মানুষের সফলতা দেখে হিংসে করা ঠিক নয়।

in Incredible Indialast month

হিংসা পতনের মূল হিংসা করে মানুষ কখনো সামনে এগিয়ে যেতে পারে না, হিংসা করে মানুষ কখনো সুখে থাকতে পারে না, অন্য মানুষের সফলতা দেখে কখনো হিংসা করা ঠিক নয়, নিজে পরিশ্রম করে নিজে সৎ পথে পরিশ্রম করে সফলতা হয়ে দেখাতে হবে, তাই বলে অন্য মানুষের সফলতা দেখে কখনো তার সাথে হিংসা করা উচিত না।

1000024330.jpg

মানুষের সফলতার পেছনে তার পরিশ্রম দেখতে হবে শুধু তার সফলতা দেখলে হবে না, যে মানুষটি আজ সফলতা পেয়েছে। যার সাথে আজ আপনি বা আমি হিংসে করছি, সে কখনো এক দিনে এই জায়গায় পৌঁছতে পারেনি, অবশ্যই তাকে পরিশ্রম করতে হয়েছে, তাকে সফলতা আনতে হয়েছে শুধু তার সফলতা দেখে হিংসে করলে হবে না, তার কঠোর পরিশ্রম দেখা লাগবে আমাদের।

অনেক সময় আমাদের চোখের সামনে অনেক সফলতা একজন মানুষ যদি ঘোরাফেরা করে, তখন আমাদের মেনে নিতে কষ্ট হয় আরো যদি সেই মানুষটি হয়ে থাকে কাছের মানুষ, কিন্তু আমরা একটি কথা ভাবি না সে কি পরিশ্রম না করে আজ সফলতা পেয়েছে, অবশ্যই না তাহলে আমার সফলতা বা আপনার সফলতা দেখে আমি কেনো হিংসে করব কেনো মানুষের মধ্যে আজ ভেদাভেদ নিয়ে আসবো।

1000024329.jpg

তার সফলতা দেখে হিংসে না করে তাকে সহযোগিতা করার চিন্তা করতে হবে, সহযোগিতা না করতে পারলে ও তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, দেখবেন সেই মানুষ আরো অনেক সফলতা অর্জন করতে পারবে, তার সফলতা দেখে তার মন খারাপ করে দিয়ে হিংসে করে কোনো লাভ পাবো না, আমরা কিন্তু তার সহযোগিতা না করতে পারলে ও তার পাশে গিয়ে দাঁড়ালে সে অবশ্যই আমাদের কথা মনে রাখবে।

আমরা সবাই একটি কথা জানি বিপদের বন্ধু আসল বন্ধু আর বিপদের সময় আমরা মানুষ চিনতে পারি, যখন ধীরে ধীরে মানুষ একটু উপরে উঠতে চাই তাকে নামিয়ে নেওয়ার মানুষ অনেক আমরা খুঁজে পাবো, কিন্তু তাকে সহযোগিতা করার মানুষ আমরা খুঁজে পাবো না, কষ্টটা তখন লাগে যখন একটু ভালোভাবে থাকতে চাই যদি নিজের আপন জন মানুষ গুলো যদি হাত ছেড়ে দিয়ে চলে যাই, হিংসে করে মাঝ পথে রেখে চলে যায় তখন সবচেয়ে বড় খারাপ লাগাটা কাজ করে।

1000024331.jpg

কিন্তু আমরা যদি সৃষ্টিকর্তার কাছে সৎ থাকি এবং মানুষের মাঝে সৎ পথে চলি তাহলে সৃষ্টিকর্তা একটি না একটি রাস্তা আমাদের দেখিয়ে দেন, যে আপন জন মানুষ গুলো আজ আমাদের হাত ছেড়ে চলে গিয়েছে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু একটি পথ আমাদের অবশ্যই দেখিয়ে দেবে, হয়তোবা টাকা আছে সুখ আছে কিন্তু তারপরে ও নিজের মনে সুখ খুঁজে পাওয়া যায় না যখন মানুষ হিংসে করতে লাগে।

অল্প সময় খানেকের জন্য তার মনের কিছু আনন্দর জন্য আমার সাথে বা আপনার সাথে হিংসে করছে, আজ আমাদের সফলতা দেখে তাতে তার কি লাভ সে কিন্তু কিছু টাকা পাবে না সে কিন্তু ভালোভাবে থাকতে পারবে না শুধু শুধু মানুষের মধ্য মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় কারো সফলতা দেখে নিজের মনে হিংসে রাখা ঠিক নয়।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last month 

আপনার পোস্টটির টাইটেল পড়েই মন ভরে গেলো। যে যার যোগ্যতা ও কষ্ট করে সফলতা অর্জন করে তাই কারো সফলতা দেখে হিংসা করা একদম ঠিক নয়। নিজের যোগ্যতার প্রমান দিয়ে সকলের সামনে মাথা উচু করে বাচতে শেখা উচিত।

ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

একদম ঠিক কথা বলেছেন তার যোগ্যতাই এবং তার পরিশ্রম দিয়ে সে আজ সফলতা হয়েছে তাই বলে তাকে হিংসা করা একদম উচিত নয় আমাদের এবং আমাদের প্রত্যেকটা মানুষের ভাবা উচিত তাদের মতো আমরা পরিশ্রম করে এবং নিজের যোগ্যতা দিয়ে সফলতা অর্জন করতে পারব।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন ভাই মানুষের সফলতা দেখে মোটেও হিংসা করা উচিত না আমাদের ৷ তারা তাদের কষ্টের মূল্য দিয়ে সফলতা অর্জন করেছে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last month 

