"Promotion Challenge - Steemit Promotion Design on Facebook & Instagram".
Made by Canva
কথায় আছে প্রচারেই প্রসার। সব কয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মতন স্টিমিটেরও প্রচারের প্রয়োজনীয়তা আছে। বর্তমানে প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই সফলতার উচ্চ শিখরে পৌছিয়েছে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে যুবসমাজ।
স্টিমিটের মতন প্লাটফর্ম যার একটি অতিউজ্জল ভবিষ্যৎ আছে।সেখানে আসলে প্রচারনার প্রয়োজনীয়তা রয়েছে।যুবসমাজ যদি স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয় তাহলে তারা তাদের স্বাভাবিক জীবনে আনন্দ পাওয়ার পাশাপাশি তারা আয় ও করতে পারবে। আয় করতে কে না ভালোবাসে। তাই স্টিমিটের ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি করতে এটি একটি মোক্ষম প্রচারের উপাদান।
তবে বিজ্ঞাপন বা প্রচারনার বিষয়টি আরো শক্তিশালী হলে স্টিমিটের ব্যবহারকারীর সংখ্যা আরো বৃদ্ধি পেতো।আমরা সবাই জানি স্টিমিট প্লাটফর্মের মূল পুরস্কারের নাম স্টিম নামক ক্রিপ্টোকারেন্সি।আর ক্রিপ্টোকারেন্সীর পরিমান যতো কম হবে তার মূল্যমান ততো বৃদ্ধিপাবে। আর বর্তমানে যে পরিমান ব্যবহারকারী আছে আর স্টিমের যে মূল্য আছে ব্যবহারকারী বাড়লে স্টিমের মূল্যও বৃদ্ধি পাবে। কারন স্টিমের যোগান বৃদ্ধিপাবেনা কিন্তু চাহিদা বৃদ্ধি পাবে আর যোগানের চেয়ে চাহিদা বাড়লে তার মূল্যস্বাভাবিক ভাবেই বাড়ে।
আর এই জন্য প্রয়োজন ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো।আর তার জন্যে প্রয়োজন প্রচারনা। উদাহরন স্বরুপ বলা যায় আমি একটি ভিডিও গেম খেলি।তাতে বিজ্ঞাপন দেখলে বেশ কিছু পুরস্কার আমি পাই। তাই আমি বিজ্ঞাপনগুলো দেখি। অনেক সময় আমার দেশীয় ভাষায় কিছু বিজ্ঞাপন আসে তা দ্রুত আমার মনোযোগ আকর্ষন করে। তেমনি যদি এই ধরনের কিছু বিজ্ঞাপন প্রচারনা চালানো যেতো তাহলে কিছু ব্যবহারকারী বাড়তো।
কারন ভিডিও গেম খেলেই যুবসমাজ। এছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিজ্ঞাপন দিয়ে দৃষ্টি আকর্ষন করা যায়। আর স্টিমের দাম যদি বাড়ে তাহলে স্টিমিট প্লাটফর্মের সবারই উপকার হবে।এবং অনেকেই এখানে নিজের অর্থ বিনিয়োগ করতে আগ্রহী হবে।
আমি এই প্রতিযোগীতার জন্যে একটি বিজ্ঞাপন বানিয়েছি। আমি যুব সমাজের মূল আকর্ষন তাদের নিজেদেরকে অন্যদের কাছে গুরুত্বপাওয়ার বিষয়টির সূক্ষ উপায় অর্থ উপার্জন ও নিজের ব্যাক্তিগত জীবন অন্যকে প্রদর্শন এ বেশি দৃষ্টিপাত করেছি। যুগ যে ভাবে চলে আপনাকেও যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নিচে তিনজন বন্ধুকে মেনশন সহ আমি আমার বিজ্ঞাপনের পোস্টটি লিংক সহ শেয়ার করছি।
It's time to join Steemit and start being paid for your writing.On Steemit, a social network with a decentralized structure, members may earn in digital currency for posting and curating content.Discover new perspectives and engage in fruitful conversations with like-minded individuals across various threaded discussions.
Screenshot of my facebook post design made by canva
এতো সুন্দর ও যুগোপযোগী প্রতিযোগীতাটি আয়োজনের জন্যে আয়োজককে ধন্যবাদ। কারন তিনি প্রকৃতভাবে জানেন এই প্লাটফর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে কি করা উচিত।
15% দেয়া হয়েছে @steembetterlife কে।
আমার ভেরিফাইড এচিভমেন্ট -১ এর লিংক।
আমি আমন্ত্রন জানাচ্ছি @aditi993 & @shahinurjahan & @mahadisalim কে অংশগ্রহন করার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এখানে ক্লিক করুন
--- @aparajitoalamin
Thank you for participating in this contest, I hope you can continue to do your best
Thank you for inspiring me. I am very grateful to you because you suggest not to drain my valuable time on random topics. If I join contests, then I may properly utilize my time here. I will never forget your suggestion and kindness.
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই আপনার steemit নিয়ে প্রচারণা মূলক লেখা অনেক ভালো লেগেছে। আপনি গেইমের মাঝে যে এড এর কথা বলেছেন তা অনেক ভালো একটি উপায়।
ধন্যবাদ।আপনার কথাগুলো আমাকে খুবই অনুপ্রেরনা দিয়েছে।
Your article is really informative. Steemit's campaign, especially aimed at youth society, is a positive idea for both parties. Steemit can be a potential medium for utilizing youth's time properly by encouraging their creativity and self-employment. Thank you for mentioning me. Best wishes to you.
জি আমিও চাই আপনি প্রতিযোগীতাটিতে অংশগ্রহন করুন। প্রতিযোগীতার আয়োজনকারীকে ও প্লাটফর্মকে সাহায্য করতে এগিয়ে আসুন।
আমি চেষ্টা করবো।
আপনার স্টিমিট প্রচারণামূলক পোস্টটি চমৎকার হয়েছে। আমাদের সবার উচিত সামাজিক মাধ্যমগুলোতে এভাবে স্টিমিট এর প্রসার চালিয়ে যাওয়া। প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।
ধন্যবাদ। আপনিও এই চমৎকার প্রতিযোগীতাটিতে অংশগ্রহন করতে পারেন।
ধন্যবাদ। চেষ্টা করবো।