নেটওয়ার্ক বিহীন কাটানো কিছু দিন ~।

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামুয়ালাইকুম / আদাব

হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন। বিশেষ করে বাংলাদেশের ছাত্ররা যারা আমার বাংলা ব্লগে কাজ করতেছেন আশা করি আপনারা সবাই নিরাপদে এবং সুস্থ আছেন। দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে বেশ অনেক দিনই হয়ে গেছে আমি কোনো পোস্ট করি নাই। নেটওয়ার্ক ইস্যুটা ছিল সব চাইতে জটিল বিষয়।তবে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আবার নেটওয়ার্ক চালু হয়েছে, মানুষের কর্ম জীবনে চাঞ্চল্যতা ফিরে এসেছে।আজ আমি আপনাদের সাথে নেটওয়ার্ক বিহীন কিছুদিন কীভাবে কেটেছে সেই স্মৃতিগুলো শেয়ার করবো।

দেশের নানান পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার সকল ধরনের নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এবং সাথে ছিল সারাদিন কারফিউ।যার কারণে কেউ ঘর থেকে বের হতে পারতেসিল না।আমার এক চাচাতো ভাই ময়মনসিংহ থেকে ১৬ই জুলাই ঢাকা আমাদের বাসায় এসেছিল তার এক ইন্টারভিউয়ের কারণে।দেশ অস্থির পরিস্থিতির কারণে সে করীফিউয়ের মাঝে আমাদের বাসায় বেশ কয়েকদিনের জন্য আটকা পরে যায়। কোনো যানবাহন না চলাচল করার কারণে সে বাড়িতে যেতে পারতেসিল না।সে থাকার কারণে আমার সময়টা কিছুটা ভালো কেটেছে।সে না থাকলে আরো বোরিং কাটতো সময়গুলো। সকালে ঘুম থেকে উঠে সবাই টিভির সামনে খবর দেখতে বসে পড়তাম। বলায় বাহুল্য বেশ অনেককাল সময় পর আমি মনে হয় এত পরিমাণে খবর দেখেছি ।বাসায় সবাই মিলে লুডু খেলে সময় কাটিয়েছি।তবে সন্ধ্যার পর অনেক মানুষই দেখি আমাদের গুলিতে হাঁটতে বের হয়েছে। আমারও তার ব্যতিক্রম ছিলাম না।তাও আমি আর আমার ভাই মিলে একটু হাটতে বের হই।

বাসার আশেপাশে কোনো ঝামেলা ছিল না বলে দোকান প্রায় সবগুলোই খুলা ছিল।তবে তেমন মানুষের ভির ছিল না দোকানগুলোতে।তবে চায়ের দোকান ছিল ঠিক উল্টো। চায়ের দোকানে ছিল মানুষের উপচে পড়া ভিড়।বসার জায়গাতো ছিলই না, সাথে চায়ের অর্ডার দিলে চা পেতেও বেশ অনেক সময় লাগতো।।রাতে খাবার খেয়ে সবাই মিলে ল্যাপটপে মুভি দেখতে বসে যাই। ভাগ্য ভালো ছিল বলে হয়তো তাই আমার ল্যাপটপে নুতুন বেশ অনেকগুলো মুভি ছিল।সেইগুলো সবাই মিলে দেখে প্রায় সব মুভিই দেখে শেষ করে দিয়েছিলাম। এইভাবেই দিনগুলো কেটেছে।তবে বোরিং সময় কাটলেও সবার সাথে অনেক কথা হয়েছে। ইন্টারনেট থাকলে হয়তো বাসার সবাই বসে এত আড্ডা দেয়া হতো না।

যাই হোক সকলে নিরাপদে থাকার চেষ্টা করবেন । বিশেষ করে স্টুডেন্ট যারা তারা সবাই নিরাপদে থাকার যথাসম্ভব চেষ্টা করবেন।সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।

44bfe4b3-34ef-4ca1-ac52-ea76af851866-1_all_3329.jpg

আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।




New_Benner_ABB.png


- - - ধন্যবাদ - - -

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi, @arafat-hasan6,

Thank you for your contribution to the Steem ecosystem.


- Explore Steem using our Steem Blockchain Explorer
- Easily create accounts on Steem using JoinSteem
- Delegate to @ecosynthesizer and wtiness vote @symbionts to support us.

 last year 

আপনার পোষ্টের মধ্যে লেখার পরিমাণ অনেক কম হয়েছে। এই বিষয়টি আমি আপনাকে আগে অবগত করেছিলাম। আশা করছি পরবর্তী থেকে লেখার পরিমাণ বৃদ্ধি করবেন ধন্যবাদ।

 last year 

ঠিক আছে ভাইয়া। পরবর্তীতে লেখার প্রতি নজর বেশি দিব।

 last year 

নেটওয়ার্ক বিহীন সময় সত্যি অনেক খারাপ কেটেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই ভোগান্তির মধ্যে পড়েছি। ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হচ্ছে। আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে ধন্যবাদ আপু আপনার মতামত শেয়ার করার জন্য। সেইকিছু দিন সবাই বেশ ভোগিন্তির মাঝেই কেটেছে।এমন পরিস্থিতি যেনো আর না হয় এই আশাই রইলো।