Steem Bangladesh Contest Mytownin10pics
হ্যালো বন্ধুরা!
ইস্টিম বাংলাদেশের সকল বন্ধুরা আশা রাখি আপনারা সকলে ভালো আছেন।আমি অনেক ভালো আছি। আজকে @steem-bangladesh কমিউনিটিতে আয়োজিত my townin 10 pics মানে আমার শহর দশটি ছবির আজকে আপনাদের সমানে তুলে ধরলাম। আমার পার্বতীপুর শহরের দশটি ছবির আপনাদের সমানে তুলে ধরলাম। চলুন তাহলে শুরু করে যাক।
০১নং
আমার শহরের প্রথম ছবি টা হলো নতুন একটা পৌর ভবন। এখন এই পৌর ভবন টির কাজ পুরো সম্পন্ন হয়নি।
০২নং
আমার তোলা এর একটি ছবি হলো একটি তেল পাম্পের ছবি। এখন থেকে সকল ধরনের গাড়িতে তেল দিয়ে থাকেন।
০৩নং
এরপর তোলা আমার আর একটি ছবি হলো একটি চৌরাস্তার ছবি।
০৪নং
তারপর তোলা আমার আর একটি ছবি হলো স্কুলের ছবি।
০৫নং
তারপর আমার তোলা আর একটা ছবি হলো একজন মুরি বিক্রেতা। এই দোকানে মুরি মাখা খেতে অনেক ভালো লাগে।
০৬নং
তারপর তোলা আমার আর একটি ছবি হলো পার্বতীপুর রেল স্টেশন তোলা ছবি। এই ছবিটি হলো একটি মালবাহী ট্রেনএর ছবি।
০৭নং
তারপর তোলা আমার পার্বতীপুর রেল স্টেশন এর প্রবেশ পথ করার ছবি।
০৮নং
তারপর তোলা পার্বতীপুর রেল স্টেশন এর প্লাট ফম এর ছবি।
০৯নং
তারপর তোলা পার্বতীপুর রেল স্টেশন এর থানা ছবি
১০নং
তারপর তোলা পার্বতীপুর জংশন তোলা একটি ছবি। এই জংশন থেকে গোটা শহর টাকে দেখা যায়।
আমন্ত্রণ জানাচ্ছি
@drhira
@mohsin444
@mrsokal
@kunwal
@abeed01
| IMAGE | INFORMATION |
|---|---|
| Genre | Photography |
| Device | Vivo Y20 |
| camera | gcam lmc8.4 |
ধন্যবাদান্তে
@chaitanno000










Your town is beautiful and photography is mind blowing, thank you for inviting me
thank you.
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
ধন্যবাদ।।
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা ভাই
ধন্যবাদ ভাই।।