শুধু বিনা লাভে ভালোবাসে বাবা মা, আর কেউ বিনা লাভে ভালোবাসে না আমাদেরকে।steemCreated with Sketch.

in Incredible Indialast year

এই ব্যস্ত শহরে দুঃখের সময় কাউকে পাশে না পেলেও বাবা মাকে সব সময় পাশে পাওয়া যায়, সন্তানের জন্য বাবা-মা তাদের নিজেদের সুখ সব সময় বিসর্জন দিতেও পিছে যায় না।

woman-g78c3d3683_1280.jpg
Source

২০২০ সালে যখন মহামারী করোনা ভাইরাস সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ছিলো সেই সময় স্ত্রী তার স্বামীর পাশে যাওয়ার সাহস পায়নি। বা পাড়া-প্রতিবেশী চাচা ভাই বোন কেউ কারোর পাশে যাওয়ার সাহস পায়নি যদি তাদের শরীরে একটু জ্বর এসে ছিলো।

শুধু একমাত্র পরিবারের মধ্যে বাবা মা এসেছিলো সন্তানের পাশে সন্তান বাবা-মায়ের পাশে না গেলেও সন্তান অসুস্থ হলে বাবা-মা সন্তানের পাশে গিয়ে সেবা যত্ন করেছিলো।

বিনা মূল্যে যদি কেউ আমাদের কে ভালোবেসে থাকে সেই মানুষ আমাদের বাবা-মা, ২০২০ সাল ছিলো আমাদের জীবনে বড় একটি অভিশপ্ত জীবন কে কাকে কতোটা ভালোবাসে সবকিছু প্রমাণ হয়ে গিয়েছিলো ২০২০ সালে।

কেউ যদি একটু কেসে ছিলো তার পাশে যাওয়া যাবে না কেউ যদি একটু ঠান্ডা অনুভব নিয়ে বাহিরে বের হয়েছিলো তাদের পাশে যাওয়া যাবে না কিন্তু বাসায় যাওয়ার সাথে সাথে বাবা-মা তার পাশে গিয়ে সব দেখাশোনা করেছিলো।

করোনার মধ্যে আমার যখন জ্বর এসেছিলো আমার আব্বু এবং আমার আম্মা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলো ডাক্তার আমার গায়ে হাত দিতে রাজি ছিলো না কারণ আমার গায়ে অতিরিক্ত জ্বর ছিলো। তাই আমার বাবা ডাক্তারের সাথে অনেক রাগারাগি করছিলো কারণ সে আমার দেখতে অস্বীকার করছিলো।

mother-g63852617b_1280.jpg
Source

কেউ আমার গায়ে হাত না দিতে চাইলেও আমার বাবা-মা কিন্তু আমার দেখাশোনা করেছিলো তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি বিনা স্বার্থে যদি কেউ আমাদেরকে ভালোবেসে থাকে সে একমাত্র আমাদের বাবা-মা ভাই বোন ও কখনো আমাদের এমন অভিশপ্ত জীবনের সঙ্গী দেবে না।

বাবা মায়ের সাথে যতো রাগ অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় না কেনো কিছু সময় পরে বাবা-মা ফোন দিয়ে একবার আমাদেরকে খোঁজ নেবে কিন্তু অন্য মানুষের সাথে যদি আমরা রাগ অভিমান করে কোথাও চলে যায় আমাদের কিন্তু কেউ খোঁজ নিতে আসবে না।

বাবা মা আমাদের জীবনে অনেক বড় একটি সম্পদ এই সম্পদ একবার হারিয়ে গেলে কখনো ফিরে পাওয়া যায় না অন্য মানুষকে আমরা সব সময় সৎ পরামর্শ দিয়ে থাকি কিন্তু নিজেদের সময় আসলে আমরা সব সময় পিছে থাকি আমরা অন্য মানুষকে বলে থাকি তোমার বাবা-মাকে কষ্ট দিও না কিন্তু দিনশেষে দেখা যায় আমরা নিজেরা বাবা-মাকে ঘর থেকে বের করে দিতে চাই।

বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসে মন থেকে নিজের মনে যদি কোন প্রকার নোংরা না রেখে নিজের বাবা মাকে ভালোবাসা উচিত আমাদের প্রতিটা সন্তানদের বাবা-মা একবার চলে গেলে এই পৃথিবী জুড়ে আমরা আর বাবা মাকে খুঁজে পাবো না।

সন্তানের যত বড় সমস্যা হোক না কেনো সব সময় বাবা-মা সন্তানের পাশে থাকবে এটাই বাস্তব জীবন। তাই আমাদের সব সময় উচিত বাবা-মায়ের পাশে থাকা বাবা-মা যেমন আমাদের বট গাছের ছায়ার মতো পাশে থাকে ঠিক বৃদ্ধ বয়সে তাদেরও বট গাছের ছায়ার মতো আমাদের থাকা উচিত।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...
 last year 

বিনা মূল্যে যদি কেউ আমাদের কে ভালোবেসে থাকে সেই মানুষ আমাদের বাবা-মা, ২০২০ সাল ছিলো আমাদের জীবনে বড় একটি অভিশপ্ত জীবন কে কাকে কতোটা ভালোবাসে সবকিছু প্রমাণ হয়ে গিয়েছিলো ২০২০ সালে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ 2020 সালের সেই অভিশপ্ত দিনটাকে আবার স্মরণ করিয়ে দেয়ার জন্য।

আপনি একদম ঠিক বলেছেন স্বার্থহীন ভালোবাসা, শুধুমাত্র বাবা-মায়ের কাছ থেকেই পাওয়া সম্ভব।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য।

এবং ২০২০ সালে ওই অভিশপ্ত দিনে আমরা অনেক মানুষ অনেক কিছু আবার অনেক কিছু শিখেছি আমাদের জীবনে এমন শিক্ষা নেওয়া দিন ছিলো অভিশপ্ত পাশাপাশি কারণ বিপদে না পড়লে মানুষ কখনো মানুষকে ঠিক ভাবে বুঝতে পারে না।

 last year 

স্বার্থের পৃথিবী ভাই,,,, স্বার্থ ফুরিয়ে গেলে এই পৃথিবীতে কেউ কাহার ও নাই।

আসলে আমাদের এই পৃথিবীটাই স্বার্থপর প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য কাছে আসে! স্বার্থ ফুরিয়ে গেলে সবাইকে যার মত করে চলে যায়! শুধু যদি কেউ থেকে যায় সেটা হচ্ছে বাবা মা।

আপনি আপনার অভিজ্ঞতা থেকে খুব মূল্যবান একটা টপিক আমাদের সাথে আলোচনা করেছেন!২০২০ সালে করোনা ভাইরাস এর মহামারীতে এমন কিছু পরিস্থিতি বা এমন কিছু সময়ের মুখোমুখি আমিও হয়েছিলাম! সে সময় সবাই আমাকে ছেড়ে চলে গেছে,,, কিন্তু আমার মা আমার বাবা আমার সাথে ছিল।

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।

 last year 

সত্যের পৃথিবী কিন্তু শুধু বিনা স্বার্থে থেকে যায় আমাদের কাছে আমাদের বাবা-মা সে স্বার্থ ছাড়া আমাদের পাশে সব সময় সাপোর্ট দিয়ে যায়, যেমন করোনার সময় আপনারও আপনিও কিছু খারাপ পরিস্থিতির মাঝে পড়েছিলেন যখন আপনার বাবা-মা আপনার পাশে এসে দাঁড়িয়েছিল অন্য কোন মানুষ আপনার পাশে এসে সাপোর্ট দিয়ে যায়নি।

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য আমার পোষ্টের মাধ্যমে উপহার দেওয়ার জন্য।

@baizid123,You have written very beautifully about parents. Very good

 last year 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য প্রদান করার জন্য।