রেস্টুরেন্ট রিভিউ ~ ♦️ কাবাব কারিগর রেস্টুরেন্ট 🍴 [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
রেস্টুরেন্ট রিভিউ

IMG_20220320_195405.jpg

ভাই অনেকদিন হয়ে গেল কোন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া হয়নি তাই কালকে চিন্তা করলাম একটু খেয়ে আসি। কালকে অনেক ব্যস্ততার মধ্যে দিন টি কেটেছিল। প্রথমত একটু নিউ মার্কেটে যেতে হয়েছিল কিন্তু কালকে রাস্তায় যে জ্যাম ছিল এটা সত্যি অবিশ্বাস্য। শ্যামলি থেকে নিউমার্কেট যেতে মাত্র 2 ঘন্টা সময় লাগেছিলো, হাহাহা। এই জ্যামে বসে থাকা যে কতটা বিরক্তিকর শুধুমাত্র ঢাকা বাসি বুঝতে পারবে। জ্যামের দিক থেকে ঢাকার স্থান সত্যিই অনেক উপরে চলে যায়, যাই হোক কোনো এক দিক দিয়েও বাংলাদেশ উপরের দিকে আছে সেটা ভাবতেও ভালো লাগে, হাহাহা।


IMG_20220320_195359.jpg

IMG_20220320_192729.jpg


Device : One Plus 📸

What's 3 Word Location

siam,.png

নিউ মার্কেটে কাজ সেরে যখন আমি বাসার দিকে রওনা হই তখন অনেক লেট হয়ে গিয়েছে তখন সন্ধ্যা পার হয়ে গিয়েছিল এবং গতকাল আপনারা সবাই জানেন লেভেল ৩ এর ক্লাস ছিলো তাই বাসায় এসে রান্না বান্না এসব আর ভালো লাগছিলো না। তাই আমি এবং রাজু মিলে আমাদের এলাকায় নতুন রেস্টুরেন্ট হয়েছে কাবাব করিগর সেখানে ঢুকে পরি। কাবাব করিগর রেস্টুরেন্ট এ কথা হয়তো সবাই শুনেছে, প্রায় দুই তিনটা ব্রাঞ্চ রয়েছে যদিও বেশির ভাগ সময়ে এরা ধানমন্ডি লেকের পারে এদের রেস্টুরেন্ট গুলো ছিল কিন্তু কোন এক কারণবশত সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখলাম তারা আদাবর ১৩ দিকে তারা নতুন একটি রেস্টুরেন্ট খুলেছে। তাই নাম দেখেই ঢুকে পরি। এই রেস্টুরেন্টে আমি আগে খেয়েছিলাম যেটা ধানমন্ডিতে ছিল। এদের রান্নাগুলো সত্যি অসাধারণ হয় এবং বিশেষ করে কাবাব স্পেশাল হয়।

IMG_20220320_193638.jpg

Device : One Plus 📸

What's 3 Word Location

siam,.png

রেস্টুরেন্টে ঢুকে দেখলাম মোটামুটি অনেক বড় রেস্টুরেন্ট করেছে এবং এখানে সার্ভিস মোটামুটি ভালো। বিশেষ করে ডেকোরেশন টি আমার অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি দেওয়ালের মধ্যে কোনোকিছু ডেকোরেশন করা এবং ব্যাকগ্রাউন্ড লাইট গুলো দিয়ে সত্যি চমৎকার লাগছিলো। সেখানকার তেমন ভালো করে ছবি তুলতে পারেনি কারণ অনেক মেয়ে ছিল তখন। যদি সে ভাবে ছবি তুলতে যেতাম উল্টো মার খেয়ে আসতে হত, হাহাহা। যতটুকু পেরেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি।

