WHY IS RAPE/ধর্ষণ কেন হয়

in #rape7 years ago

আমাদের সমাজে রয়েছে নানা সমস্যা যার মধ্যে ধর্ষন একটি। ধর্ষন সামাজিক জীবনে একটি হুমকি স্বরুপ। ধর্ষন থেকে শুধু বড়রা নয় কোমলমতি শিশুরাও বাদ যাচ্ছে না। ধর্ষন শুধু যৌন হয়রানিই নয় এটা জীবন নাশেও মারাত্মক ঝুকিপুর্ন একটা বিষয় বলে চিহ্নিত হয়েছে বহু আগে। আমাদের সমাজে প্রতিনিয়ত বেড়ে চলেছে ধর্ষন।rep1.pngimage source

তাই এখন সময় আমাদের ধর্ষনকে নিয়ন্ত্রণে আনা। এর জন্য যা করনীয়, প্রথমত উন্মুক্ত পর্ণ ওয়েবসাইট নিয়ন্ত্রণে আনতে হবে। পথেঘাটে, রাস্তার মোড়ে মেমোরি কার্ড এর মাধ্যমে পর্ণ ব্যবসা বন্ধ করতে হবে। যাবতীয় সিডি, ডিক্সের মাধ্যমে পর্ণ ফিল্ম, অশ্লীল ভিডিও ব্যবসা, বহন অবৈধ ঘোষণা করতে হবে,এবং পর্ণগ্রাফি ও ধর্ষনের আইনকে সংশোধন করে কঠোর করতে হবে। বিশেষ করে মেয়েদের যাবতীয় অশ্লীল পোশাক নিষিদ্ধ করতে হবে। মা-বাবার তাদের সন্তান সন্ততিদের তদারকি বাড়াতে হবে।rep2.png
image source

সর্বোপরি আমাদের সকলের সচেতনতা বাড়াতে হবে। নিজের মেয়েটা,ছেলেটা কার সাথে কোথায় চলছে সেদিকে খেয়াল রাখতে হবে। সকলের সজাগ দৃষ্টিই পারে ধর্ষনের মাত্রা ইতিবাচক মাত্রায় নিয়ে আসতে।

Sort:  

You got a 1.54% upvote from @postpromoter courtesy of @anamulhasan!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!