ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব দূর্গা পূজা আয়োজনের জন্য প্রস্তুতি
সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার
তারিখঃ০৭-০৯-২০২৩ইং
প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব।
|
---|
প্রতিবছর শরৎকালে দুর্গাপূজার আয়োজন করা হয়। এই আয়োজন করার জন্য অনেক আগে থেকে এর প্রস্তুতি গ্রহণ করতে হয়। সেই প্রস্তুতি হিসেবে শুরুতেই মাটি খড় বাঁশ দিয়ে প্রতিমা তৈরীর কাজ প্রথমেই করতে হয়। এ কাজ করার জন্য পূজা শুরু হওয়ার প্রায় দুই মাস আগে থেকে সব ধরনের সরঞ্জামগুলো জোগাড় করে রেখে দিতে হয়। এরপর এই কাজ করার জন্য কিছু লোক পাওয়া যায় তাদেরকে টাকার বিনিময়ে নিয়ে এসে এই কাজ করে নিতে হয়। এনারা এই কাজের জন্য বিশেষ পারদর্শী। এনাদের হাতের কাজ এতটাই সুন্দর যে এনারা খুব সহজে মানুষের মত সুন্দর করে এই বিভিন্ন রকমের দেবদেবী গুলোকে আমাদের সামনে তুলে ধরে।
আমার বাড়ির সামনে আমাদের মন্দিরে এই প্রতিমাগুলো তৈরি করার জন্য কিছু লোক আমরা টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসেছি। তারা সুন্দরভাবে এ কাজগুলো করছে এবং আমরা প্রতিনিয়ত এই কাজগুলো লক্ষ্য করি তারা ঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো তদারকি করি এবং ভালোভাবে যেন কাজটি সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখি সবাই। প্রতিমা তৈরির জন্য প্রথমে খর দিয়ে প্রতিমার আকার আকৃতি তৈরি করা হয়। এরপর একটি বাঁশের কাঠামো তৈরি করে নিতে হয় বাঁশের কাঠামোর উপর এ রকম খরের তৈরি প্রতিমার আকার তৈরি করে বেঁধে দিতে হয়। এরপর মাটি দিয়ে সুন্দর করে প্রতিমার রূপ দেওয়া হয়। এই কাজ করতে প্রায় ১০ থেকে ১২ দিন সময় লেগে যায় এরপর মাটি শুকিয়ে গেলে রং করার জন্য আবার তারা কাজে চলে আসে।
এনারা শুধু আমাদের মন্দির নয় অন্যান্য মন্দিরও এই কাজ করার জন্য টাকা নিয়ে রেখেছেন। তাই তারা অন্য মন্দিরেও চলে গিয়ে সেই একই কাজ করে টাকার উপর নির্ভর করে প্রতিমার আকার এবং সৌন্দর্য্য। বেশ কিছুদিন পর মাটি শুকিয়ে গেলে উনারা পুজোর আগে মন্দিরে এসে মাটিগুলো ঘষে মসৃণ করে রং করার জন্য তৈরি করে নেয়। এরপর এনারা তাদের হাতের ছোঁয়ায় সুন্দর করে রং করে প্রতিমা গুলো তৈরি করে দেয়। যাতে সেগুলো সবার সামনে তুলে ধরা যায় এবং আনন্দ উৎসব সুন্দরভাবে করা যায়। আসলে এনাদের কাজের অনেক গুরুত্ব দেয়া উচিত এনারা অনেক মেধাবী হয়ে থাকে। এনাদের হাতের ছোঁয়ায় এই সুন্দর প্রতিমা গুলো তৈরি করা সম্ভব হয়।
বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
তথ্য | বিস্তারিত |
---|---|
বিষয় | ঐতিহ্য |
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি এ ৫২ |
সম্পাদন করা | হ্যাঁ |
অবস্থান | পার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ |
ফটোগ্রাফার | @biplobsarker |
https://twitter.com/SarkerBipl19781/status/1699715579551293441?t=FfIZyR5re9FPPeaAH3FFgA&s=19
হিন্দুদের কাছে পরিচিত ১২ মাসে ১৩ পার্বণ। এই ১৩ পার্বণের ভেতর এক অন্যতম উৎসব হল দুর্গাপূজো। দূর্গা পূজার সময় আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অনেক আনন্দ উল্লাস করেন কারণ এটি তাদের সব থেকে বড় উৎসব। আর এই উৎসব ঘিরে অনেক আয়োজন করা হয়। দূর্গা পূজার প্রধান উপাদান হচ্ছে মূর্তি আর এই মূর্তিগুলো মাটি দিয়ে তৈরি করা হয়। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই
হিন্দু ধর্মলম্বীদের প্রধান পূজা হচ্ছে দুর্গাপূজা, হিন্দু ধর্মের এই দুর্গাপূজাকে অনেক কল্যাণকর পূজা হিসেবে বিবেচনা করা হয়। এই পূজাতে হিন্দু ধর্মের লোকেরা অনেক আনন্দ উল্লাস করে। আমি একবার আপনাদের পূজায় গিয়েছিলাম আপনাদের বাড়িতে, অনেক আপ্যায়ন করেছিলেন ভাই। আমি রাজীব ভাই শহিদুল ভাই শামীম আরো অনেকে ছিলো, আপনি আমাদের অনেক সুন্দর একটি মুহূর্ত উপহার দিয়েছিলেন। অতিথি আপ্যায়নে কোনো কমতি রাখছিলেন না। সেই দিনটি এখনো মনে আছে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সেই সময় আমাদেরকে সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পোষ্টের মাধ্যমে দুর্গাপূজা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনাদের দুর্গাপূজা মেলায় পরিণত হয়। অনেক খেলনা পাওয়া যায়, এবং কি মাটির তৈরি অনেক কিছু পাওয়া যায়। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। এবারো আশা করি দাওয়াত পাবো।
ধন্যবাদ ভাই
অবশ্যই পাবেন ভাই
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা। তাদের বড় উৎসবকে সামনে রেখে তারা এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করেছে। প্রতিমা তৈরির কারিগর রা এখন থেকে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। সামনের মাসে তাদের বড় উৎসবকে ঘিরে এখন থেকে তাদের মধ্যেই অন্যরকম একটি উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়েছে। ছবিগুলো বেশ ভালোই তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
হিন্দু দের জন্য দুর্গাপূজা সবচেয়ে বড় একটি ধর্ম উৎসব। প্রতিবছর বিভিন্ন জায়গায় এই দুর্গাপূজার আয়োজনটি অনেক জাঁকজমকপূর্ণ ভাবে করা হয়। দুর্গাপূজার বিশেষ আয়োজন ও উৎসবগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য সরকারিভাবে সকল কর্মসংস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকে। দুর্গা পূজার জন্য তৈরি প্রতিমা গুলো অনেক নিখুঁতভাবে বানানোর চেষ্টা করা হয়। সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।
ধন্যবাদ আপু
হিন্দু ধর্মের সব থেকে বড় উৎসব হল দুর্গা পূজা। আপনি ঠিকই বলেছেন এই শিল্পগুলোকে যত টাকা দেবেন ঠিক সেরকম সুন্দর করে দুর্গা পুজার দেবী গুলোকে আর্ট করেন। আমাদের এই দিকে অনেক হিন্দু ধর্মের লোক বসবাস করে। রাস্তাঘাট দিয়ে চলাচল করলে এরকম দুর্গাপূজার উৎসবের সময় দূর্গা পূজা দেখা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই