Use YouTube App Like MX Player

in #video6 years ago

বন্ধুগণ আমরা যারা বর্তমান ইউটিউব ব্যবহার করি সবাই জানি এমএক্স প্লেয়ার এর মতো স্লাইড করে সাউন্ড বাড়ানো কমানো যায় না। কিন্তু আজকে আমি আপনাদের জন্য যে অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব তার মাধ্যমে আপনি চাইলে ইউটিউব অ্যাপ টির মধ্যে এমএক্স প্লেয়ার এর মত স্লাইড করে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, যার ফলে ইউটিউব ভিডিও দেখতে আরও সুবিধা হবে।

কারণ হলো এমএক্স প্লেয়ার এ ভিডিও দেখতে অনেক ভালো লাগে। তো আপনি চাইলে এমএক্স প্লেয়ার এর মত করে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন।

বন্ধুগণ যারা ইউটিউবে ভিডিও দেখেন তাদেরকে বলব অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করে এমএক্স প্লেয়ার এর সিক্রেট ট্রিকস ইউটিউব এর মধ্যে ব্যবহার করুন। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

ধন্যবাদ

Sort:  

This post has received a 9.20% upvote from @swiftcash, thanks to @msg768 🤑

This post has received a 28.89 % upvote from @boomerang.