ফটোগ্রাফি।। আমার ধারণা করা কয়েকটি সবজির ফটোগ্রাফি।।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিমেট কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন? আমি @biplob89 বাংলাদেশ থেকে বলছি আজ (১১/১১ /২০২৪) রোজ: সোমবার ।
💞শুভ রাত্রি💞
আজকে আমি আপনাদের মাঝে কি বিষয় পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলে ই সবজি যাতে জিনিস গুলো দেখলে ফটোগ্রাফি না করে থাকে ভালো লাগেনা। আপনার ওপরে যে সবজির ছবিটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের সকলের অনেক চেনা। এটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া। এটি আমি এক ফেরিওয়ালার কাছ থেকে আমার ফোনে ধারণ করেছি।
এবার আপনার উপরে যে সবজির ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের অনেক চেনা। তাছাড়া এটার নাম হচ্ছে শসা। এগুলো খেতে খুবই সুস্বাদ। সেই সাথে এগুলো খেতে খুবই ভালো লাগে। অনেকেই এটা সালাত হিসাবে খেয়ে। এটি দেখা মাত্র ছবি না তুলে থাকতে পারলাম না।
এবার আপনার উপরে যে সূর্যটা ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুষ্টিকার একটি ছবি। এসবজির নাম হচ্ছে সীম। এই সবজিগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাছাড়া এ সবজিতে রয়েছে ভিটামিন সি।
এবার আপনারা উপরে যে সবজিটি দেখতে পাচ্ছেন এই সবজিগুলো কিন্তু অনেকের অনেক প্রিয়। এই সবজিটির নাম হচ্ছে বেগুন। এগুলো দেখে যেন মনে হচ্ছে একদম তর দাদা, তাই ছবিটি ধারণ করেছি। তাছাড়া এগুলো ভেজে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। বেগুন আমার একটি প্রিয় সবজি।
সর্বশেষ আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই সবজিটির নাম আমার সঠিক জানা নেই। তবে আপনাদের যদি কারো জানা থাকা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তাছাড়া এগুলো তরকারি হিসেবে অনেক ভালো। এগুলো তরকারি হিসেবে খেতে খুবই ভালো লাগে। সেই সাথে এটি মার্কস দিয়ে রান্না করলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ।
।
উপরের প্রতিটি ছবিই আমার ফোন থেকে তোলা হয়েছে।
মোবাইল ফোন সম্পর্কিত কিছু তথ্য:-
নাম ➡️ OPPO A15
মডেল ➡️ CPH2185
RAM ➡️ 3.00 GB
ROM ➡️ 32.0 GB
ক্যামেরা Front ➡️ 5MP
ক্যামেরা Rear ➡️ 13MP+2MP+2MP
অ্যান্ড্রয়েড ভার্সন ➡️ 10
আজ এখানেই শেষ করলাম পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।
টেবিল ০১ | টেবিল ০২ |
---|---|
ডিভাইস | OPPO A15 |
পোস্ট তৈরি | @biplob89 |
গাংনী বাজার | লোকেশন |
বর্তমান সময়ে সবজির দাম একটু বেশি। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা সবজি বেশ তাজা মনে হচ্ছে। শেষের সবজি টা কে আমরা ধুন্দল নামে চিনি। অঞ্চল ভেদে হয়তো এগুলোর নাম পরিবর্তন হয়। ভালো লাগলো আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে।
আপু এবার আমি বুঝতে পেরেছি এই সবজি আমাদের এদিকেও ধুন্দুল বলে চিনে থাকে। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ সুন্দর কিছু সবজির ফটোগ্রাফি করেছেন বর্তমান সময়ে সবজির দাম। আসলে বাজারে গেলে বেশ ফটোগ্রাফি করতে ইচ্ছা করে এসব সবজির। ফটোগ্রাফির মধ্যে যেসব সবজিগুলো আছে প্রত্যেকটা সবজি আমার বেশ প্রিয়। ভালো লাগলো আপনার এত সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।
আপনার করা সবজি ফটোগ্রাফি গুলো বেশ হয়েছে। আপনার কোন ছবি ফটোগ্রাফি গুলা আমার বেশ ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া। তবে বানানের দিকে লক্ষ্য রাখবেন ধন্যবাদ।
বাজার থেকে ধারণ করা অনেকগুলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। বর্তমান সময়ে সবজির দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে বাজারে যেতে যেন ভয় করে। শেষের সবজিটাকে সম্ভবত আমাদের এলাকাতে ধুন্দুল বলা হয়ে থাকে।
আপনার মতামতের মাধ্যমে সবজিটির নাম জানতে পেরে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
আপনি বেশ অনেক ধরনের সবজি ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। টাটকা তরতাজ এমন সুন্দর সুন্দর সবজির ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে।
ধন্যবাদ আপু।
শীতকালে এরকম টাটকা টাটকা সবজির ছবি দেখতে খুবই ভালো লাগে। তবে এখনকার সবজি তো সবই ওষুধ দেওয়া তাই আমরা যে খাদ্য খাচ্ছি তাতে বিষের পরিমাণ অনেক বেশি। তবে আপনার দেওয়া ছবিতে কুমড়ো আর শসা এগুলো আমার কিন্তু দেশি মনে হল। লোভনীয় সব ফটোগ্রাফি।
ঠিক বলেছেন ধন্যবাদ।
টাটকা সবজি গুলো দেখে খুবই ভালো লাগলো ভাই। টাটকা সবজি খেতে যেমন ভালো লাগে তেমনি ছবি তুলতে ভালো লাগে। চমৎকার ভাবে ফটোগ্রাফিগুলো করে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও এইরকম টাটকা টাটকা সহজির ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া।বিশেষ করে সিম এর ফটোগ্রাফি অনেক ভালো লাগছে আমার।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা সবজির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আপনি বেশ কিছু সবজির ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি সবজি আমার খুব পছন্দের। এই সবজিগুলো দিয়ে রেসিপি খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে কাঁচা মিষ্টি কুমড়া আমার সবচেয়ে বেশি পছন্দের সবজি। তাছাড়া শসা দেখে তো খেতে ইচ্ছে করছে। আপনি প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।