সংকর ছাতার রিভিউঃ

in CoPi2 years ago

সংকর ছাতাঃ

বৃষ্টির এই দিনে ছাতা যে আমাদের কতো প্রয়োজনীয় একটা জিনিস সেটা বলে বোঝানো যাবে না। বৃষ্টির দিনে আমরা সবাই কম বেশি বাহিরে যাই, এই সময় যে কোন সময় বৃষ্টি চলে আসতে পারে, আর সে জন্য আমাদের দরকার একটা ছাতা কিন্ত ছাতা হলেই হবে না, আমাদের কাছে থাকতে হবে একটা ভালো মানের ছাতা, যেটা দিয়ে আমরা আসলেই ঝড়, বৃষ্টি এবং রোদের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারবো। সব ছাতাই কিন্ত আমাদের এই সব প্রতিকুল আবহাওয়া থেকে আমাদের সুরক্ষা দিতে পারে না। আর এই কাজটা যে ছাতাড়ি খুব সহজেই করতে পারে সেটা হচ্ছে সংকর ব্রান্ডের ছাতা। এই ছাতাটি একটি উন্নতমানের ছাতা যেটা আমি ব্যবহার করে বুঝতে পারছি। আমি নিজে সংকর ব্রান্ডের ছাতা ব্যবহার করে এর সুবিধা বুঝতে পারছি, এটি বাজারের অন্যান্য কোম্পানির ছাতা থেকে সম্পুর্ণ আলাদা একটা ছাতা।

image.png
image source

সংকর ছাতার বৈশিষ্ট্য ও সুবিধাঃ

১. কোম্পানিঃ অরিজিনাল চায়না
২. ব্রান্ডঃ সংকর
৩. অনেক হেভি একটা ছাতা।
৪. টেকসই কাপড় ও কালার।
৫. অটো খোলে এবং বন্ধ হয়।
৬. ১০ টি সিক দিয়ে তৈরি।
৭. গ্লাসি ফ্যাবরিক্স।
৮. সহজে বহনযোগ্য।
৯. বিভিন্ন কালারের পাওয়া যায়।
১০.ছাতার উপর নির্ভর করে দাম।

image.png
image source

সংকর ছাতা দেখতে যেমন সুন্দর, ব্যবহার করতে ও তেমনি। ঝড়, বৃষ্টি এবং রোদ যে কোন আবহাওয়ায় আমি এই ছাতাই ব্যবহার করছি।
বক্স কভার থাকায় আমি সহজেই এটাকে বহন করতে পারি।

আমার ব্যবহারের উপর ভিক্তি করে ছাতাটির একটি রিভিউ দেওয়া হলোঃ

গুনগত মানঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ ★★★★(৪/৫)
দামঃ ★★★★(৩.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃

আমার চুড়ান্ত রিভিউ রেটিংঃ
★ ★ ★ ★ (৩.৮/৫)

Sort:  

This post has received a 100.0 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55