গতকাল বিকালে একটু ঘোরাঘুরি করার মুহূর্ত।

in Incredible India8 days ago

হালকার ওপর ঝাপসা মনে আনন্দ থাকাটা অনেক জরুরী। আমরা মানুষ জাতি তাই আমাদের মনে বিনোদনের খুব প্রয়োজন আছে। আমরা বিনোদন অনেক ভাবে উপভোগ করতে পারি। হতে পারে কারো সাথে কথা বলে বিনোদন খুঁজে পাই। হতে পারে কোথাও ঘুরতে গিয়ে বিনোদন খুঁজে পাই। হতে পারে বিভিন্ন ধরনের গান বা নাচ দেখে বিনোদন অনেক খুঁজে পাই।

1000054089.jpg

যেহেতু আমরা বাহিরে আছি তাই নাচ গান বা কারো সাথে কথা বলে বিনোদন খুঁজে পায় না। আমি বাড়ি থাকতেও যেটা করলে অনেক বেশি বিনোদন পেতাম এখনো সেটাই করি। কালকে বছরের প্রথম দিন ছিলো এবং কালকে আমাদের কাজ ছিলো না। কারণ পুরো প্রজেক্ট আমাদের বন্ধ ছিলো। সরকারি ছুটি অনেকে এখানে পালন করে। যেহেতু সবাই কাজে যায় নাই তাই আমরাও যায়নি।

1000054090.jpg
অবশ্যই আমার গতো দুই দিন মনটা অনেক খারাপ ছিলো ।অনেকেই হয়তোবা আমার পোস্ট পড়ে জানতে পেরেছেন। আম্মার মৃত্যু বার্ষিকী ছিলো ৩০ শে ডিসেম্বর। সেখান থেকে আমার মনটা অনেক খারাপ ছিলো। নতুন বছর পেয়ে যতটা আনন্দ অনুভব করার কথা ছিলো । তার চেয়ে বেশি মনটা খারাপ ছিলো। যাইহোক গতকাল কে আমাদের কাজ না থাকার জন্য একটি ছোট ভাই আমাকে ডাক দিয়েছিল।

1000054088.jpg

সে বলছিল ভাইয়া আপনি কি ফ্রি আছেন বিকালে আমি বললাম কেনো। সে বলল যদি ফ্রি থাকেন তাহলে বিকেলে আমরা একটু হাটাহাটি করতে যেতাম। আমার মনটা খারাপ ছিলো তাই ভাবলাম যদি একটু হাঁটাহাঁটি করে আসি তাহলে মনটা ভালো হয়ে যাবে। তাই তাকে বললাম সমস্যা নেই তাহলে আমরা বিকালে একটু বের হবো।

1000054091.jpg

সে আমাকে বলল তাহলে আপনারা রান্নার কাজ গুলো সেরে রাখেন। আমিও রুমে এসে সাথে সাথে ক্যান্টিনে চলে গেলাম । গিয়ে সেখান থেকে একটি মুরগি নিয়ে এসেছিলাম। এসে তাড়া তাড়ি রান্না শেষ করে নিয়ে ছিলাম। কারণ বাহিরে যাবো হাটাহাটি করতে একটু আনন্দ অনুভব হয়েছিল নিজের মনে।

1000054093.jpg
এবং আমি আজ কয়েক দিন ধরে শুধু মন খারাপ করে আছি বলে। ঘুরতে যাওয়ার আগ্রহটা যেনো কিছুটা আনন্দ নিয়ে আসে। এবং রান্না শেষ হয়ে যাওয়ার পরে খেয়াল করে দেখলাম বৃষ্টি চলে এসেছে। কিছুটা মন খারাপ হয়ে যায় আমার মনে করলাম মনে হয় আর বাহিরে যেতে পারবো না। এবং সেই ছোট ভাইটি কে ফোন দিয়ে বললাম মনে হয় আর আমরা আজকে বের হতে পারবো না।

তার কিছু সময়ের পরে বৃষ্টি থেমে যায় খেয়াল করে দেখলাম বৃষ্টি হচ্ছে না। তাই সাথে সাথে সেই ছোট ভাইটির কাছে ফোন দিয়ে বললাম আসো গুছিয়ে। আমিও তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম। সে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আমার এখানে চলে আসে। আসার পরে দুই জন হাঁটতে হাঁটতে চলে গেলাম । আমাদের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য।

1000054092.jpg

যেয়ে দুই জনে কিছুটা সেলফি কিছুটা ছবি এবং হাসি মজা করতে করতে আসলে অনেক আনন্দ বিনোদন আমি অনুভব করি। সত্যি মনটা ভালো হয়ে যাই তার সাথে কিছুটা হাসি মজা করে। ঘোরাঘুরি করতে আমি সব সময় অনেক বেশি পছন্দ করি। এবং বিশেষ করে মন খারাপ হলে ঘোরাঘুরি করতে মন চায়। যাইহোক তার সাথে কিছুটা সময় পার করার মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।

এবং আমি আশা করি আপনাদের মনটা খারাপ থাকলে অবশ্যই আপনারা একটু ঘোরাঘুরি করবেন। দেখবেন আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে । এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং মন ভালো রাখতে হলে প্রাকৃতিক দৃশ্য বা সুন্দর পরিবেশ উপভোগ করা উচিত।

