কেন আমি হেরে যাই?
কেন আমি হেরে যাই?
কোথায় পাবো অনন্ত উৎফুল্লতা
খামারি বাড়িতে আনাগোনা করে যে হাওয়া,
তাকে করি প্রশ্ন ফিরে আসে নিস্তব্ধতা।
সব ফুলই ফোটে দারুন সৌন্দর্য নিয়ে
তবু করো জোটে দেব দর্শন কেউ ভাসে জলে
আমি তো বুঝেছি জীবনের মানে
তাই তো ঘুরে ফিরে খুঁজি তারে।
সে মানুষ নয় নয় ঈশ্বর
সে এক অদ্ভুত অনুভূতি
সুন্দর তার মায়াবী নাম।
কি বুঝি সুন্দর বলতে আমি
খুঁজি সুন্দরের আসল মানে
এ জীবন শেষ হবে সুন্দর অবোধ্য হয়ে।
খুব সুন্দর লিখেছেন
ধন্যবাদ।।
কবিতাটি অনেক সুন্দর হয়েছে
আপনাকে ধন্যবাদ জানাই।।
চমৎকার লিখেছেন।
সুন্দরের সংজ্ঞা টা আসলে আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হয়। তারপরও মন মানে না। আমরা ঘুরে ফিরে সৌন্দর্যই খুঁজে ফিরি।
সঠিক বলছেন।সুন্দর আপেক্ষিক জিনিস।
বাহ্ সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য এর জন্য আপনাকে ধন্যবাদ।।
চমৎকার লেখনি ,শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ।।
খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ ভাই 💗