Betterlife // The Diarygame 24-11-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হোয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রোইল।প্রিয় বন্ধুরা আজকে আমি অন্যান্য দিনের চেইতে সকাল সকাল ঘুম থেকে উঠি তার কারন আমরা আজ আমাদের ধান গুলো সেদ্ধ করবো তাই।
এভাবে আমাদের ধানগুলো কে সেদ্ধ কোরতে থাকি।তার পরে ধান গুলোকে পাশেই একটা হাউজ তৈরি কোরে সেখানে ভিজিয়ে রাখি।
তো এভাবে ধান সেদ্ধ করা হোয়ে গেলে, ধান গোলোকে বস্তায় ভোরে আমাদের ছাদে তুলি রোদে শুকতে। তারপরে সব কাজ শেষ কোরে, আমি গোসল কোরে ফ্রেশ হয়ে সকালের খাবার খাই।তারপরে আল্লাহর নাম নিয়ে দোকানের উদ্দেশ্যে বেড়িয়ে পরি। তারপরে দোকানে যাওযার সময আমার ছেলে কান্নাকাটি শুরু কোরে দেয়। কারন সে আমার সাথে বাইকে কোরে ঘুরবে তাই।তো কি আর করার আমি অদেরকে আমার বাইকে কোরে কিছুখোন ঘুড়িয়ে তারপরে বাড়িতে নামিয়ে দিয়ে,আমি তাড়াতাড়ি দোকানের উদ্দেশ্যে রওনা হোয়ে পরি।তারপরে দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনর শুরু করি।দোকান খোলার বেশ কিছুখোন পরে এক ভ্যান মাল আসে।
এই মাল গুলো গতোকাল অর্ডার কোরে ছিলম।তো গতোকাল বেশি রাত হোয়ে পারায় মাল গুলো আজ কে পাঠিয়ে দেয়। তো আমিও সব মাল ঠিক মতো গুনে বুঝে নেই।তার পরে ভ্যানের ভাড়া দিয়ে বিদায় দেই।এর পরে একটু বেচাকেনা কোরি।তারপরে দুপুর হোয়ে আসলে, মরা দুপুরের খাবার খেতে বসি। ঠিক তার মধ্যেই আরে গাড়ি মাল চোলে আসে।তো আমি ড্রাইভার কে আমার দোকানের এক পাশে মাল গুো নামিয়ে রাখতে বলি।তখোন লোকটি সেখানেই মাল গুলো নামিয়ে রাখে।
এগুলো হোচ্ছে আর এফ এল ব্রান্ডের প্লাষ্টিক নেট।এই মাল গুলোও কালগের অর্ডারের ছিলো।তো আমি তাড়াতাড়ি খাবার শেরে,ড্রাইভার কে গাড়ি ভাড়া দিয়ে বিদায় দেই।আর আমি মাল গুলোকে বুঝে নেই।তারপরে সারাদিন আরো বেচাকেনা করি।এর পরে একজন কাস্টমার আসেন ইজিবাইকের ব্যাটারি কিনতে, তো তার কাছে এক সেট ব্যাটারি বিক্রি কোরি।
তো তাকে ব্যাটারি দিতে দিতে অনেক রাত হোয়ে যায়।তারপরে বেচাকেনা শেষ কোরে দোকানের সারাদিনের বেচাকেনার শেষে। হিসেব কোরে দোকান বন্ধো কোরে বাড়িতে চোলে আসি।তারপরে ফ্রেশ হোয়ে রাতের খাবার শেরে নেই এরপরে ঘুমঁতে চোলে যাই।প্রিয় বন্ধুরা আজকের ব্লগ টি এই পর্যন্ত ছিলো।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে।দেখা হবে আবার কোনদিন নতুন কোনো ব্লগ নিয়ে। এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,আল্লাহ হাফেজ।
Hi, Greetings, Good to see you Here:)