Better life with steem.the dairy game.3/5/2025/my busy day.

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি। আজকের দিনটি কিভা কাটল তা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রতিদিনের মতো আজকেও আমি ঘুম থেকে সকালে উঠি। ঘুম থেকে উঠার পর আমি ব্রাশ নিয়ে আমার দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই। এরপর দাঁত ব্রাশ করা হয়ে গেলে আমি ভালোভাবে হাত মুখ ধুয়ে নিই।

1000071702.jpg
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।

1000071677.jpg
সকালের খাবার খেয়ে আমি আমাদের ভুট্টাগুলো শুকাতে রোদের মধ্যে ছড়িয়ে দিতে থাকতে লাগলাম। এ কাজটি আমাদের সাথে আরো অনেকেই করল। ভুট্টা অনেক ভারী জিনিস। এটা শুকাতে দেওয়ার সময় খুবই কষ্ট করে ছড়িয়ে দিতে হয়। কোন কারনে যদি আকাশে মেঘ হয় বা বৃষ্টি আসার সম্ভাবনা হয় তাহলে খুবই দ্রুত এটাকে জড়ো করে এক জায়গায় একত্রিত করে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার।

1000071678.jpg
ভুট্টা শুকাতে অনেক রোদ লাগে তাই ভুট্টা গুলোকে আমাদের উঠোনে কাগজের মধ্যে এবং অনেক বড় একটি চটের মধ্যে শুকাতে দিলাম। ভুট্টা গুলো অনেক ভারী। ভুট্টা গুলো শুকাতে কিছুক্ষণ পরপর সেগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়। উল্টিয়ে পালটিয়ে না দিলে ভুট্টা গুলো ভালোভাবে শুকায় না। আর যদি ভালোভাবে না শুকানো হয় তাহলে সেগুলো পচন ধরতে শুরু করে। আজকে অনেক ভালো রোদ উঠেছে। আশা করছি আমাদের ভুট্টাগুলো শুকাতে প্রায় দুদিন ভালোভাবে রোদ পেলে শুকিয়ে যাবে।
1000071680.jpg
এরপর ভুট্টাগুলো উল্টে পাল্টিয়ে দেওয়ার পর প্রচন্ড গরম লাগায় আমাদের টংপার এর দিকে যেতে লাগলাম। সেখানে যাওয়ার পথে আমার ছোট ভাগিনা এবং আমার ছোট ফুফুর ছেলে তারা দুজনে দৌড়াদৌড়ি করছে। এরপর তাদের সাথে একটু কথাবার্তা বলে টংপার এর দিকে চলিতে লাগলাম।
1000071682.jpg
এরপর আমি টং পারে চলে আসলাম। টং পারে আসার পর আমি সেখানে বসলাম। সেখানে অনেক বাতাস ছিল। তাই আমি একটু জিরিয়ে নিতে থাকলাম। কিছুক্ষণ বসে একজনের সাথে
মোবাইলে প্রয়োজনীয় কথাবার্তা বলে নিলাম। এরপর আমার জেঠাতো ভাইয়ের ছেলে সে আসলো। তারপর আমরা দুজনে সেখানে বসে থাকলাম।
1000071683.jpg

এরপর আমি সেখান থেকে উঠে আমাদের ধানের জমি দেখার জন্য যেতে শুরু করলাম। আমাদের গ্রামের রাস্তা রাস্তা সত্যিই অনেক সুন্দর। রাস্তার দুপাশে শুধু ধানের ক্ষেত। এরপর কিছুক্ষণ হাঁটার পর আমাদের ধানের জমিতে চলে আসলাম।
1000071685.jpg
এরপর আমি আমাদের ধানের জমিগুলোর চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাশাল্লাহ আমাদের ধানগুলো অনেক ভালো হয়েছে। ধানগুলো পাকতে পায় ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। ধান পাকা হয়ে গেলে তারপর সেগুলোকে আমরা কেটে আমাদের বাড়িতে নিয়ে আসব।
1000071689.jpg
এরপর ধানের জমি দেখা শেষ হলে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর আমি একটু পানি খেয়ে নিই। তারপর আমি আমাদের ওখানে ধান ভাঙ্গানোর মিলে চলে আসি। সেখানে আমাদের দু বস্তা ধান ভাঙ্গানোর জন্য আমি সকালে রেখে গিয়েছিলাম। বিদ্যুৎ ছিল না তাই সকালে ধানগুলো ভাঙাতে পারেনিই। এখন বিদ্যুৎ আছে তাই ধানগুলো ভাঙ্গিয়ে দিলাম। এরপর ধানগুলো ভাঙ্গা হলে আমি সেগুলোকে বাড়িতে নিয়ে আসি।
1000071691.jpg
এরপর বাড়িতে আসার পর আমাদের কিছু শুকনা মরিচ অবাছা ছিল সেগুলোকে বাঁচার জন্য গাছের নিচে নিয়ে আসি। তারপর আমি সেই মরিচগুলো থেকে ভালো মরিচ এবং মন্দ মরিচগুলো আলাদা করে নিই। তারপর এভাবে কিছুক্ষণ বাছার পর আমার মরিচগুলো একবারে ভালোভাবে বাঁচা হয়ে গেল। মরিচগুলো বাছা হয়ে গেলে সেগুলোকে আমি বস্তার মধ্যে ভরে ঘরে নিয়ে আসলাম।
1000071656.jpg
এরপর আমি আমাদের ভোটটা গুলোকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তারপর বিকেল হয়ে আসায় আমরা ভুট্টা গুলোকে আবার একত্র করে রাখলাম। যাতে বৃষ্টি হলেও ভুট্টাগুলো যেন ভিজে না যায়। তাই আমরা কয়েকজনে ভুট্টাগুলোকে একত্র করলাম। একত্র করা হয়ে গেলে আমি গোসল করে নিলাম। এরপর আমি খেয়ে নিলাম। এই ছিল আজকে আমার সারা দিন।

আমার পোস্টটি দেখার জন্য এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 5 months ago 

Hi @anisurr, Please you must share this post on Twitter (X). Check the post below to learn how to share your post on Twitter. This POST LINK is a guide to that effect.

আমি আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করব।

Loading...