THE DIARY GAME : 16-08-2020 /SUNDAY
আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমি এটা আমার THE DIARY GAME এর ১৪ তম পোস্ট লিখতেছি। আজকের দিনটি আমার ছোট ছোট কাজ আর অনুশীলনের মধ্য দিয়ে গেছে । আজকের দিনটি মোটামুটি স্বাভাবিকই কেটেছে বলা যায় । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
সকাল
আজকে আমি ভোর ৪ টা ৪০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে অজু ফজরের সালাত আদায় করি । তারপর স্টিমিটে ঢুকি । স্টিমিটে ঢুকে নোটিফিকেশন চেক করি এবং কিছু পোস্ট পড়ে সেগুলোতে ভোট দেই ও কমেন্ট করি । এরপর ইন্সটাগ্রামে কিছুক্ষণ ঘুরাফের করি । তারপর ফেসবুক ও ইউটিউব ব্রাউস করতে থাকি । এরপর ইউটিউবে কিছু ভিডিও দেখি । আমি সাধারণত টেকনোলজি বিষয়ের আর শিক্ষামুলক ভিডিও বেশি দেখি । যেমন, বিভিন্ন টিউটোরিয়াল । তারপর আমি সকালের খাবার খেয়ে নেই । সকালের খাবারে আজ খুদের ভাত ছিল । সাথে আরো ছিলো শুটকির ভর্তা । এটা আমার কাছে অনেক মজা লাগে । তারপর আমি আবার ঘুমিয়ে যাই । গতরাতেও ঘুমটা খুব কম হয়েছে । রাতে ঘুম আসে না তারাতারি আর । রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে ।
তারপর আমি ঘুম থেকে উঠি আমি সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে । ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমি আবার কিছুক্ষণ ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখি । তারপর আমি একটা আইপিএস এর সার্কিট তৈরি করি । এরপর একটা রিলে চেঞ্জওভার সুইচ তৈরি করি । এটা দিয়ে জেনারেটর এবং লাইনের বিদ্যুৎ স্বয়ংক্রিয় চেঞ্জ হয় । অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের লাইন চালু হবে আর বিদ্যুৎ আসলে জেনারেটরের লাইন বন্ধ হয়ে লাইনের বিদ্যুতে চলবে । সার্কিট তৈরির কাজ শেষ করে আমি আবার স্টিমিটে ঢুকে কিছু পোস্টে ভোট দেই আর কমেন্ট করি ।
তারপর গোসলের জন্য যাই এবং গোসল শেষ করি ।
দুপুর
গোসল শেষে জোহরের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমি দুপুরের খাবার খেয়ে নেই । আজকের দুপুরের খিচুরি রান্না করেছিলো আম্মু । কারণ হালকা বৃষ্টি ছিলো বাইরে । সব মিলিয়ে পরিবেশের সাথে মিলে গেছে স্বাদ টা । খিচুরি রান্না হয়েছিলো গরুর মাংস দিয়ে । খাওয়া শেষে আমি শুয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করি । তারপর অনেক্ষণ ইউটিউবে টিউটোরিয়ালের ভিডিও দেখি । তারপর আমি কম্পিউটার চালু করে ওয়েব ডিজাইনের কাজ অনুশীলন করি এবং আমার প্রোটফলীয় তৈরি করি ।
এসব করতে করতে আসরের আজান দিয়ে দেয় । আজান দিলে অযু করে সালাত আদায় করে নেই । সালাত শেষ করে আমি আবারো ওয়েব ডিজাইনের কাজ করতে থাকি । কাজ শেষ করে আমি আম্মুর বানানো আমের আচার খাই । আমের আচার আমার কাছে অনেক মজা লাগে ।
খাওয়া শেষে আমি বাজারে চলে যাই এবং সেখানে মাগরিবের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমি একটা দোকান থেকে কিছু সোল্ডারিং লিড ক্রয় করি । কারণ আমার লিড শেষ হয়ে গেছিলো । তারপর আপুকে ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে বাসায় চলে আসি ।
রাত
বাসায় এসে আমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং ফেসবুকে চ্যাটিং করি ও আবার স্টিমিটে ঢুকে কমেন্টের রিপ্লাই দেই । তারপর কিছুক্ষণ স্টিমিটে ঘুরাফেরা করি । তারপর অনেক্ষণ গেম খেলি কম্পিউটারে । অনলাইন গেম হওয়ার কারণে বার বার নেটওয়ার্ক সমস্যা করতেছিলো ।এক বন্ধুর সাথে অনেক্ষণ মাল্টিপ্লেয়ার খেলার পর কম্পিউটার বন্ধ করি এবং রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে ভাত, শুটকির তরকারি ও দুধ ছিলো । খাওয়া শেষে আমি আবার ওয়েব ডিজাইনের কাজ করতে বসি এবং কাজ করতে থাকি । আমি মুলত আগের একটি ওয়েব সাইট কে নতুন করে বুস্ট্রাপ ব্যবহার করে তৈরি করি । তারপর রাতে সাইটটিকে রেস্পন্সিভ করি । যাতে এটি যে কোন ডিভাইজের স্ক্রিন সাইজ অনুযায়ী সেট হয়ে কোন কন্টেন না ভেঙ্গে গিয়ে ।
ওয়েব সাইটের কাজ শেষ করে ঘুমানোর জন্য আগেই বিছানা গুছিয়ে মশারি টানিয়ে রাখি । এরপর কম্পিউটার চালু করে পোস্ট টা লিখতে বসলাম । পোস্ট লিখা শেষ হলে পাবলিশ করে আমি ঘুমিয়ে যাবো । সবার সু-স্বাস্থ কামনা করে আমার লিখা শেষ করলাম ।
তো এভাবেই বিভিন্ন কিছুর ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।
About Me
Name: | Ashik |
---|---|
Age: | 20 |
Occupation: | Student |
Location: | Bangladesh |
Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.
Great diary post, Keep posting every day.
nice to see your work. be patient and continue your woke .
Thanks for being with us and #thediarygame
Love from Steem Bangladesh Community
You are doing very well. It's good to see the progress you have made in web-design.
#onepercent
#bangladesh
greeting from @tarpan