1000045708.png

1000046882.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

দাদা আপনি ঠিক কথাই বলেছেন ঘোরাঘুরি করলে মানুষের মন ভালো থাকে। আপনার মতো আমার ও যখন মন খারাপ থাকে তখন আমিও ঘুরতে বের হই। এছাড়াও ঘোরাঘুরি করলে অনেক স্থান সম্পর্কে আমরা জানতে পারি। মন ভালোর সাথে সাথে আমাদের শরীর ও ভালো থাকে।

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।

 8 days ago 

সত্যি ভাই খুব সুন্দর ভাবে আপনার অভিজ্ঞতা শেয়ার করেছেন! মন ভালো করার জন্য প্রকৃতির সান্নিধ্যে থাকা আর ঘোরাঘুরি সত্যিই দারুণ উপায়। আশা করি এমন আনন্দের মুহূর্ত আপনার জীবনে বারবার আসুক।

Loading...
 7 days ago 

আপনাদের জীবনটা একটু অন্যরকম এটা স্বাভাবিক আপনারা চাইলেই কিন্তু বিভিন্ন ধরনের মাছ গানের মাধ্যমে আপনাদের জীবনটা উপভোগ করতে পারেন না সারাদিন ব্যস্ততার পরে নিজেকে একটু সময় দেয়ার জন্য চেষ্টা অবশ্যই করতে হয় সেটা আপনার অব্যাহত রেখেছেন।

তবে আপনারা বাহিরে ঘুরাঘুরির পাশাপাশি বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তও পার করতে পারেন এবং নিজেদের সময়টাকে বন্ধুদের সাথে সঠিকভাবেই ভাগ করে নিতে পারেন যেটা দেখে অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ ভালো থাকবেন।

 3 days ago 

জীবনে কখনো ব্যস্ততা কমবে না এবং হয়তোবা যতদিন বেঁচে থাকবো এই ব্যস্ততা থেকেই যাবে তাই নিজের জীবন উপভোগ করতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটি মানুষের নির্ধারিত ভাবে সময় বের করতে হবে আমি সব সময় যখন সময় পাই তখন উপভোগ করতে চাই প্রাকৃতিক সৌন্দর্য বা বন্ধুদের সাথে সময় কাটানো শুভকামনা রইল সুন্দর মন্তব্য শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 days ago 

একটা কথা কি জানেন তো ভাই সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা চলতে পারি না। আমরা যতই চেষ্টা করি আমাদের জীবনটাকে একটু সাজিয়ে নিতে কিন্তু কেমন যেন সময় হয়ে ওঠে না। তারপরেও ওই সময়টা থেকে নিজেকে কিছুটা সময় দেয়ার মধ্যে আনন্দ আছে। দিনশেষে আফসোস করতে হবে না আমি আমার নিজেকে কিছুটা সময় দিতে পারিনি। এভাবেই নিজের বন্ধুদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। কারণ আপনার বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। বন্ধুদের সাথে সময় কাটালে অন্ততপক্ষে কিছুটা সময় নিজে ভালো থাকতে পারবেন।

 7 days ago 

কোথায় আছে শরীর ভালো তো মন ভালো,, আমাদের মন যদি ভালো থাকে তাহলে আমাদের সবকিছুই ভালো লাগে।। জীবনে বিনোদন না থাকলে হয় না বিনোদনের মাধ্যমে আমরা জীবনকে উপভোগ করতে পারি।। কাজ না থাকলে খুবই চমৎকার ভাবে বিকালের মুহূর্তটা কাটিয়েছেন।।

 4 days ago 

ঠিক কথা বলেছেন মন ভালো থাকলে শরীর ভালো থাকে। এবং বাহিরে ঘোরাফেরা করলে মন তো ভালো হয়ে যায় এমনি। এবং ছুটির দিন উপভোগ করার জন্য বাহিরে গিয়ে কিছুটা সময় পার করেছি এবং এই মুহূর্তটা সত্যি একটি আনন্দের মুহূর্ত ছিলো আমার কাছে।

 4 days ago 

আপনার মন থাকার কারণে একটু বিনোদনের জন্য ঘুরে বেড়িয়েছেন। আপনার এক ছোট ভাইকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছেন, যখন খুব বেশি মন খারাপ থাকে।
বাহিরে বের হলে প্রকৃত পরিবেশের সাথে নিজেকে মিলিয়ে দিলে খানিকটা মন ভালো হয়ে যায়। সেই সাথে কিছু ফটোগ্রাফি তো রয়েছেই নিজেকে বারবার ক্যামেরাবন্দি করে দেখা,,।

বাহিনের পরিবেশের সাথে একটা সংযোগ তৈরি করা নিজের সাথে, সব মিলিয়ে মন খারাপ আর মন খারাপ থাকে না মন ভালো হয়ে যায়। এভাবেই কাটুক জীবনের প্রতিটা মুহূর্ত সে প্রার্থনা করছি।

 4 days ago 

আসলে আমাদের যখন অতিরিক্ত মন খারাপ থাকে। তখন আমরা যদি কোথাও ঘুরতে যাই সত্যি আমাদের মন তখন অনেক ভালো হয়ে যায়। যেহেতু এই দিনটা আমাদের ছুটির দিন ছিলো তাই ছোট ভাই বলছিল কোথাও ঘুরতে যাওয়ার কথা তাই তার কথা শুনে ঘুরতে গিয়ে সত্যি মনটা ভালো হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।