খুবই সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি।
বন্ধুরা আজ আবারো নতুন আরেকটি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আজকের বল আগে কিছু ফুলের ফটোগ্রাফি ফুলটির নাম আসলে আমার জানা নেই কিন্তু ফুলটি দেখতে অপূর্ব সুন্দর দেখতে আমার কাছে অনেক সুন্দর দেখাচ্ছিলো তাই আপনাদের মাঝে সেই সৌন্দর্য থেকে নেয়া কিছু অংশ শেয়ার করবো।
ফুলের বিষয়ে যতই কিছু বলি না কেন সবকিছু কম হয়ে যাবে আমরা সবাই জানি আজ বলবো কিছু কথা ফলটির ফটোগ্রাফি করতে গিয়ে আমার সাথে যে ঘটনাটি ঘটেছিলো তার কিছু অংশ।
কাজের চাপে খুব বেশি বাহিরে যেতে পারি না তবুও রবিবারে একটু সকাল টানে কাজ ছেড়ে দেওয়া হয় কাছ থেকে এসে খুব দ্রুত গোসল এবং রান্নাবাড়া করে বাহিরের দিকে একটু এসেছিলাম বাহিরে বলতে আমাদের যেখানে কাজ করা হয় তার পেছন সাইট তাই দেখতে একটু জঙ্গলের মত।

একা একা গিয়েছিলাম তার ভেতরে নিজের মনের ভিতর একটু ভয় ভয় পানা লাগছিলো কারণ আমি শুনেছি জঙ্গলের ভেতরে নাকি অনেক সাপ থাকে সাপগুলো নাকি বিষাক্ত থাকে এমনি ভাই লাগছিল না কিন্তু সাপের ভয় নিজের মনে একটু গেঁথে ছিলো।

প্রথমে হাঁটতে হাঁটতে আমি বেশ গভীর অঞ্চলে চলে গিয়েছিলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপরও গতিতে ফিরে আসার সময় ফুল গাছটি দেখতে পেলাম আসলে ঘরের ভেতরে বসে বসে নিজেকে অনেক বোর মনে করছিলাম যার কারণে একটু ঘুরতে বেরিয়েছিলাম একা একা।
কথায় আছে অনেক জিনিস আমরা দ্রুত খুজে থাকি কিন্তু চোখের সামনে থাকলে সেই জিনিসটা আমাদের চোখে পড়ে না তেমন আমার সাথেও ঘটেছিলো এই ফটোগ্রাফি করতে গিয়ে।


কারণ ফুলগুলো ছিল একদম মুখের দিকে আমি চলে গিয়েছিলাম ভেতরের দিকে আসার সময় ফুল গুলো দেখে খুবই ভালো লাগছিল বইগুলো যেন দূর হয়ে গিয়েছিল কিছু ফুলের ছবি তুলে আপনাদের মাঝে আজ এই শেয়ার করতে পারছি জানিনা ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগবে।
.jpeg)
আমি আশা করি আজকের ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে নতুন আরেকটি ফটোগ্রাফি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভাল এবং সুস্থ থাকবেন সর্বদাই আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে।
| Device | Name |
|---|---|
| Android | Redmi 9,Xiaomi |
| Camera | f/2.2 1/25 iso340 3.43mm |
| Location | Malaysia 🇱🇷🇱🇷🇱🇷 |
| Short by | @Md bayezid |


















অসম্ভব সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যদিও এই ফুল সম্পর্কে আমার কোন ধারনা নেই তবে ফুলটা দেখে অনেক সুন্দর লাগতেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনি আমাদের সময় অনেক সুন্দর ফটোগ্রাফির ছবি শেয়ার করেছেন আসলে আমার কাছে আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।