1000 DAYS OF STEEM— THE DIARY GAME : 07/08/2020 jummah day

in Steem Bangladesh4 years ago (edited)

আসসালামু আলাইকুম
আজ thedairygame এ আমার ৩য় দিন।

@ridoykhan22 আমাকে #thediarygame এ আম্নত্রন জানিয়েছে

আমার নাম বিপ্লব। প্রতিদিনের মতো আজকে আমি আমার সারাদিনের অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত একটি বিস্তারিত রুটিন লিখতে যাচ্ছি। আমি সকাল 11 টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করি। তারপর আমি আমাদের মাঠের উদ্দেশ্যে রওনা দেই।

20200807_120225.jpg

মাঠে গিয়ে আমি আজ ক্রিকেট খেলি। আজ শুক্রবার আমরা শুক্রবার করে আমাদের ক্রিকেট খেলা খেলে থাকি। ক্রিকেট খেলা আমাদের এখন সাপ্তাহিক খেলা হিসেবে পরিণত হয়েছে। কারণ আমি যাদের সাথে ক্রিকেট খেলে তারা প্রায় সবাই কোন না কোন কাজ অথবা ব্যবসার সাথে জড়িত। যার কারনে প্রতিদিনক্রিকেট খেলাটা সম্ভব হয় না।আমরা সবাই মিলে শুক্রবার করে ক্রিকেট খেলে থাকি। আজকে আমরা যে ম্যাচটি খেলেছি সেটাতে ৮ জন ৮ জন করে মোট ১৬ জন খেলি। আমরা যে ম্যাচটি খেলি সেটাতে আমাদের বিপরীত পক্ষ ব্যাটিং করে ৮ ওভারে ৫৯ রানের টারগেট দেয়। পরে আমরা বেটিং এ নেমে ৮ ওভারে ৫০ রান করতে সক্ষম হই।যার মধ্যে বেটিং এ নেমে আমি ৬ বলে ৯ রান করি। যার মধ্যে ১টি ছক্কা এবং ৩ টি সিংগেল রান করি।যদিও আমরা খেলাটি হেরে গেছি তারপর ও অনেক দিন পর খেলে আমি স্বস্তি লাভ করেছি।

20200807_140331.jpg

তারপর আযান দিলে আমরা সবাই খেলা শেষ করে সবাই সবার বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমি গোসল করে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দেই। শুক্রবার হলো ইসলাম ধর্মের একটি পবিত্র দিন। হাদিসে বলা আছে পরপর তিন শুক্রবার কোন মুসলমান যদি কোন কারণ ছাড়া নামাজ নামাজ আদায় না করে তার নাম ইসলাম থেকে কেটে দেওয়া হয়। এবং নামাজ শেষে আমি আমার দুপুরে খাওয়া সম্পূর্ণ করি। দুপুরে খাওয়ার পর আমি বিশ্রামের জন্য বিছানায় যাই। আমি বিকাল 3 টা থেকে 5 টা পর্যন্ত ঘুমাই। ঘুম থেকে উঠলে আসরের আযান দেয়। এবং তারপর আমি আমার আসরের নামাজ মসজিদে গিয়ে আদায় করি। নামাজ শেষে আমার বন্ধু আমাকে ফোন দিলে আমি তার সাথে সাক্ষাত করার জন্য ফাইভস্টার মাঠে যাই এবং তার সাথে বসে আড্ডা দেই।

20200807_175924.jpg

আমরা দুজন মিলে বসে ফুটবল খেলা উপভোগ করি। ফুটবল খেলা আমার অনেক পছন্দের খেলা।আমরা আমাদের হাজী কলোনী ঈদগাহ মাঠে খেলতাম।এখানে আমাদের অনেক বল নষ্ট হয়।কারন আমাদের মাঠ এর আশে পাশে অনেক বাসা এই বাসাগুলোর জানালায় এবং টিন এ লেগে আমাদের অনেক বল নষ্ট হয়। এবং গল্প করে কিছুক্ষণ খেলা দেখার পর আমরা দুই বন্ধু মিলে ভ্যানে করেসৈয়দপুর এয়ারপোর্ট এর দিকে যাই।

20200807_174454.jpg

সৈয়দপুর এয়ারপোর্টে গিয়ে আমরা দুই বন্ধু বসে অনেকক্ষণ পাবজি গেম খেলি। খেলার পর আমরা যখন ফেরত আসে তখন আমরা রাস্তায় পানের দোকান দেখতে পাই।পানের দোকানের সামনে আমরা মিষ্টি পান এবং চা খাই।সে দোকানের পান সৈয়দপুরের মধ্যে বিখ্যাত পান।এই দোকানের মিষ্টিপান খাওয়ার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে ভিড় জমায়।পান খাওয়া শেষ হলে আমরা সন্ধ্যার আজান শুনতে পাই এবং মসজিদে মাগরিবের নামাজ আদায় করি।তারপর আমি এবং আমার বন্ধু দুজনে মিলে তার বাসায় যাই এবং সেখানে গিয়ে আমরা দুজন সন্ধার নাস্তা করি। নাস্তা করার পর আমরা সেখান থেকে চলে আসি আবার ফাইভস্টার মাঠে আসে বসে গল্প করি এবং রাত নয়টা বাজলে আমি সেখান থেকে চলে আসি।

20200807_220021.jpg

তারপর আমি আমাদের মাঠে এসে বড় ভাই এবং বন্ধুদের সাথে বসে লুডু খেলি রাত 9 টা থেকে 11 টা পর্যন্ত। তারপর রাত এগারোটার দিকে আমি আমার বাসায় চলে যাইএবং বাসায় গিয়ে আমি আমার রাতের খাওয়া সম্পূর্ণ করি। এবং ঘুমানোর জন্য বিছানার দিকে যাই। বিছানায় গিয়ে মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ ইউটিউব এবং ফেসবুক চালানোর পর আমি ঘুমিয়ে পরি। এভাবেই আমার দিনগুলো অতিবাহিত হচ্ছে। আপনারা আপনাদের দিনগুলো কিভাবে অতিবাহিত করছেন জানালে খুশি হব। আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার আমার পরবর্তি পোষ্টে।সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

Sort:  
 4 years ago 

Excellent post bro, carry on

Tnx bro.pray for me

You have been upvoted by cryptokannon, Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and come join our #thediarygame Season 2 you can get upvote for commenting too with our #thelucky10s
Steem on!


Tnx bro.off course i will join in thedairygame season 2.

আপনার পোস্ট গুলো খুব সুন্দর হয়েছে। ছবিগুলো আরও সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই।দোয়া রাখবেন আগে যেন আরও সুন্দর ভাবে পোস্ট করতে পারি

ইনশাআল্লাহ

বিপ্লব সুন্দর হয়েছে। সেই চিরচেনা মাঠ যেখানে শৈশব যৌবন সবেই কাটছে। কিন্তু পান একা খাইলে হবে?

পরের বার আপনার দাওয়াত রইল ভাই।

ইনশাআল্লাহ্

 4 years ago 

The five star playground is very famous playground of Sayedpur. In our childhood we went there to play cricket.

Your team just 9 run short from the other team. If you scored 2 more boundary , may the result would have been different.

Thanks for sharing your diary with us,

Here is a little tips from @steemitblog,

  • adding a caption in your photo will make it lot more attractive. tutorial

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some tips and curation!
One Percent For Everyone

Also join LUCKY 10S

#onepercent

#bangladesh

greeting from @tarpan

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team