বিবেক এবং নারী।

in #women7 years ago

মেয়ে,
পাবলিক বাসে খুব বেশি মানুষ থাকলে উঠোনা। যদিও মহিলা সিট কম, তবুও চেষ্টা করো দেড়/ দুইঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে একটা খালি সিটওয়ালা বাসের জন্যে। পুরুষভর্তি বাসে ভীড় বেশি থাকলে উঠোনা। ওরা উঠার সময় কোমরে হাত দেবে, নামার সময় নিতম্বে হাত দেবে। দাঁড়িয়ে থাকলে বাসের ঝাঁকুনি ছাড়াও ঢলে ঢলে পড়বে তোমার গায়ের উপর। তুমি প্রতিবাদ করবেনা লজ্জায়। কিছু বললে ওরা বলবে 'সি.এন.জি করে আসা যাওয়া করো, পাবলিক বাসে এমন হয়!' ওদের চমৎকার যুক্তি, দুর্দান্ত উত্তর রেডী থাকে। তুমি ওদের সাথে পারবেনা। তারচে তুমি বরং, ভীড় বেশি হলে বাসে উঠোনা।
পুনশ্চঃ মেয়ে, পাবলিক বাসে মানুষ কম থাকলে ও উঠোনা। প্রায়ই বাসে গণধর্ষণের শিকার হচ্ছে অনেক মেয়ে, মারা যাচ্ছে। উঠার আগে বাসে খেয়াল করে দেখো, কয়জন আছে। অনেকসময় দেখা যায়, দু'য়েক জন যারা সিটে বসে থাকে তারা ড্রাইভার- হেল্পারের পরিচিত কেউ হয়। ওরা একা মেয়ের জন্যে অপেক্ষা করে। কি ভয়ংকর! তুমি বরং, ভীড় কম হলেও বাসে উঠোনা।
মেয়ে,
ঐ রাস্তা দিয়ে একা বাসায় ফেরোনা যে রাস্তা জনশূন্য। জনশূন্য রাস্তায় কেউ না থাকলেও তুমি নিরাপদ নও। নির্জনতা, একলা, জনশূন্য রাস্তায় ও তোমার একগাদা বিপদ। ধর্ষিতা নারীগুলো নির্জন জায়গায় ই ধর্ষণের শিকার হয়েছে বেশি। তুমি বরং, জনশূন্য রাস্তা গুলো এড়িয়ে চলো।
পুনশ্চঃ মেয়ে, ঐ রাস্তা দিয়েও একা বাসায় ফেরোনা যে রাস্তায় মিছিল হচ্ছে, মানব বন্ধন হচ্ছে, ভীড় বেশি কিংবা বিশেষ কোনো একটা দিবস উপলক্ষে লোকসমাগম হয়েছে। ঐ রাস্তা দিয়ে আসার সময় তুমি যৌন হয়রানির শিকার হবেনা, এটা বলা যায়না। কেউ হয়তো তোমায় স্লোগান দিতে দিতে ঘিরে ধরবে, ছোঁবে, বিশ্রী সব ইঙ্গিত করবে, ধর্ষণ ও করতে পারে! তুমি বিচার চাইতে পারবেনা। যেটা পাবেনা, সেটা চেয়ে কি করবে? তারচে তুমি বরং, যে রাস্তায় লোকসমাগম বেশি ঐ রাস্তা এড়িয়ে চলো!
"বাসে মানুষ থাকলেও উঠোনা, না থাকলেও উঠোনা!"
"রাস্তায় মানুষ থাকলেও যেওনা, না থাকলেও যেওনা!"
এইসব মেনে চলা খুব বেশি কঠিন ও না।
যারা এইসব অদ্ভুত নিয়ম কানুন, কঠিন- হাস্যকর কিংবা অসম্ভব বলে, তাদের সাথে মেশোনা মেয়ে। ওরা পথভ্রষ্ট! ওরা হাদীস কোরআন মানেনা! ওরা পর্দা বোঝেনা! ওরা নেংটো বের হয় ঘর থেকে। ওরা বাসের ভীড়ে কেউ কোমরে হাত দিলে মুখ বরাবর থু থু ছিটিয়ে দেয়; ওরা অসভ্য! ওরা রাস্তায় কেউ ইভটিজিং করলে জুটাপেটা করে মুখ লাল করে দেয়; ওরা লজ্জা পায়না! লজ্জা নারীর ভূষণ; ওরা বেহায়া! ওরা বেশি বুঝে। কম বুঝা ভালো। তুমি কম বুঝো।
"তোমায়",
নারী দিবসের শুভেচ্ছা।
আজ নারী দিবস নয়, তবুও নারী দিবসের শুভেচ্ছা।
উহু, পৃথীবির প্রত্যেকটা দিনে তোমায় নারী দিবেসের শুভেচ্ছ। ☺
image