Review for Gliter Aniti Bacterial Dish Washing liquid(500ml)

in CoPi2 years ago

Gliter Aniti Bacterial Dish Washing liquid(500ml):

রান্না ঘরের যাবতীয় জিনিস পত্র পরিষ্কার করার কাজে আমরা অনেক ধরনের পাউডার, সাবান, ছাই এবং লিকুইড জাতীয় উপাদান ব্যবহার করে থাকি। আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমরা সব সময়ই ভালো বলতে ব্রান্ডকেই খুজি এবং ভালো দামে কিনতে হবে এমনটিই বুঝে থাকি। কিন্তু ব্রান্ড ছাড়া এবং কম দামে ও যে ভালো প্রোডাক্ট পাওয়া যায় এই বিষয়টা ও বুঝতে হবে। তো আমি আমার বাসার বাসার হাড়ি পাতিল পরিষ্কার করার জন্য দামী ব্রান্ড না কিনে অখ্যাত এবং অপরিচিত ব্রান্ড Gliter Aniti Bacterial Dish Washing liquid প্রোডাক্টটি কিনে আনলাম। প্রোডাক্টটি কয়েকদিন ব্যবহার করার পর মনে যে, অখ্যাত ব্রান্ডের হলেও প্রোডাক্ট ভালো। তাই প্রোডাক্টটি নিয়ে কিছু লিখব ভাবলাম।

IMG_20220721_085024_963.jpg

ছবিঃ Tecno pouvoir 4

প্রোডাক্টটি সম্পর্কে কোন ওয়েবসাইট তেমন কিছুই লিখে নাই, কিন্ত আমি বাস্তবে ব্যবহার করে ভালো-মন্দ যেটা বুঝলাম সেটা হলো-

বৈশিষ্ট্যঃ
ব্রান্ডঃ গ্লিটার।
প্রোডাক্টঃ ডিশ ওয়াশিং।
প্রোডাক্টের ধরনঃ লিকুইড।
দামঃ ১২০ টাকা।

সুবিধা-
১. প্রোডাক্টটি আসলেই ভালো একটি প্রোডাক্ট।
২. ১০০% থালা-বাসন পরিষ্কার করে।
৩. হাতের কোন ক্ষতি হয় না।
৪. অল্পতেই অনেক পরিমান ফেনা হয়।
৫. ৫০০ মিঃ লিঃ লিকুইডের সাথে ২৫০ মিঃ লিঃ রিফিল লিকুইড ফ্রি।
৬. বোতল এবং লিকুইড দুই ভাবেই পাওয়া যায়।

রিভিউ রেটিংঃ
গুনগত মানঃ ★★★★ (৪/৫)
কার্যকারিতাঃ ★★★★(৪/৫)
দামঃ ★★★★★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
চুড়ান্ত রিভিউ রেটিংঃ
★ ★ ★ ★ (4.৫/৫)

IMG_20220721_085041_621.jpg

ছবিঃ Tecno pouvoir 4

সুতরাং আমার মনে হয়, আমরা শুধু ব্রান্ডের পিছনে না ঘুরে মাঝে মাঝে ননব্রান্ডের কিছু জিনিস ব্যবহার করে দেখতে পারি। কারণ শুধু ব্রান্ড হলেই যে ভালো- হবে এরকম নয়। ব্রান্ড ছাড়া ও অনেক সময় ভালো জিনিস পাওয়া যায়।

Sort:  

You got a 41.61% upvote from @dkpromoter!


Get Daily Return by delegating to the bot and earn a passive income on your spare SP while helping the Steem Community


500 SP 1000 SP 2000 SP 5000 SP 10000 SP 20000 SP

I use the products. My rating for Glitter dish washing liquid is
★ ★ ★ ★ (4/5)