|মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি ||১০%বেনিফিশিয়ারি shy-fox এবং ৫% abb-schoolকে বেনিফিশিয়ারি

নমস্কার সবাইকে।

আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি মজাদার রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি । এই রেসিপিটা নিরামিষ রান্না হিসাবেও আমরা খেতে পারি। লাউ দিয়ে যেকোনো রান্নাই আমার খুব পছন্দের এবং খাওয়াও আমাদের স্বাস্থ্যর জন্য ভাল। আশা করি রেসিপিটি আপনাদের কাছেও ভাল লাগবে।

WhatsApp Image 2022-08-27 at 6.10.56 PM.jpeg

লাউ ঘণ্ট রেসিপি

এবার আমরা জেনে নেই এই রান্নাটি করতে আমি কি কি উপকরন ব্যাবহার করেছি।

উপকরণপরিমাণ
লাউ১ টি
মুগ ডালপরিমাণ মত
কাঁচা মরিচ৭-৮ টি
তেজপাতা২ টি
আদা বাটা১ চা চামচ
জিরা বাটা / গুঁড়া১ চা চামচ
শুকনো মরিচ২-৩ টি
হলুদ গুঁড়াপরিমাণ মতো
আস্তা জিরাপরিমাণ মতো
লবণস্বাদমতো
সয়াবিন তেলপরিমাণ মতো
ঘি২ চা চামচ
চিনিপরিমাণ মতো
WhatsApp Image 2022-08-27 at 6.11.03 PM.jpegWhatsApp Image 2022-08-27 at 6.11.03 PM (1).jpeg
--
WhatsApp Image 2022-08-27 at 6.11.04 PM (1).jpegWhatsApp Image 2022-08-27 at 6.10.58 PM.jpeg

রেসিপিটি আমি যেভাবে তৈরি করেছি তার প্রতিটি ধাপ নিম্নে আলোচনা করা হলঃ


প্রথম ধাপ
প্রথমে লাউ গুলো কুচি কুচি করে সুন্দর ভাবে কেটে নিব এবং মুগ ডাল ভাজা না থাকলে হালকা করে ভেজে একটু ধুইয়ে নিব।

WhatsApp Image 2022-08-27 at 6.11.02 PM (2).jpeg

WhatsApp Image 2022-08-27 at 6.11.04 PM.jpeg


দ্বিতীয় ধাপ
এরপর কড়াইয়ে তেল পরিমাণ মত দিয়ে তেলটা গরম হয়ে এলে এতে আস্তা জিরা, তেজ পাতা এবং শুকনো মরিচ দিয়ে ফোঁড়ন দিয়ে নিবো। ফোঁড়ন দিলে যে আসাধারন সুন্দর একটা ঘ্রাণ আসে যেটা আমার কাছে খুব ভাল লাগে।

WhatsApp Image 2022-08-27 at 6.11.06 PM.jpeg


তৃতীয় ধাপ
এবার কড়াইতে লাউগুলো দিয়ে দিবো এবং একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ, হলুদ গুড়ো এবং কাঁচা মরিচ দিয়ে দিবো।

WhatsApp Image 2022-08-27 at 6.11.02 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-27 at 6.11.02 PM.jpeg


চতুর্থ ধাপ
এ পর্যায়ে উপকরণ গুলো সুন্দর করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিবো। ২-৩ মিনিট পরে আবার একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এভাবে মিনিট চারেক পর দেখবো লাউ থেকে পানি উঠে হালকা সিদ্ধ হচ্ছে।

WhatsApp Image 2022-08-27 at 6.11.00 PM.jpeg


পঞ্চম ধাপ
এবার এ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিবো। এরপর আবার উপকরন গুলো মিশিয়ে নিবো।

WhatsApp Image 2022-08-27 at 6.11.01 PM.jpeg


ষষ্ঠ ধাপ
এবারে মুগ ডাল গুলো দিয়ে লাউ এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিবো সিদ্ধ হওয়ার জন্য। মুগ ডাল গুলো সুসিদ্ধ হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন একবারে গলে না যায় ।

WhatsApp Image 2022-08-27 at 6.10.59 PM (1).jpeg

WhatsApp Image 2022-08-27 at 6.10.59 PM.jpeg


সপ্তম ধাপ

এরপর ১০ – ১৫ মিনিট মত সিদ্ধ করে এবং অল্প একটু চিনি দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ঘণ্ট । আর খেয়াল রাখতে হবে জল টা শুকিয়ে যেন আঠা আঠা একটা ভাব হয়। সেটা না হলে একটু পিঠালু (একটু পানি নিয়ে অল্প একটু আটা অথবা ময়দা গুলানো) দিয়ে দিতে পারেন। এরপর নামানোর আগে আমি একটু ২ চামচ ঘি দিয়ে দিয়েছি। যেটায় ঘণ্টের স্বাদ তা অনেক বারিয়ে দেয়। কারো ঘি পছন্দ না হলে এটা বাদও দিতে পারেন।

WhatsApp Image 2022-08-27 at 6.57.38 PM.jpeg

আর এভাবেই খুব সহজেই তৈরি হয়ে যাবে মজাদার লাউ ঘণ্ট । আশা করি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। এত সময় ধৈর্য ধরে রেসিপিটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি পড়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশই। আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই।সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবাই।

ফটোগ্রাফার:@cmchandrika
ডিভাইস:রিয়াল মি জি টি মাস্টার
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি খুবই সুস্বাদু রেসিপি। এটা খেতে ভিশন মজা লাগে।বিশেষ করে মুগ ডাল দিয়ে মুড়ি ঘণ্ট বেশি ভালো লাগে খেতে। মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি ধাপ সমূহ প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। যে কেউ চাইলে বানিয়ে খেতে পারবে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

আমার মা বাড়ীতে মাঝেমধ্যেই এই রান্না করে। খুব ভালো লাগলো দেখে আপনার পোস্ট ।সুন্দর করে পোস্ট সাজিয়েছেন।

 2 years ago 

মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট রেসিপি আগে কখনো খাওয়া হয়নি। দেখে খেতে ইচ্ছে করছে। রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাসায় একদিন ট্রাই করে দেখব। রান্নার প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি দারুণ হয়েছে। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।এ ধরনের রেসিপি আসলে অনেক মজা হয়।ধন্যবাদ লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা লাউ দিয়ে মুগ ডাল ঘন্ট রেসিপিটি আমার অনেক পছন্দ। বাসায় এই রেসিপিটি আমি অনেক বেশি করে খেয়ে থাকি। তবে আপনার তৈরি করার রেসিপিটিও দেখতে অনেক সুন্দর হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি করেছেন। রেসিপির কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মুগ ডাল দিয়ে খুব সুন্দর করে লাউ ঘন্ট রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে । খুব সুন্দর করে সবকিছু বর্ণনা আমাদের সামনে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

মুগ ডাল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর আমার কাছে মুগডাল খুবই সুস্বাদু লাগে মুগ ডাল দিয়ে লাউ ঘন্টের এই রেসিপিটি দেখে জিভে জল এসে গেল ।তবে আমার কাছে মসুরের ডাল দিয়ে লাউ ঘন্ট অনেক বেশি সুস্বাদু লাগে।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রেসিপি তৈরি করেছেন। আসলে এই ধরনের রেসিপি বেশ অসাধারণ হয়ে থাকে। আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক মজার এবং সুস্বাদু হয়েছে। এত দুর্দান্ত পোস্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65540.15
ETH 3522.97
USDT 1.00
SBD 2.48