সব শেষে হাসি🙂steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

হেলো বন্ধুরা

1000085933.jpg

এখান থেকে


সবাই কেমন আছেন।আশা করি সবাই বেশ ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি।চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ টা হবে অনেক দিন গ্যাব দিয়ে কাজে ঢোকার অনুভূতি এবং কেনো এতোদিন ছিলাম না সেই প্রসঙ্গে তাহলে চলুন শুরু করি।


আসলে পরিবার এমন একটা গাছ যার কোনো একটা শেকর যদি আঘাত পায় তখন সেই আঘাত পুরো পরিবারে গিয়ে লাগে।অর্থাৎ কষ্টটা পুরো গাছে লাগে।তেমনি এক নিশ্চুপ কষ্ট আমাকে গত কয়েকমাস যাবত কুরে খাচ্ছে জানিনা আল্লাহ তায়ালা কি করেন।বাবাকে হারানোর পরে যখন পরিবারের হাল ধরলাম অল্প বয়স আর্থিক ভাবে খুব একটা সাবলম্বী না।


বাবার চিকিৎসায় আগেয় ব্যায় করেছে অনেক।যেটুকি ছিলো সাংসারিক জীবনে লেগেছে।গত ইদের পর থেকেই আমার ছোট বোনটার শরির খারাপ হতে থাকে ডাক্তার দেখিয়েছি ডাক্তার কোনো রোগ পাইনা সব সাভাবিক থাকলেও সে অসুস্থ। শেষ একজন হুজির কে দেখায় তিনি জ্বীনের ভয় বা জাদূর কথা বললেন।আসলে জাদুতে আমি বিশ্বাস করি কারণ জাদু করা যায় বিভিন্ন মাধ্যমে।তো তার চিকিৎসা চলছে এটা আসতে আসতে ঠিক হবে।টাকা পয়শা অনেক প্রয়োজন এদিকে নিজের সঞ্চয় খুব বেশি ছিল না।


শেষ অবদি নিজের স্টিম থেকে পাওয়ার ডাউন দিয়েছে পাওয়া ২৫ হাজার টাকার মতো সেটাও তার পেছনে খরচ সব শেষ বোনটা সুস্থ হলে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।আসলে এই টেনশনে কাজের প্রতি মনোযোগী ছিলাম না।আশা করি এখন নিয়মিত পাবেন আমাকে।আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই এই সমস্যা যেনো দ্রুত শেষ হয়।


সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে।আবারো আপনাদের সাথে আড্ডা দিত পারবো।




আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

daily task🚀

1000085934.jpg

1000085935.jpg

 11 months ago 

আপনি ঠিক বলেছেন পরিবারের একজন অসুস্থ হলে আসলে ভালো লাগে না। তবে টাকা লাগলেও আপনার বোন এখন সুস্হ হয়েছে জেনে অনেক ভালো লাগলো। দোয়াকরি আল্লাহ সব দিক থেকে আপনাকে ভালো রাখুক। ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনাকেউ ধন্যবাদ আপু।