শেষ কোরে, ধানের খর বা বিচুলি গুলো কে আটি বেধে আমাদের বাড়ির ছাদে তুলি।
তারপরে আমি আমাদের রাজহাঁস গুলোকে নদিতে নামিে দিয়ে আসতে যাই।রাজহাঁস গুলোকে এত দেরি করে নদিতে দিয়ে আসার কারণ হচ্ছে যে, এগুলো ডিম পাড়া শুরু করেছে। তাই ডিম পাড়তে একটু সময় নিয়েছিল এজন্য। প্রতিদিন আম্মু এদের কে নদিতে দিয়ে আসে।আজ আম্মু কাজে ব্যাস্তো তাই আমি দিয়ে আসতে যাই।আমি জখোন রাজহাঁস গুলোকে নদিতে দিতে গেলাম তখোন নদি টাকে খুব সুন্দোর লাগছিল।
আর রাজাহাসঁ গুলো নদির মধ্যখানে নেমে খুব উৎসাহিত ভাবে গোসল করেছিল। এবং ওই পারে আরো কিছু রাজহাসঁ ছিল তোদের সাথে গিয়ে খেলা করছিল তখন আমি ছবিটা তুলি।
তারপর নদীর অপর প্রান্তে দেখলাম একজন নৌকায় করে কচুরিপানা কাটতে এসেছে গরুর কে খাওয়াবে বলে। তার ঠিক অপর পাশে নদির তীরে কিছু ছোট ছোট ছেলেরা জাল নিয়ে মাছ ধরছিল।দেখে আমার খুব ভালো লাগলো, কারণ ছোটবেলায় আমরাও এই নদীর তীরে অনেক মাছ ধরেছি।তাই ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল।
তো বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে সেখানে দৃশ্যগুলো উপভোগ করি।তারপরে বাড়িতে ফিরার সময় আমার চাচার জমিটা দেখতে পাই। সে এইবার ভুট্টা চাষ কোরেছে। ভুট্টার গাছ গুলো একটু বড়ো হোয়েছে।দেখতে অনেক সুন্দোর লাগছিল তাই একটা ছবি তুলে নেই।
তারপরে আর কিছুটা আগালেই দেখতে পাই। কিছু মানুষ গরুর গোবরের ঘোষি তৈরি করে,রোদে শুকোতে দিয়েছে। গ্রামের এই দৃশ্যটা প্রায়ই সব জায়গায় দেখা যায়।কারণ এখানে জ্বালানি হিসেবে এই ঘষি টা খুব ব্যবহার হয়।
তো এসব দেখার পরে আমি বাসায় চলে আসি। তখন গোসল করে,ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেড়ে আমি দোকানের দেশে রওনা হয়ে পড়ি। আজকে প্রায় দুপুর হয়ে গেছে দোকানে যেতে।
এরপর দোকানে এসে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।টুকটাক কোরে ভালোই বেচাকেনা হয়। তো এরপরে বেচাকেনা শেষ করার পর, দোকানের যে হিসাবটা ছিল সেগুলো শেষ করে, কিছু কালেকশন ছিল ওগুলো আদায় করে, দোকান বন্ধ করে বাসায় চলে আসি। এরপর বাড়িতে এসে আমার কোয়েল পাখি গুলোর ডিম কালেক্ট করে ওদের খাবার ও পানি দেই। তারপরে ফ্রেশ হয়ে হাতমুখ ধুয়ে একটু বাইরে গিয়ে ফ্রেন্ডের সাথে দেখা করি। তারপর বাসায় এসে রাতের খাবার সেরে শুতে চলে যাই। প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।
আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার ভুট্টা চাষের যে বিষয়টা ওটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার দোকান আপনি পরিচালনা করেন। ব্যবসা আমার কাছে খুবই ভালো লাগে। আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Hi, Greetings, Good to see you Here:)
TEAM 1
Congratulations! Your post has been upvoted through @steemcurator03. Good post here should be..