Steem Bangladesh Contest :The Diary Game|| 13.06.2022||

in Steem Bangladesh2 years ago

Assalamualaikum.



Good wishes to everyone .



Keep a diary and one day it will keep you. (Solber)

সকালবেলা

আজ আমি ঘুম থেকে ৬.০০ টায় ঊঠি। এই সিজনে ঘুম থীক সকালে ঊঠা অনেক সহজ। আর সকালে বের হলে অনেক ভালো লাগে। ঘুম থেকে উঠে প্রথমে হাত এবং মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। এরপর রেডি হয়ে অল্প একটু পানি পান করে ৬.৩০ এর দিকে বের হই বাসা থেকে। আমার খুবই পচন্দের একটা জায়গা লেকের ধার ধরে হাটাহাটি করা প্রায় ১ ঘণ্টা হাটাহাটি করি। এরপর এক পাশে বসে ১৫ মিনিট বিস্রাম নেই। বাসায় ফিরে আসার একটু আগে মা ফোন করে কিছু মাছ নিয়ে আসার জনয বলে। অনেক দিন ধরে আমার ছোট মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই আজ বাজারে ছোট মাছ আর চিংড়ি মাছ কিনবো এই ভেবেই বাজারে ঢুকি। সকাল বেলা বাজারে গেলে অনেক তাজা মাছ পাওয়া জায়। আমি বাজারে বিভিন্ন দোকান ঘুরে কিছু চিংড়ি আর কিছু ছোট মাছ কিনি। আজকে বাজারে মাছের দাম কিছুটা কম ছিল। এরপর বাসায় আসি ৯.৩০ এর দিকে। বাসায় এসে মায়ের হাতে মাছ দিয়ে আমি ফ্রেশ হয়ে নাস্তা করতে বসি। নাস্তা শেষে আমি কিছুক্ষন সুয়ে বিস্রাম নেই এবং ১০.৩০ এর দিকে পড়তে বসি।


000.jpg


IMG20220311174053_01.jpg


IMG20220311174613_01.jpg

Location



দুপুরবেলা

বেলা ১২.৩০ এর দিকে আমি আমার পড়াশুনা শেষ করে কিছুক্ষন মোবাইলে কাজ করি। এরপর ১.টার দিকে গোসলে যাই। গোসল শেষ করে আমি জোহরের নামাজ আদায় করার জন্য বাসা থেকে বের হই। নামাজ শেষে বাসায় এসে দেখি আম্মুর রান্না এখনো শেষ হয়নি। এরপর আমি আমার একুরিয়ামে রাখা মাছ গুলোকে কিছু খাবার দেই। আমার মাছের খাবার দিতে বেশ ভালো লাগে। তারপর আজকের প্ত্রিকা পড়ি প্রায় ৩০ মিনিটের মত। এরপর আম্মুর রান্না হলে আমরা ২.৩০ এর দিকে দুপুরের খাবার খাই। খাবার খাওয়ার পরে আমি কিছুক্ষন বিস্রাম নেই।


IMG20220121124817_01.jpg


IMG20220121125040_01.jpg

Location



বিকালবেলা

ঘুম থেকে ৫.৩০ এর দিকে ঊঠি। উথার পর আমি ফ্রেশ হয়ে নেই। এরপর চা খাই। চা খেতে খেতে বেল্কুনিতে যাই। সেখানে জেয়ে দেখি আমার দুইটা গাছ মরে গেছে। দেখে মনতা কিছুটা খারাপ হয়ে জায়। এরপর বাসা থেকে নার্সারিতে যাওয়ার জন্য বের হই। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেই। এরপর নার্সারিতে জেয়ে কিছু ফুলের টব এবং কয়েকতা ফুলের চারা কিনে আনি। বাসায় এসে এগুলো রেখে হালকা ফ্রেশ হয়ে নেই।


IMG_20210207_132205.jpg


IMG_20210207_130201.jpg

Location



রাতেরবেলা

এরপর সন্ধ্যা ৭.৩০ এর দিকে ছোট এক ভাই আমাকে বাজারে যাওয়ার জন্য বলে। বাজারে জেয়ে ও একটা মোবাইল কিনবে এবং কিছু জামা কাপড় সেলাইয়ের জন্য দিবে। আমি আর ও মিলে মোটরসাইকেলে কলে বাজারে যাই। আমরা বাজারে ঘুরে ঘুরে সব কাজ শেষ করি। এরপর দুইজনে মিলে এক্তা হোটেলে ঢুকে নান এবং চাপ খাই। এরপর লাল চা খেয়ে রাত ৯.৪০ এর দিকে আমরা বাসায় ফিরে আসি। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে রাতে ঘুমানোর প্রিপারেশন নেই।


IMG20220118170439.jpg


IMG20220118170510_01.jpg

Location

I am inviting to @sisol,@sikan-eyen, @davidad, @richy20 participate in this contest

Thanks For reading.



Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

আপনার দিনটি সুন্দর ছিলো ছবি গুলো ভালো ছিলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 67731.65
ETH 3780.34
USDT 1.00
SBD 3.51