পরবর্তী দুটি চাপ অর্ডার করি এবং কিছু লুচি। তবে ধানমন্ডি লেকের ওখানের যেভাবে আমরা খাওয়া দাওয়া করতাম এবং খাবারের যে স্বাদ ছিল, এইখানে এসে স্বাদটা একটু হলেও পরিবর্তন হয়েছে। নতুন একটি জায়গায় আসলে স্বাদ পরিবর্তন হবে এটা স্বাভাবিক তবে আশাকরি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে ধানমন্ডি লেকের খাবার গুলো সত্যিই অসাধারণ ছিল। আপনারা যদি কেউ ধানমন্ডির চাপ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো কেমন ছিল।। তবে সেখানে কোন কিছু অর্ডার করলে 5 মিনিটের মধ্যেই তারা পরিবেশন করে। যতক্ষণ ছিলাম ততক্ষণ এটাই দেখেছি এবং কাস্টমার সাথে অনেক ভালো ব্যবহার করে যা সত্যিই একটি ভালো দিক।


IMG_20220320_193233.jpg

IMG_20220320_193229.jpg


IMG_20220320_193552.jpg

IMG_20220320_193528.jpg


Device : One Plus 📸

What's 3 Word Location

siam,.png

খাবার যেমনই হোক না কেন তাদের ব্যবহারে অনেক ভালো এবং যদি একবার খেতে যান তাহলে তাদের ব্যবহারের জন্য সেখানে আবার যাইতে ইচ্ছা করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই ছিল মোটামুটি সেখানে নতুন রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা। আশা করছি ভালো লেগেছে। আর যারা শ্যামলির আসেপাশে আছেন তারা সেখানে খাবারগুলো একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভালোই লেগেছে।


IMG_20220320_194041.jpg

IMG_20220320_193457.jpg


Device : One Plus 📸

What's 3 Word Location

siam,.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: রেস্টুরেন্ট রিভিউ ~ ♦️ কাবাব কারিগর রেস্টুরেন্ট 🍴

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.........

Sort:  
 2 years ago 

খুবই ভালো একটি রিভিউ দিলেন ভাই। এই ধরনের রেস্তোরার খাবার ভালোই লাগে। তবে এখন সব কিছু দাম বাড়াতে এসবের খাবার এর দাম ও অনেক বাড়িয়েছে। তাই বাইরে খাওয়া অনেক কমিয়ে দিয়েছি।

 2 years ago 

হু, দাম আগের চেয়ে একটু বাড়িয়েছে।

খাবার গুলো দেখেই খুব খেতে ইচ্ছে করছে ভাই আমাকে রেখে এক খেতে পারলেন একটিবার বললেই তো হইতো দেখতেন চলে আসতাম। এই রেস্টুরেন্টের মান অনেক ভাল দেখেই বুঝা যাচ্ছে। খুব সুন্দর ভাবে ধাপ ধাপ অনুযায়ী উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া। দোয়া আর ভালোবাসা রইলো।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর মুহূর্ত কাবাব হাউসে অতিবাহিত করেছেন। রেস্টুরেন্টের পরি পার্শিক অবস্থা খুবই অসাধারণ। আপনার পোস্ট দেখে কাবাব খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি খুব সুন্দর রেস্টুরেন্টের আলোচিত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার পোস্ট দেখে কাবাব খেতে খুব ইচ্ছে করতেছে।

চলে আসুন তাহলে।

 2 years ago 
ওয়াও ভাইয়া কাবাব কারিগর রেস্টুরেন্টের রিভিউ দেখে খুবই ভালো লেগেছে। আপনার কথা শুনে মনে হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটি খুবই অসাধারণ হবে। খাবারটা দেখে খুবি লোভ হচ্ছে মুখে জল চলে এলো। যে কোনো রেস্টুরেন্টের খাবারে টেস্টের সাথে ওর অমায়িক ব্যবহার টাও খুবই জরুরি।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটা রেস্টুরেন্টের রিভিউ দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
 2 years ago 

