মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যে স্বপ্ন গুলো পূরণ হয় না।

in Incredible India2 months ago

মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে যে স্বপ্ন গুলো শুধু স্বপ্ন থেকে যায়। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যে স্বপ্ন গুলো আর কখনো পূরণ হবে না। হয়তোবা আমার মতো আরও অনেক মানুষ আছে তারা শুধু স্বপ্নই দেখে গিয়েছে। হয়তোবা তাদের স্বপ্ন গুলো শুধু স্বপ্নই থেকে গিয়েছে। সেই স্বপ্ন গুলো আর কখনো পূরণ হবে না।

1000041442.jpg

আমি অনেক স্বপ্ন দেখেছিলাম আমি ছোট্ট একটি ঘর তৈরি করব। যে ঘরে আমি আমার বাবা-মা এবং বড় ভাই আমরা সবাই এক সাথে থাকব আমাদের স্ত্রী সন্তান নিয়ে। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো বা সেই স্বপ্ন গুলো শুধু স্বপ্নই থেকে যাওয়ার জন্য রেখেছে। কারণ আমি যে ছোট ছোট স্বপ্ন গুলো দেখে ছিলাম সেই স্বপ্ন গুলো আর কখনো পূরণ হবে না।

যখন একটি ছোট্ট বাড়ি তৈরি করলাম তখন আমার মা হারিয়ে গেলো। যখন মাকে হারালাম ধীরে ধীরে বাবা কেও আমার জীবন থেকে হারালাম। ধীরে ধীরে দুই ভাইয়ের মধ্য দূরত্ব বেড়ে গেলো। বড় ভাই বিয়ে করে তার নতুন করে সংসার তৈরি হলো। মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করে সেও নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকলো। কিন্তু আমার সেই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেলো।

1000041441.jpg

হয়তোবা আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার স্বপ্ন গুলো পূরণ হতো। আজ নিজেকে এক স্বপ্নহীন মানুষ মনে হয়। কারণ আমি যে স্বপ্ন গুলো দেখেছিলাম সেই স্বপ্ন গুলো একটু ও পূরণ হলো না। আমি বাড়ি তৈরি করতে পেরেছিলাম সেই বাড়িটি ছেড়ে দিয়েছি বড় ভাইকে। কারণ যে ঘরে আমার মা থাকতে পারলো না সেই ঘরে থাকার ইচ্ছা আমার নাই।

স্বপ্ন আমরা প্রত্যেকটা মানুষ দেখি কেউ অনেক ছোট ছোট স্বপ্ন দেখে আবার কেউ অনেক বড় বড় স্বপ্ন দেখে। কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না কিছু কিছু মানুষের জীবনে সেই স্বপ্ন গুলো স্বপ্নই থেকে যায়। আজ মনে হলো আমি যে স্বপ্ন গুলো দেখেছিলাম সব কিছু মিথ্যা স্বপ্ন ছিলো। কারণ এই স্বপ্ন গুলো আর চাইলেও কখনো পূরণ করতে পারব না।

1000041440.jpg

আমি চাইলেও আমার মাকে আর কখনো ফিরে আনতে পারব না। তাহলে আমার স্বপ্ন কি ভাবে পূরণ হবে। আমি চাইলেও আমার বাবার নতুন সংসার নিয়ে যে ব্যস্ত আছে সেই ব্যস্ত থেকে আমি কিছুটা সময় নিতে পারব না। তাহলে আমি যে স্বপ্ন গুলো দেখে ছিলাম সেই স্বপ্ন গুলো কি ভাবে পূরণ হবে। আমি চাইলেও আমার বড় ভাইয়ের সেই আগের মতো সময় আর পাবো না। তাহলে আমার স্বপ্ন গুলো কি ভাবে পূরণ হবে।

সব কিছু দেখছি নিরবে ভাবছি এবং এটাই ভাবছি আমার স্বপ্ন গুলো শুধু স্বপ্নই থেকে যায়। কিন্তু আমার বাপ এবং আমার ভাই যে স্বপ্ন গুলো দেখেছে তাদের স্বপ্ন পূরণ হোক। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি তাদের স্বপ্ন গুলো পূরণ করুক। তারা যেনো সব সময় ভালো থাকে এই দোয়াই করে যাবো। আমার স্বপ্ন গুলো শুধু স্বপ্নই থেকে যায়।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...
 2 months ago 

একদম ঠিক কথা প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে ।সব স্বপ্ন পূরণ করা হয় না। কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় তা বাস্তবে পরিণত পায় না। মা বাবা হারিয়ে যাওয়ার পর প্রত্যেক ফ্যামিলিতে হয়তো ভাইয়ে ভাইয়ে দূরত্ব বেড়ে যায়। এটা যে কেন বাড়ে সেটা ভেবেই অবাক লাগে। আপনার সুন্দর পোস্টটি পড়ে ভালো লাগলো ।ভালো থাকবেন।

 2 months ago 

স্বপ্নবিহীন মানুষ আছে বলে আমার মনে হয় না প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো স্বপ্ন অবশ্যই থাকে। আমরা অনেক কই সেই স্বপ্ন পূরণ করতে পারলেও অনেকেই পূরণ করতে পারি না আর যেটা অনেক কারণে হয়ে থাকে।। ধন্যবাদ বাস্তবিক একটি পোস্ট করার জন্য ভালো থাকবেন।।

 last month 

আপনি একদম ঠিক বলছেন মানুষের জীবনের সব স্বপ্ন পূরণ হয় না মানুষ যতটুকু বাঁচে তার চাইতে বেশি স্বপ্ন দেখে তাহলে কিভাবে সেটা পূরণ হবে ‌ মানুষ যদি দুইদিন বাঁচে তাহলে তার ১০ দিনের প্ল্যান থাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।