প্রকৃতির নানান রূপের ফটোগ্রাফী ||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুয়ালাইকুম / আদাব 🩵

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যগণ ভালো আছেন ।আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছি।আমি ফটোগ্রাফী করতে খুব ভালোবাসি। যখনই সময় পায় টুকটাক ফটোগ্রাফী করার চেষ্টা করি।আজ আমি আবার আপনাদের সামনে কিছু রেনডম ছবি নিয়ে একটি ফটোগ্রাফি বিষয়ক পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের ছবিগুলো ভালো লাগবে ।


1000004612.jpg



Device -Redmi note 10
প্রকৃতি যখন তার আপন রূপে যখন সেজে উঠে তখন তার যে সৌন্দর্য তা ভাষায় প্রকাশ করার মত না।আমি সেই হাজারো মুহূর্তের মাঝের এক রূপ দেখতে পেয়েছিলাম।রংধনু তার একটি রূপ।আকাশ রংধনুর রঙে রাঙিয়ে তুলেছিল আকাশটাকে।এই ছবিটি আমার গ্রামের বাড়িতে খেলার মাঠের সামনে তুলেছিলাম। সবগুলো ছবিই বেশ আগে তুলেছিলাম।আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ বিভাগের ফুলবাড়ীয়া থানার রাধাকনাই নামক গ্রামে।

1000004602.jpg



দুটি পাখি একে অপরের থেকে দূরে বসে আছে।তারা হয়ত মানুষের মত এক অপরের সাথে রাগ করছে,তাই হয়ত দূরে বসে আছে। ছবিটি দেখে ঠিক তাই মনে হচ্ছিলো।এক জন আর একজনের দিকে তাকিয়ে আছে,আর একজন ঠিক অপরদিকে তাকিয়ে আছে। যেন কতই না রাগ করছে সে।মাঝে মাঝে এমন ছবি তুলেতে পেরে খুব ভালো লাগে। পাখিদের মাঝের ভাব বিনিময় হয়ত এমন ভাবেই হয়।

1000004616.jpg



নীল আকাশের বুকে সাদা মেঘ ভেসে বেড়ায় তার সাথে সবুজের সমাহার ,আহ কি তার রূপ।আসলেই মানুষ কেনোই প্রকৃতির প্রেমে পড়বে না।এমন রূপ আর কথায় পাওয়া যাবে ।এই সবুজ পাতার সাথে আকাশের নীল রূপ যেনো প্রকৃতি রঙে মিশে একাকার হয়ে গেছে।

1000004544.jpg



এই গাছটি হয়ত আপনারা অনকেই চিনেন।গাছটির খুব লজ্জা তাই হয়ত তাকে ছুঁলেই সে তার পাতাগুলো গুটিয়ে নেয়।তাই হয়ত তার নাম রাখা হয়েছে লজ্জাবতী।সে খুব লজ্জা পায়।সে কারো কোনো স্পর্শ পেলেই লজ্জায় তার পাতাগুলো গুটিয়ে নিয়ে হয়ত তার লজ্জা স্বভাব প্রকাশ করে। ছোট থাকতে অনক খেলেছি এই ফুলগাছের সাথে।আমাদের পুকুর পাড়ে প্রচুর পরিমাণে হতো। এখনও আছে তবে পরিমান খুবই কম।


1000004545.jpg


আমাদের বাড়ি থেকে কিছুপথ দূরে একটি খাল আছে।ছবিটি সেই খালটির।গত বর্ষায় যে পরিমাণ বৃষ্টি হয়েছিল বাংলাদেশে প্রচুর পানি হয়েছিল সারদেশ ।ঠিক সেই সময় এই খালটিও পানিতে ফুলে ফেপে উঠেছিল।তখন অনেকে মাছ ধরেছিল।সেই মুহূর্তের ছবি এটি ।মানুষ প্রচুর মাছ পেয়েছিল নানান মাধ্যমে মাছ ধরে।

1000004614.jpg

ছবিটি সন্ধ্যার আগ মুহূর্তের যখন দিনের আলো থাকতে চাঁদ দেখা যায় । সন্ধ্যা বিকেলের দিকে চাঁদের ফুটে ওঠা আকাশের মহিমাকে আরো বাড়িয়ে দেয়। আমরা কয়েকজন মিলে বিকেলে রাস্তায় হাঁটতে গিয়ে যখন দেখি খুব সুন্দর ছিল দৃশ্যটি। খেজুর গাছের ঠিক মাঠের উপরে উঠেছে চাঁদটি। হয়ত গাছটিকে বলছে আমি তোমার মাথার উপরে আছি তুমার কোনো চিন্তা নেই।

সবাই ভালো থাকবেন।সবাই এই প্রচন্ড গরমে নিজের এবং পরিবারের সবার বিশেষ যত্ন নিবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন।আশা করি ছবিগুলো ভালো লাগবে।সকলের জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ সবাইকে 🩵

Sort:  
 last month 

দারুন কিছু ফটোগ্রাফি উপভোগ করলাম যেন প্রফেশনাল ফটোগ্রাফার দ্বারা ক্যাপচার করা প্রতিটা দৃশ্য। স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন দারুন ছিল আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last month 

ধন্যবাদ আপনাকে আপনার মুল্যবান কমেন্টি করার জন্য। আপনাদের কমেন্ট আমার মত নতুন ব্লগারদের আরও বেশি উৎসাহিত করে আরও বেশি বেশি পোস্ট করার জন্য।আপনার জন্য শুভকামনা রইলো।

 last month 

আপনার ফটোগ্রাফি আমার এর আগে কখনো দেখা হয়নি। অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। দেখে মনে হচ্ছে যেন প্রফেশনাল ফটোগ্রাফারদের ক্যাপচার করা ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। বিশেষ করে চাঁদের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আপনার কাছে আমার ফটোগ্রাফীগুলো ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। আপনাদের কমেন্ট আমাকে আরো উৎসাহিত করবে আরও ফটোগ্রাফি করার বিষয়ে।আপনার জন্য অসংখ্য শুভকামনা রইলো।

 27 days ago 

আপনি দ্রুত একটি টিকিট ক্রিয়েট করুন।

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : https://blurt.blog/blurt-1683810/@jac-kson/2lclhn-random-photography-taken-by-me-hope-you-all-like-it-let-s-take-a-look-at-the-photographs

 27 days ago (edited)

এইখানে কি নিয়ম ভঙ্গ করলাম ভাই।সবগুলা ছবি আমি আর আমার ভাই তুলসি আমার গ্রামের বাড়িতে ।ফোনে এখনো এইগুলা ছবি আছে আমার কাছে।আমার ভাই হয়ত ইন্সটাগ্রামে স্টরি দিসিলো।।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55