সাদা মেঘের ফটোগ্রাফি।

in Incredible India2 years ago

বিসমিল্লাহির রহমানির রহিম।

শুভ সকাল
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ পাকের অসীম রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।
IMG_20230326_140757_1.jpg

IMG_20230326_135516.jpg

IMG_20230326_135506_1.jpg

IMG_20230326_135344_1.jpg

IMG_20230326_135338_1.jpg

IMG_20230326_135311.jpg

আপনারা সবাই জানেন আমরা অনেক কাজের চাপে থাকি যার কারণে কোথাও বেড়াতে যেতে পারে না কিন্তু রবিবারে একটু সময় পেয়ে থাকি সময় পাওয়ার কারণে রবিবারে একটু ফাঁকা মাঠের দিকে বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে কিছু ছবি ধারণ করা আজ আপনাদের সাথে শেয়ার করব।

আমরা চার ভাই একসাথে বেড়াতে গিয়েছিলাম কিন্তু চাইরে ভাই কোন ছবি ওঠাতে পারেনি কারণ রোদ্দুর ছিল তখন অনেক যার কারণে ছবি ধারণ করা হয়ে ওঠেনি কিন্তু কিছু আকাশের ছবি ধারণ করছিলাম যেগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর দেখাচ্ছিলো।

IMG_20230326_131922.jpg

IMG_20230326_131913.jpg

IMG_20230326_131913_2.jpg

IMG_20230326_131904_1.jpg

IMG_20230326_131856_1.jpg

আকাশ গুলো দেখতে এত সুন্দর ছিল যে আকাশের দিকে তাকালে মন ভরে যাবে নীল মেঘের পাশে সাদা মেঘ গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল মনে হচ্ছিলো আকাশ ছিল এক অন্য ভুবনে আকাশ গুলো দেখতে প্রচুর পরিমাণ সুন্দর দেখাচ্ছিলো।

আসলে বাহিরে যাওয়া হয়েছিল কিছু ফটোগ্রাফি করার জন্য আমি আগে ফটোগ্রাফি যেগুলো ব্যবহার করেছে সবকিছুই রবিবারে ওঠানো ছিল লাল শাক এবং করোলা সবজি গুলো রবিবারের দিনকে আমার উঠানো ছিল সেই দিনটা ছিলো আমার কাছে অন্য আরেকটা আনন্দ দিন।

মালয়েশিয়াতে আসার পরে এই ফাস্ট টাইম আমি কোথাও গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগছিল যাওয়ার পরে বন্ধু জীবন কতটা কষ্টের সেটি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমি।

IMG_20230326_133826_1.jpg

IMG_20230326_133822_1.jpg

ফাঁকে মাঝে মনে হয় আকাশের বুকে হারিয়ে যায় আকাশের নিচে ডানা মেলে উড়তে থাকি এই বন্দে জীবন ভালো লাগেনা পাখির মত যদি উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো।

কত কিছু উপভোগ করতে পারতাম যদি একটু উড়তে পারতাম বা কোথাও বাহিরে ঘোরাফেরা করতে পারলে খুবই ভালো লাগতো নিজেকে এই বন্ধু জীবনে অনেক কিছুই শিখেছে আমাকে যেগুলো আমি হয়তো কখনোই জানতে পারতাম না বাড়ি থাকলে এখানে আসার পরে আমি অনেক কিছু শিখতে পেরেছি বা জানতে পেরেছি।

বন্ধুরা আজ এ পর্যন্ত এ কথাগুলো নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভাল এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে।

DeviceName
AndroidRedmi 9,Xiaomi
Cameraf/2.2 1/25 iso340 3.43mm
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@Md bayezid
Sort:  
 2 years ago 

আপনি অসম্ভব সুন্দর কিছু সাদা মেঘের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট এবং ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন আমার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো।

Loading...

আকাশে যখন মেঘ ভেসে বেড়ায় এবং আকাশের রংটা সুন্দর লাগে, তখন আমিও আকাশের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। কিন্তু এখানে আপনার ফটোগ্রাফি টা অনেক সুন্দর লাগতেছে গ্রামের সঙ্গে আকাশের ফটো দিয়ে ফুটে উঠেছে।

 2 years ago 

খুবই সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসাধারন হয়েছে ফটোগ্রাফি গুলো ৷ কথায় আছে না আকাশের বুকে সাদা মেঘ ৷ আকাশের বুকে যখন মেঘ গুলো ভেসে বেড়ায় আমার মনে হয় যেন মেঘ গুলোকে ধরি ৷ যাই হোক ভাই দারুন সুন্দর ছবি তুলেছেন ৷

ধন্যবাদ ভাই ৷

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনার সাদা মেঘের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের সামনে উপস্থাপনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের সামনে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।