Review for Matador i-ten dust free eraser:

in CoPi2 years ago
আমরা আমাদের সোনামণিদের লেখাপড়া করানোর জন্য জীবনের শুরুতেই পেন্সিল দিয়েই লেখানো শেখাই। কারণ কলম দিয়ে লিখলে মোছার কোন উপায় থাকে না। শিশু যখন জীবনের শুরুতে লিখতে শিখে, তখন তার লেখায় অনেক ভুল হয়ে থাকে এই জন্য পেন্সিল ব্যবহার করে থাকে। কিন্তু পেন্সিল দিয়ে লিখলে সেটা মুছে ফেলা যায়। আর এই মুছে ফেলার কাজ যে বস্তুটা দিয়ে করা হয় সেটা হচ্ছে ইরেজার বা মোছার রাবার। দোকানে আপনি অনেক কোম্পানির ইরেজার পাবেন কিন্তু সব ইরেজার কিন্তু ভালো না। তাই আপনাকে ভালো মানের একটি ইরেজার আপনার শিশুকে কিনে দেওয়া অতি জরুরী। আর এই কথা চিন্তা করেই আমি আমার সোনামণির জন্য ব্যবহার করি Matador i-ten dust free eraser।

এই ইরেজারের সুবিধা হচ্ছেঃ

১. এটি অতি সহজে ক্ষয় হয় না।
২. অল্প ঘষাতেই লেখা মুছে ফেলতে পারে।
৩. কোন প্রকার ডাস্ট বের হয় না।
৪. দুটি কালারের পাওয়া যায়।
৫. প্যাকেটে মোড়ানো থাকে, যার কারণে সহজে নষ্ট হয় না।
৬. বিভিন্ন সাইজের পাওয়া যায়।
৭. সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি।

image.png
image source

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★ (৪.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
কোয়ালিটিঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ ★★★★★(৫/৫)
দামঃ ★★★★★ (৫/৫)

রিজেনাবল দামের মধ্যে ভালো একটি ইরেজার, চাইলে যে কেউ এই ইরেজারটা আপনাদের সোনামণিদের জন্য ব্যবহার করতে পারেন। শুধু সোনামণিদের জন্যই নয়, আমরা আমাদের অফিস-আদালত এবং নিজেদের কাজে ও এটি ব্যবহার করতে পারি।

Sort:  
 2 years ago 

তথ্যবহুল রিভিউ,,,, ধন্যবাদ।