ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন, কথা কম বলুন।

in আমার বাংলা ব্লগ9 months ago
ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন

DALL·E 2025-03-12 15.13.46 - A professional and engaging banner emphasizing the importance of being a good listener. The image shows two individuals having a conversation in a cal.webp

Create By AI

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনার সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। আমরা অনেকেই মনে করি, ভালোভাবে কথা বলতে পারলেই যোগাযোগের দক্ষতা ভালো হয়। কিন্তু সত্যিকারের দক্ষ যোগাযোগের একটি বড় অংশ হলো শ্রবণশক্তি অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা। কোন কিছু শোনার পরেই আমরা ভালোভাবে বিশ্লেষণ করতে পারব এবং উচিত কথা কিংবা সে কথার অনুকূলে কোন কথাটি যায় সেটা আমরা অল্প কথায় বিশ্লেষণ করতে পারব।

মাঝে মাঝে আমরা কথার মাঝে কাউকে থামিয়ে নিজের মত করে কথা বলা শুরু করি বা শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য শোনা বা অন্যের অনুভূতির প্রতি উদাসীন থাকা, এগুলো খারাপ শ্রোতার লক্ষণ। বরং একজন ভালো শ্রোতা হতে হলে আপনারর সামনের মানুষ কি কথা বলছে তা মনোযোগ দিয়ে শোনেন এবং তার কথা শেষ হলে পরক্ষণে ভেবেচিন্তে উত্তর দাওয়াই হচ্ছে ভালো শ্রোতার লক্ষণ।

অনেক সময় দেখা যায় কোন এক ব্যক্তি সাথে আমরা যখন কথোপকথন করি তখন ফোনে সময় দেই, কিংবা ফেসবুকে ব্যবহার করি। এটা কিন্তু এক প্রকার বেয়াদবি পর্যায়ে পড়ে। তাই যখন কেউ কথা বলছে তখন তার কথা পুরো মনোযোগ দিয়ে শুনবেন এবং অন্য কোন কাজ তখন করবেন না। ফোন বা অন্য কাজে ব্যস্ত না থেকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন। আরেকটি বিশেষ বিষয় দেখা যায়, যেটা হচ্ছে। কথার মাঝে হুট করেই কথা বলা কিংবা আপনার সামনের মানুষকে কথার মধ্যে টোকা দেওয়া। এটাও কিন্তু একপ্রকার বেয়াদবি। কথার মাঝে না ঢুকে শুনুন। অন্যকে কথা শেষ করতে দিন, নিজের মত চাপিয়ে দেবেন না।

DALL·E 2025-03-12 15.12.48 - A visually engaging banner promoting the importance of being a good listener. The image features two people sitting in a calm, professional setting—on.webp

Create By AI

আবার মাঝে মাঝে দেখা যায় শুধুমাত্র সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিংবা ফর্মালিটিসের ক্ষেত্রে আমরা অনেক সময় কথা শুধুমাত্র শুনেই যাই। সেটা বোঝার চেষ্টা করি না। এটাও কিন্তু এক প্রকার বেয়াদবির পর্যায়ে পড়ে। আপনি যখন কারো সাথে কথোপকথন করবেন সে কি বোঝাতে চাচ্ছে সেটা অবশ্যই শুনবেন এতে করে আপনার শ্রবন শক্তি বৃদ্ধি পাবে এবং আপনিও বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করবেন। শুধু কথা শুনলেই হবে না, বোঝার চেষ্টা করুন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমরা কোন ব্যক্তির সাথে কথোপকথন করবো তখন তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। যেমনটা: ছোট ছোট মাথা নাড়া, চোখের সংযোগ রাখা, বা সংক্ষিপ্ত উত্তর দিয়ে বোঝান যে, আপনি শুনছেন। অনেক সময় মানুষ শুধু কাউকে বলার সুযোগ চায়,, সমাধান নয়। তাই ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন, কথা কম বলুন। এটা শুধু আপনার ব্যক্তিত্বকেই উন্নত করবে না বরংচ সম্পর্কগুলোকেও আরও গভীর করবে। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন, কথা কম বলুন।

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  
 9 months ago 

এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি আলোচনা।ভালো শ্রোতা হওয়া শুধু কথা বলার দক্ষতা নয়, বরং মনোযোগ দিয়ে শোনা এবং অন্যের অনুভূতিকে মূল্য দেওয়া। আপনার এই পরামর্শগুলি বাস্তব জীবনে খুবই কার্যকরী, যেমন চোখের সংযোগ রাখা, ছোট ছোট মাথা নাড়া দিয়ে বুঝিয়ে দেওয়া যে আপনি শোনার চেষ্টা করছেন। সত্যি, ভালো শ্রোতা হওয়া সম্পর্কের গুণগত মান উন্নত করে এবং মানুষের প্রতি শ্রদ্ধাও বৃদ্ধি পায়। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর ও মূল্যবান আলোচনা শেয়ার করার জন্য।

 9 months ago 

চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। আসলে প্রতিটি মানুষের উচিত ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করা। কারণ ভালো শ্রোতা হলে সবদিক দিয়েই আমাদের লাভ হয়। যেকোনো ব্যাপারে কথা বলার আগে তো পুরো ব্যাপারটা নিজেকে ভালোভাবে বুঝতে হবে। তাহলেই তো সেই ব্যাপার নিয়ে মতামত প্রকাশ করা যায় কিংবা পরামর্শ দেওয়া যায়। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ভালো শ্রোতা হওয়ার মাধ্যমে আমরা অন্যের অনুভূতি ও চিন্তা বুঝতে পারি, যা সম্পর্ককে আরও শক্তিশালী করে। এই পোস্টটি আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভালো শ্রোতা হওয়ার জন্য। আজকে আপনি চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 9 months ago 

আমি নিজে যেহেতু প্রচুর কথা বলতে ভালোবাসি তাই আমি না চাইলেও আমার মধ্যে একটি স্বভাব ছিল তা হল সব বিষয়ে প্রচুর কথা বলা। আমি কখনোই ভালো শ্রোতা নই। কিন্তু যবে দেখলাম এবং বুঝলাম ভালো শ্রোতা না হলে কখনোই ভালো বক্তা হওয়া যায় না। তবে থেকেই আগে মানুষকে শুনতে শিখলাম। আমার অভিজ্ঞতা তো বলে বেটার লেট দেন নেভার। যেকোনো বয়সই শেখা উচিত। তাই সবার আগে আমাদের ভালো শ্রোতা হওয়া দরকার।