স্বরচিত কবিতা " নিজস্বতা” |১০%বেনিফিশিয়ারি shy-fox এবং ৫% abb-schoolকে বেনিফিশিয়ারি||

নমস্কার সবাইকে।

আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলে আপনাদের সঙ্গে নিজের লেখা একটি কবিতা শেয়ার করতে যাচ্ছি যা এর আগে কখনও করা হয়নি। আজ হঠাৎ আমার বারান্দায় বসে এমন একটা মেঘলা শান্ত আবহাওয়া দেখে কিছু লিখার ইচ্ছা হল । তাই ভাবলাম একটু চেষ্টা করি আজ । হয়ত খুব একটা ভাল হয়নি আবার অনেক ভুলত্রুটি ও হতে পারে। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে ভাল করতে পারি সেটার জন্য সাহায্য করবেন পরবর্তীতে হয়ত চেষ্টা করলে আরও একটু ভাল করে লিখতে পারবো। আশা করি আপনারা পাশে থাকবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ।

e8e073a0-c42a-405f-9c64-d0c913445847.jpg

নিজস্বতা

লোকের ভীড়ে জীবনের কোলাহলে
কখনো কি নিজেকে খুঁজে দেখি আমরা
কখনো কি নিজস্বতা নিয়ে ভাবতে পারি ?
প্রতিদিনের ছুটে চলা, নিয়ম মেনে জীবন চলা
এগুলোর মাঝে আমারা নিজেকেই হারিয়ে ফেলি ।

আমাদের পারিপার্শ্বিকতাও আমাদেরকে সুযোগ দেয় না
তবুও যারা অপরের লাঞ্ছনা, বঞ্চনা উপেক্ষা করে
নিজেকে খুঁজে বেড়ায় তারাই হয়ে যায়
আমাদের সমাজের কাছে নিকৃষ্ট স্বার্থপর ।

কিন্তু আমাদেরতো ঘুরে দাড়াতে হবে
গদবাধা ধারায় গাঁ ভাসিয়ে দিয়ে নিজেকে
মেরে ফেললে তো চলবে না।
আমাদের হতে হবে স্পষ্টভাষী, প্রতিবাদী এবং উদ্যম

আমাদের দুর্বলতাগুলোকে রুপান্তরিত
করতে হবে আমাদের শক্তিতে
নিয়ম ভেঙ্গে গড়তে হবে নতুন দৃষ্টান্ত
সৃষ্টি করতে হবে নতুন উদাহরণ
আমারাই পাড়ব নিজেদের নিজস্বতা ফিরিয়ে এনে
সমাজে আপন ধারায় চলতে।

আমারাই পারব একদিন সব প্রতিকূলতা উপেক্ষা করে
নিজস্বতা ফিরিয়ে আনতে এবং সাহস যোগাতে
শুধু প্রয়োজন নিজেদের প্রত্যয়,প্রবল আকাঙ্খা
আর এটাই পারে আমার আমিকে ফিরিয়ে দিয়ে
নিজস্বতা ফিরিয়ে আনতে।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸
অভিবাদন্তে: @cmchandrika

Sort:  
 2 years ago 

আমি মনেকরি বাহিরের আবহাওয়ার উপর কবিতার ধরন নির্ভর করে। যখন আবহাওয়া শান্ত থাকে আমার কাছেও তখন কবি কবি ভাব লাগে কত কথাই মনে পড়ে। যাইহোক আপনার কবিতাটিতে প্রতিবাদী ও আত্মনির্ভরশীলতার চিত্র ফুটে উঠেছে।

 2 years ago 

কবিতাটির মাঝে আমাদের সমাজের কিছু সভ্যতা অনেক সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। বাস্তবতার সবকিছু তুলে ধরার পাশাপাশি কবিতাটি অনেক সুন্দরভাবে একটি লাইন অপরটির সঙ্গে জুড়িয়ে দিয়েছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67730.39
ETH 3820.69
USDT 1.00
SBD 3.55