সফলতা মানুষের গল্প শুনে কিছু শিখতে হলে তার পেছনে পরিশ্রমের গল্প আগে শুনতে হবে তবেই তার কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো তার সফলতা দেখে হিংসা করে নয় হিংসে করে কখনো মানুষ মানুষের কাছ থেকে কিছু শিখতে পারেনা কিছু শিকার হলে তার পেছনে সফলতার গল্প শুনুন।

শুভকামনা রইল আপনার জন্য সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last month 

সফলতাকে হিংসা না করে সে কোন পথ অবলম্বন করে সফল হয়েছে সেটিই আমাদের অনুসরণ করা উচিত। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে পরিশ্রম।আমাদের সকলে সৎ পথে সৃষ্টিকর্তা সফল হওয়ার সুযোগ করে দিন সেই কামনা করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট করার জন্য।

 last month 

আপনার সাথে আমিও সহমত তার পরিশ্রম এবং সে কোন পথে সফলতা হচ্ছে সেটা আমাদের অনুসরণ করা অবশ্যই উচিত এবং তাকে প্রশংসা করা উচিত সে যেনো আরো ভালো ভালো কাজ করে সফলতা অর্জন করতে পারে তাকে দেখে হিংসা করে নয়।

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভালো এবং সুস্থ থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

একদম বাস্তব সত্যি কথা মানুষের, সফলতা দেখে কখনো হিংসা করা উচিত নয় আপনার পোস্টটি পরে বেশ ভালো লাগলো,,
আমাদের সবার মাঝে যদি এই চিন্তা তারা থাকে তাহলে সমাজে কোন বাধা-বিপত্তি থাকবে না।।

 last month 

একটি মানুষ সফলতা হয় তার নিজের পরিশ্রম দিয়ে পরিশ্রম করলে প্রত্যেকটা মানুষ সফলতা হতে পারে অন্য মানুষের সফলতা দেখে হিংসা করে কোন লাভ আমরা খুঁজে পাই না তাই তার সফলতা দেখে হিংসা না করে তাকে প্রশংসা করা উচিত। ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 last month 

বর্তমান সময়ে আমাদের সমাজে যে মানুষগুলো বসবাস করে। তাদের মধ্যে হিংসে অনেক বেশি একজনের সফলতা দেখলে, আরেকজন হিংসে জ্বলে যায়। এটা একেবারেই বাস্তব। কিন্তু হিংসা করা কতটা সঠিক, এটা হয়তোবা তারা বুঝতে পারে না হিংসা করা মোটেও ঠিক না।

কেউ যদি তার জীবনে কষ্ট করে পরিশ্রম করে সফলতা অর্জন করে। তাহলে অবশ্যই তাকে বাহবা দেয়া উচিত। কিন্তু বর্তমান সময়ে বাহবা দেয়া তো দূরের কথা। সেই মানুষটাকে কিভাবে তার সফলতার পথ থেকে সরিয়ে নিয়ে আসবে। সেই চিন্তা নিয়ে মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 last month 

মানুষের সফলতা দেখে যে সকল মানুষ হিংসে করে বা তার সফলতা দেখে তাদের মনে আসে কিভাবে তাকে সফলতা থেকে নিচে নামিয়ে আনা যায় তারা কখনো সুখে থাকতে পারে না তাই মানুষকে হিংসে না করে ভালোবাসতে হবে আমাদের এবং তাকে সহযোগিতা করতে হবে তাহলে সে জীবনে আরও বেশি উন্নত করতে পারবে।

যাইহোক মনোযোগ সহকারে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last month 

কুব সুন্দর কথা লিখেছেন যে, মানুষ এর সফলতা দেখে হিংসা করা উচিত না।কিন্তু আমাদের মাঝে বেশির ভাগ মানুষ এটাই করে থাকে আর তাকে কিভাবে টেনে নিচে নামানো যায় সেই চেষ্টা করে। অথচ তার এই সফলতা যে একদিনে আসে নাই কিংবা এর পেছনে যে তার অনেক শ্রম আছে সেই চিন্তা করে না।
অথচ উচিত ছিল সে কিভাবে সকল হয়ে আজকে এই পর্যায়ে এসেছে সেটা খুজে বের করে নিজেও সেই পথে চলা।
চমৎকার একটা বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

 27 days ago 

অন্য মানুষের সফলতা দেখে হিংসে না করে তার সফলতার পেছনের পরিশ্রম দেখে নিজেকে গড়ে তুলতে হবে, আমি সব সময় একটি কথাই বলে যাই অন্য মানুষের সফলতা দেখে তার সফলতার গল্প শুনবেন না তার পেছনে পরিশ্রম করার গল্পটি শুনবেন সেখান থেকে আপনি জীবনে অনেক কিছু শিখতে পারবে।

সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 29 days ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অন্যের সফলতায় প্রথমেই হিংসা বোধ করে মানুষ। কিন্তু শুধু প্রিয়জনই নয়, অন্য যেকোনো মানুষের সুখবরে আমাদের আনন্দ বোধ করা উচিত। অপরের ভালো সংবাদ পেলেই হিংসুটে হয়ে ওঠার কিছু নেই।

 27 days ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে খুবই মনোযোগ সহকারে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য, অন্য মানুষের সফলতা দেখে হিংসে করা একদম উচিত নয় আমিও আপনার সাথে সহমত, বরং তাকে সহযোগিতা না করতে পারলেও তাকে উৎসাহ দেওয়া উচিত সে আরো জীবনে অনেক ভালো কিছু করে আমাদের সামনে দেখাবে।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 59244.49
ETH 2977.21
USDT 1.00
SBD 3.77