ঠিক বলেছেন আপু, ব্যবহারের উপর নির্ভর করে আমি পরবতীতে সেই রেস্টুরেন্টে যাব কি না।

 2 years ago 

রেস্টুরেন্টের নাম শুনলেই তো মনটা শুধু খাই খাই করে। আর আপনির কাবাব কারিগর যদিও নামটা আমার কাছে একেবারেই নতুন, আর আমার চোখে পড়েনি তাই আপনার বর্ণনা শুনে আমার মন চাইছে এখনই গিয়ে অন্তত একটা কাবাব খেয়ে আসি। তবে সম্ভবনা যেহেতু আমি কর্মব্যস্ত মানুষ এত সময় দিয়ে ঢাকা যাওয়া সম্ভব না। আর যে যানজটের কথা বলছেন এতে আমার আরো দুই বছরের ভিতর একবারও না যাওয়ার ইচ্ছে পোষণ হয়ে গেছে। আপনি অনেক সুন্দর করে রাজু ভাইকে নিয়ে আপনাদের আনন্দঘন মুহুর্তটি কাটানোর আমাদের সাথে শেয়ার করেছেন এবং কাবাব খেয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা অবিরাম।

 2 years ago 

তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজাদার খাবার গুলো।

 2 years ago 

কাবাব কারিগর রেস্টুরেন্টের রিভিউ দেখে খুবই ভালো লাগলো। রেস্টুরেন্ট অনেক বড় হওয়া সত্ত্বেও দেখে মনে হচ্ছে খুবই ঝকঝকে চকচকে, সাজানো-গোছানো এবং সুন্দর। তার চেয়েও বড় কথা হলো কাস্টমারদের সাথে তাদের অমায়িক ব্যবহার। খাবার গুলো এত সুন্দর করে পরিবেশন করে রেখেছে যা দেখলে যে কারোরই লোভ লেগে যাবে। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি রেস্টুরেন্টের রিভিউ দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

হু, একদম পরিপাটি ছিলো।

 2 years ago 

কাবাব কারিগর রেস্টুরেন্টের রিভিউ দেখে খুবই ভালো লাগলো। ছবিতে দেখে বোঝা যাচ্ছে রেস্টুরেন্টে অনেক বড় এবং অনেক সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে রেস্টুরেন্ট ডেকোরেশন করা হয়েছে।আরেক কাবাবের কথা কি বলব ওটা দেখে তো মুখে জল চলে এসেছে।সর্বোপরি আপনার রেস্টুরেন্টের রিভিউ পোস্টটি ছিল জাস্ট অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর একটা রেস্টুরেন্টের রিভিউ উপস্থাপন করার জন্য।

 2 years ago 

তবে খাবার গুলো বেস মজাদার ছিলো।

 2 years ago 

আমার কাছে ভালোই লাগে, তাদের খাবার। আমি কাবাব করিগর রেস্টুরেন্ট গিয়েছি।এবং চাপ ও খেয়েছি।।আসলেই তাদের ব্যবহার অনেক ভালো।ধন্যবাদ ভাইয়া খাবার গুলো ছবি দেখে লোভ হচ্ছে। ভালো ছিলো

 2 years ago 

আমি ও ওনাদের পুরনো কাস্টোমার, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার নতুন রেস্টুরেন্টে খাবারের অভিজ্ঞতা খুবই সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন যা আমার অনেক ভালো লাগলো বিশেষ করে রেস্টুরেন্টের সবার ভালো ব্যবহার আপনাকে অনেক বেশি আকৃষ্ট করেছে এর থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে ভালো ব্যবহার করতে জানলে ভাল ব্যবসা হয়♥♥

 2 years ago 

ধন্যবাদ আপনাকে,,, আমাদের সকলের ব্যবহার ভালো করা উচিত

 2 years ago 

আসলে রেস্টুরেন্টের রিভিউগুলো দেখতে আমার আলাদা একটা দুর্বলতা কাজ করে বেশ ভালো লাগে। খাবারের আইটেম গুলো বেশ ভাল লাগল এবং ওখানকার পরিবেশন ও বেশ সুন্দর ছিল। আসলে ঠিক বলেছেন ব্যবহারটাই মেইন।ইনশাল্লাহ ভাইয়া ট্রাই করে দেখব যদি বেঁচে থাকি। ভালো ছিল রিভিউ টি

 2 years ago 

ঠিক বলেছেন আপনি, ব্যবহারেই সব।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67488.06
ETH 3761.44
USDT 1.00
SBD 3.56