লাইফ স্টাইল।। বিকেলে পুকুরে মাছের খাবার দেওয়ার অনুভূতি।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (০৪/১১/২০২৪) রোজ: সোমবার।
💞শুভ রাত্রি💞
আপনারা উপরের ছবিতে লক্ষ্য করেন। তাহলে আপনারা দেখতে পাবেন আমি খুব সুন্দর করে আমার হাতে একমুঠো খাবারের ছবি তুলেছি। আর আমার হাতে যে খাবারের ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগাফিড। মূলত এ খাবারগুলো আমরা বড় দোকান থেকে ক্রয় করে থাকি। এগুলো মাসের জন্য খুবই পুষ্টিকর খাবার। এই খাবারগুলো দিলে মাছ যখন খায় তখন অনেকটা অনুমান করা যায় পুকুরে কতটা মাছ হয়েছে। তাছাড়া এই খাবারগুলো মাসের বৃদ্ধির জন্য খুবই উপকারী। তবে মাছগুলো ভালোভাবে চাষ করার জন্য এই ভাষা খাবারের পাশাপাশি ডোবা খাওয়ার দিতে হয়।
![IMG20240901182449.jpg](UPLOAD FAILED)
এবার যদি আপনারা উপরে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার হাতে আরও এক মুঠো খাবার। এই খাবারগুলো মূলত যে কোন মাসের খাবারের মিল থেকে তৈরি করা হয়। এই খাবারগুলো মাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন। কেননা অনেক কিছু ভিটামিন একসাথে মিশ্রণ করে খাবারগুলো মিল থেকে তৈরি করা হয়ে থাকে। গুলো যেকোন মিল থেকে বানিয়ে নিতে হয়। সেই সাথেই এই খাবারগুলো পুকুরে দিলে সেগুলো ভেসে থাকে না অর্থাৎ এগুলো পানিতে ডুবে যায়। যে কারণে খাবারগুলো মাটিতে মিশে গিয়ে আরো পুষ্টিকর খাদ্য হয়ে যায়। তাই মাছ বৃদ্ধির জন্য এবং মাসের বৃদ্ধি সাধন করতে হলে অবশ্যই ডোবা খাবারের প্রয়োজনীয়তা আছে। আমি যখন পুকুরে ডোবা খাবার দিয়েছিলাম ঠিক ওই মুহূর্তেও করে ছবিটি আমার ফোনে ধারণ করি। তাছাড়া বিকেলের কিছু মুহূর্ত এভাবে পুকুর পাড়ি দিয়ে মাছের খাবার দিতে দিতে সময়টা পার করতে পেরে খুবই ভালো লাগে। এরই মধ্যে যে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারি । সত্যিই এটা খুবই আনন্দের।
আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। তা ইতিমধ্যে আপনার আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলে আমি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছি। আসলে বিকেলের কিছু মুহূর্তে পুকুর পাড়ে গিয়ে মাছের খাবার দিতে খুবই ভালো লাগে। বিকেলের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে। শুধু তাই নয় পুকুর পাড়ে গেলে খুবই ভালো লাগে। পুকুরে সেই সাথে বিকেলে পরিবেশটা বেশ ভালোই লাগে। আমি মাঝেমধ্যে পুকুরে যাই। এতো কিছুদিন আগেই পুকুরে গিয়েছিলাম। আসলে পুকুরপাড়ে গিয়ে নিজে মাছের খাবার দেয়ার অনুভূতির মজাই আলাদা। তাছাড়া পুকুর পাড়ে খাবার দিতে গেলে দৃশ্যগুলো একদম খুব কাছ থেকে দেখা যায়। তাছাড়া আমাদের এলাকায় কমবেশি সকলের পুকুর রয়েছে। এমনকি আমাদের এলাকা মৎস্য চাষে অনেক উন্নতি। প্রতিবার আমরা পাঙ্গাস মাছ সহ তেলাপিয়া এগুলো চাষ করে থাকি। বিকেল বেলায় মাঝেমধ্যে পুকুরে খাবার দিতে গেলে ভালো লাগে। তাছাড়া মাছের খাবার দিতে হয় দুই সময়ে। প্রথম হচ্ছে সকালে এবং দ্বিতীয় হচ্ছে বিকেলে। তাছাড়া মাছ এই দুই সময় খুব ভালো খাবার খেতে থাকে। তো পুকুর পাড়ে গিয়ে যে জিনিসটা হয়ে থাকে। পুকুরে মাছালে যেতে না যেতে মাছগুলো খুব কাছে চলে আসে। এরপরে খাবার দিতে মাছগুলো সব এক জায়গায় এসে খাবার খাই এটা দেখতে খুবই ভালো লাগে। আর আমি পুকুরে খাবার দেওয়ার পর পরেই উপরের ছবিটি আমি আমার ফোনে ধারণ করি। আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আমি খুব সুন্দর করে ছবিটি ধারণ করেছি। পুকুরে দুই ধরনের খাবার দেয়া হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ভাষা খাবার অন্ন টা হচ্ছে ডোবা খাবার।
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
পুকুরে মাছের খাবার দেওয়ার দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো ভাই। এরকম দৃশ্যগুলো অনেকদিন দেখা হয়নি। গ্রামের বাসায় গেলে এই দৃশ্য গুলো দেখা হয়। ধন্যবাদ ভাই চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
পুকুরে মাছের খাবার দেওয়ার খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার কাটানোর মুহূর্তগুলো দেখে। আপনার খুব সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ভালো লাগলো আজকের পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আপু।
গ্রামের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগে। বিশেষ করে এত পুকুরের মাছ চাষ দেখলে তো খুবই আনন্দ হবে। যদিও আমাদের গ্রামে খুবই কম এই মাছের চাষ গুলো। কিন্তু আপনাদের মুহূর্তগুলো দেখলে আমার খুব ভালো লাগে। মন চাই যে সেই পুকুরে মাছের খাবার দিতে চলে যাই। আপনি মাছের খাবার দিলেন পুকুরে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
একদম ঠিক বলেছেন আপু।
মাছের খাবার দেওয়ার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করতে দেখে ভালো লেগেছে। প্রত্যেকদিন আমারও দুই বেলা এভাবে মাছের খাবার দিতে হয় ৭টা পুকুরে। যাই হোক অনেকের দেখার সুযোগ মিলে এভাবে পোস্ট করলে।
ভাইয়া আপনি ৭ টা পুকুরে খাবার দেন বিষয়টা জানতে পেরে ভালো লাগছে ধন্যবাদ।
আমিও মাঝে মাঝে আমাদের বাড়ির পুকুরে খাবার দিয়ে থাকি। আমাদের বাড়ির পুকুরেও ছোট পাঙ্গাস রয়েছে। আজকে মাছের খাবার দেওয়ার অনুভূতি দেখিয়েছেন দেখে ভালো লাগলো। তবে পোষ্টের মধ্যে একটু সমস্যা আছে ঠিক করে নিবেন।
বাহ্ খুবই ভালো আপু। তাছাড়া মাছের খাবার দিতে খুবই ভালো লাগে আমার।
আপনাদের দিকে তো অনেকেই মাছ চাষ করে থাকে। তবে বেশিরভাগ মানুষ মনে হয় পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছ চাষ করে থাকে। যাইহোক মাছের খাবার দেওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।