Lock phone by time

in #video6 years ago

বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি লক অ্যাপ শেয়ার করব, যার মাধ্যমে আপনি টাইম দিয়ে লক করে রাখতে পারবেন। মনে করেন এখন দশটা দশ বাজে তো আপনার ফোনের পাসওয়ার্ড টি 10:10 হবে।

আবার যখন সময় 10:11 হয়ে যাবে তখন আবার আপনার ফোনের লক কোডটি হয়ে যাবে বা পিন কোড টা হয়ে যাবে 10:11

বন্ধুগণ হয়তোবা অনেকেই অনেক ধরনের লক ব্যবহার করেন আমি বলব যে অবশ্যই আপনার ফোনের মধ্যে এই লক করার অ্যাপটি ব্যবহার করে দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি দেখলেই লক অ্যাপ সম্পর্কে জানতে পারবেন।

ধন্যবাদ

Sort:  

This post has received a 7.4 % upvote from @boomerang.