লালন মেলা -২য় পর্ব(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগ2 years ago

হেলো বন্ধুরা


IMG20221019193605.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি, আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে বাউল সম্রাট লালন এর ১৩২ তম তিরোধ্যান দিবসে ঘুরা ঘুরির দ্বিতীয় পর্ব চলুন তবে শুরু করি।আমার আজকের ব্লগ।

IMG20221019193517.jpg

IMG20221019164703.jpg

IMG20221019170211.jpg

IMG20221019170104.jpg

IMG20221019170202.jpg


গত পর্বে আমি মেলায় আশা নিয়ে লিখে ছিলাম আজ ঘুরবো এবং আপনাদের কে দেখাবো।আশা করি উপভোগ করবেন।মেলার গেইট পার হয়েই দেখি পুলিশ চেকপোস্ট আসলে পুলিশ চেকপোস্ট থাকারি কথা অনেক বড় আয়োজন হয়েছে তাই এখানে অঘটন ঘটা সাভাবিক এই জন্য এতো পাহারা।তবে ভেতরে যেতেই দেখি সেখনে মাদক বিক্রি করছে তাও পুলিশ এর সামনে।

IMG20221019170254.jpg


IMG20221019170702.jpg

এটা দেখে সত্যি চমকে গেলাম আগে মানুষ এর মুখে শুনতাম আজ নিজেরা দেখলাম। আমার মনে হয় একমাত্র লালন শাহ এর মেলা হলো এমন একটা মেলা যেখানে পুলিশ পাহারাই মাদক সেবন করা হয়।তো সেখানের ছবি তুললাম না আমরা এগিয়ে গেলাম।বিভিন্ন দোকান এসেছে গড়ম গড়ম জিলাপি, খুরমা খেজুর এছাড়াও পছন্দের আইসক্রিম। তো আমি এবং আমার বন্ধুরা মিলে আইসক্রিম এর দোকানে গেলাম।


এরপরে সেখান হতে সবাই একটা করে আইসক্রিম কিনলাম এবং খেতে থাকলাম।এরপরে খাওয়া শেষ করলাম।আইসক্রিম টা স্টেট বিক্রি করছিলো খেতে বেশ দারুন লাগছিল।আইস ক্রিম খাওয়া শেষ করে আমরা আবার ঘুরতে শুরু করলাম।সামনে বাধলো একটা আচার এর দোকান সেখানে দারিয়ে দেখছিলাম তারা আমার নাম না জানা ফলের আচার বানিয়ে বিক্রি করছে দারুন লাগছিলো দেখতে।তো আজ এই অবদি আবারো শেয়ার করবো অন্য পোস্টে সবাই ভাল থাকবেন ধন্যবাদ সবাইকে।


কুষ্টিয়া, বাংলাদেশ।

ডিভাইস :oppo a5s

Sort:  
 2 years ago 

ভাইয়া লালন মেলায় আপনার প্রথম পর্বটি আমার দেখা হয়নি কিন্তু দ্বিতীয় পর্ব দেখে বেশ ভালো লাগলো। তবে আপনার মত আমিও বেশ অবাক হলাম যে পুলিশের সামনে মাদক বিক্রি হচ্ছে মাদক ক্রয় হচ্ছে। এটার জন্য কোন পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু এটার বিরুদ্ধে পদক্ষেপ নিবে না সরকার থেকে ৩ দিনের নির্দেশ যা খুশি করবে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লালন শাহের মেলা ঘোরাফেরা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। একদম ঠিক বলেছেন ভাই একমাত্র লালন শাহের মেলা আছে যে পুলিশ পাহারা দিয়ে মাদক সেবন করা হয়। আমাদের গ্রাম থেকেও অনেক লোক গিয়েছিল লালন শাহের মেলা দেখতে। মাদক বিক্রি করা হয় তা পুলিশের সামনে এই কথাটি একদম ঠিক।

 2 years ago (edited)

ধন্যবাদ ভাই

সত্যি আশ্চর্যের ব্যাপার পুলিশ পাহারায় মাদক সেবন করছেন।আপনি ঠিকই করেছেন সেখানে বেশিক্ষণ না থেকে ছবি তুলে। আপনার লালন মেলায় প্রথম পর্বটা আমি মিস করে গিয়েছি ।আর হ্যাঁ আমার লালন মেলায় কখনো যাওয়া হয়নি। কোনদিন যাব নিশ্চয়ই। সুন্দর সময় কাটিয়েছেন লালন মেলায় আপনার বন্ধুদের সাথে ছবি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু

 2 years ago 

যদিও এ বছর লালন মেলায় যাওয়া হয়নি তবে আপনার এই পোষ্টের মাধ্যমে লালন মেলার কিছু দৃশ্য দেখতে পারলাম। এই মেলার মূল আকর্ষণ থাকে মাদকের উপরে প্রায়। তবে এটা আমার কাছে মোটেও ভালো লাগে না আর আপনি দেখেছেন পুলিশের সামনে মাদক বিক্রি আসলে এর মতন নিচু শ্রেণীর কাজ হয়তো আর কোথাও নেই। এরকম মাদক বিক্রি সেটা যদি কোন প্রশাসনিক লোকের সামনে হয় তাহলে এটা খুবই লজ্জা জনক। যাই হোক বন্ধুদের সঙ্গে খুবই চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

জি ভাই লজ্জা জনক তো বটেই।ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া, লালন মেলাতে আপনারা দারুন সময় কাটিয়েছেন।আসলে যেকোনো মেলায় গরম গরম জিলিপি খেতে বেশ মজা লাগে আমার ও ।তাছাড়া এখন যেহেতু ঠান্ডা চলে এসেছে তাই আইসক্রিম খাওয়াটা উচিত নয়।যাইহোক পুলিশের সামনে মাদক বিক্রি হচ্ছে আসলেই এটা বেআইনি।এইসব পুলিশগুলি দেশের জন্য ও ক্ষতিকর, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু ওখানে এটার জন্য লাইসেন্স করা লাগে এক মাত্র লালন মেলাতেই এটা করা হয়।

 2 years ago 

লালন শাহের মেলায় পুলিশের সামনেই মাদক বিক্রি হওয়ার ব্যাপারটি শুনে বেশ অবাক হলাম। সেখানে লালনের ভক্তরা নেশা করে সেটা শুনেছি তবে পুলিশের সামনে মাদক সেবন করার ব্যাপারটি প্রথম শুনলাম। তবে যাই হোক লালন শাহের মেলায় গিয়ে আপনারা অনেক আনন্দ করে ঘোরাঘুরি করেছেন জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ভাই প্রকাশ্যে মাদক বিক্রি মানে পুলিশের সামনেই এটা।ধন্যবাদ

 2 years ago 

মেলাতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় গড়ম গড়ম জিলাপি, খুরমা খেজুর এছাড়াও পছন্দের আইসক্রিম।বোঝা যাচ্ছে আপনারা অনেক মজা করেছেন। আপনার আনন্দময় মুহূর্ত গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেউ ধন্যবাদ এবং শুভ কামনা।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63658.03
ETH 3299.99
USDT 1.00
SBD 3.90