Review for Long Frock for girls:

in CoPi2 years ago
শিশুদের পোশাক কেনার ক্ষেত্রে আমাদের অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হয়। যেমনঃ আমরা কি কাপড়ের পোশাক কিনব, কি কালারের পোশাক কিনব ইত্যাদি। বাচ্চাদেরকে সব সময় সুতি কাপড় এবং হালকা কালারের পোশাক পড়ানোই উত্তম বলে আমি মনে করি। আজ আমি মেয়ে বাচ্চাদের লং ফ্রগ নিয়ে একটা রিভিউ লিখলামঃ

f870b5355f17e44c4115a3f924b9c6f0.jpg_.webp

পোশাকের বিবরনঃ
ড্রেসের নামঃ মেয়েদের লং ফ্রগ।
জেন্ডারঃ মেয়ে।
রঙ: বিভিন্ন কালারের হয়।

পোশাকটির সুবিধাঃ
খুব উচ্চ মানের কিন্তু খুব সস্তা দাম.
খুব আরামদায়ক.
প্রধান উপাদান: তুলা।
১০০% রপ্তানি গুণমান।
সাইজ-1-2 y, 3/4 y, 5/6 y, 7/8 y, 9-10 y।
উপরের অংশের রঙ- লাল, কালো, আকাশী এবং নীচের অংশ- বহুবর্ণ হয়ে থাকে।

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
পোশাকের মানঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ★★★★(৪/৫)
দামঃ ★★★★★ (৫/৫)

প্রতিটি মানুষের উচিত যে কোন প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্টটি সর্বদিক যাচাই-বাছাই করে তারপর ক্রয় করা, আর এই যাচাই-বাছাইয়ের অন্যতম মাধ্যম হচ্ছে প্রোডাক্টটির রিভিউ দেখে কেনা।

Sort:  

This post has received a 51.52 % upvote from @boomerang.